বৃহস্পতিবার পড়েছে ভাদ্রমাসের শ্রেষ্ঠ একাদশী তিথি। কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিকে বলা হয় অন্নদা একাদশী বা অজা একাদশী। জন্মাষ্টমীর পর কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই জাগ্রত তিথি।

Annada Ekadashi or Aja Ekadashi 2024 Date & Time: আজ অন্নদা একাদশী! বৃহস্পতিবার ভাদ্রমাসের সর্বশ্রেষ্ঠ এই একাদশী তিথি কত ক্ষণ আছে? শুভ সংযোগের মুহূর্ত কখন? জানুন পঞ্জিকা কী বলছে

বৃহস্পতিবার পড়েছে ভাদ্রমাসের শ্রেষ্ঠ একাদশী তিথি। কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিকে বলা হয় অন্নদা একাদশী বা অজা একাদশী। জন্মাষ্টমীর পর কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই জাগ্রত তিথি।
বৃহস্পতিবার পড়েছে ভাদ্রমাসের শ্রেষ্ঠ একাদশী তিথি। কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিকে বলা হয় অন্নদা একাদশী বা অজা একাদশী। জন্মাষ্টমীর পর কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই জাগ্রত তিথি।

 

দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বুধ এবং বৃহস্পতির সংযোগে রাত ১.১৯ মিনিটে শুরু হচ্ছে অন্নদা একাদশী তিথি। বৃহস্পতিবার দিনভর থাকবে এই পুণ্যতিথি। এদিন রাত ১.৩৮ মিনিট পর্যন্ত থাকবে এই একাদশী।
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বুধ এবং বৃহস্পতির সংযোগে রাত ১.১৯ মিনিটে শুরু হচ্ছে অন্নদা একাদশী তিথি। বৃহস্পতিবার দিনভর থাকবে এই পুণ্যতিথি। এদিন রাত ১.৩৮ মিনিট পর্যন্ত থাকবে এই একাদশী।

 

অন্য পঞ্জিকা অনুসারে বৃহস্পতিবার রাত ৩.৪৫ পর্যন্ত আছে অন্নদা একাদশী তিথি। এই দিন সংগঠিত হবে তিনটি শুভ সংযোগ।
অন্য পঞ্জিকা অনুসারে বৃহস্পতিবার রাত ৩.৪৫ পর্যন্ত আছে অন্নদা একাদশী তিথি। এই দিন সংগঠিত হবে তিনটি শুভ সংযোগ।

 

বৃহস্পতিবার একাদশী তিথি অর্থা‍ত ভগবান বিষ্ণুর পুজোর দিন। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সংযোগ। পাশাপাশি আছে সর্বার্থ সিদ্ধি যোগ।
বৃহস্পতিবার একাদশী তিথি অর্থা‍ত ভগবান বিষ্ণুর পুজোর দিন। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সংযোগ। পাশাপাশি আছে সর্বার্থ সিদ্ধি যোগ।

 

 বৃহস্পতিবার বিকেল ৪ টে ৩৯ মিনিটে শুরু প্রথম শুভ সংযোগ। থাকবে শুক্রবার অর্থা‍ত পারণকালে ভোর ৫ টে ৫৮ মিনিট পর্যন্ত।
বৃহস্পতিবার বিকেল ৪ টে ৩৯ মিনিটে শুরু প্রথম শুভ সংযোগ। থাকবে শুক্রবার অর্থা‍ত পারণকালে ভোর ৫ টে ৫৮ মিনিট পর্যন্ত।

 

এদিন সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ১৮ মিনিট পর্যন্ত। এই পুণ্যতিথি নিষ্ঠা ভরে পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবন থেকে সব বাধাবিঘ্ন দূর হয় বলে ভক্তদের বিশ্বাস। বর্ষিত হয় সৌভাগ্য।
এদিন সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ১৮ মিনিট পর্যন্ত। এই পুণ্যতিথি নিষ্ঠা ভরে পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবন থেকে সব বাধাবিঘ্ন দূর হয় বলে ভক্তদের বিশ্বাস। বর্ষিত হয় সৌভাগ্য।