নরখাদক নেক়ড়ের দলকে ধরতে অভিযানে নেমেছে উত্তরপ্রদেশের বন দফতর৷

Man eater wolves in Uttar Pradesh: ঘুরে বেড়াচ্ছে নরখাদকের দল, শিকার ছয় শিশু, এক মহিলা! উত্তরপ্রদেশে পর পর গ্রামে আতঙ্ক

বাহরাইচ: নরখাদক নেকড়ের দলের আতঙ্কে ঘুম উড়েছে উত্তর প্রদেশের বাহরাইচ জেলার অন্তত পঁচিশ থেকে তিরিশটি গ্রামের প্রায় পঞ্চাশ হাজার বাসিন্দার৷ গ্রামবাসীদের অভিযোগ, গত পয়তাল্লিশ দিনে ওই সাতটি নেকড়ের দল ছটি শিশু এবং এক মহিলা সহ মোট সাতজনকে হত্যা করেছে৷ নেকড়ের আক্রমণে আহত হয়েছেন অন্তত ২৫ জন৷

স্থানীয় সূত্রে খবর, ওই দলটিতে ছটি নেকড়ে ছিল৷ বৃহস্পতিবার সকালে ফাঁদ পেতে তাদের মধ্যে আরও একটি নেকড়েকে ধরতে পেরেছে বন দফতর৷ এই নিয়ে মোট চারটি নেকড়ে বন দফতরের হাতে ধরা পড়ল৷ এখনও দুটি নরখাদক নেকড়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের৷

আরও পড়ুুন: হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা, দৃষ্টিশক্তি ফিরবে দেবাশিসের? বড় আপডেট দিল হাসপাতাল

নেকড়ের দলকে ধরতে রীতিমতো কোমর বেঁধে নেমেছে উত্তর প্রদেশের বন দফতর৷ দেড়শো আধিকারিক সহ মোট আড়াইশো জন কর্মীকে নেকড়ে ধরার অভিযানে নামানো হয়েছে৷ চারটি ফাঁদ পাতা হয়েছে এলাকায়৷ পাশাপাশি নেকড়েগুলির গতিবিধি জানতে থার্মাল ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে৷ এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেছেন উত্তর প্রদেশের বনমন্ত্রীও৷ তাতেও ভয় কাটছে না গ্রামবাসীদের৷

গত জুলাই মাসে প্রথম বার সিকন্দরপুর গ্রামে একটি এক বছরের শিশুকে হত্যা করে এই নেকড়ের দল৷ এর এক সপ্তাহ বাদে মায়ের সঙ্গে ঘুমনোর সময় তিন বছরের এক শিশুকন্যাকে বাড়ির বারান্দা থেকে তুলে নিয়ে যায় নেকড়ের দল৷ পরের দিন এলাকার একটি ক্ষেত থেকে ওই শিশুকন্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ এর পর থেকেই নিয়মিত নেকড়ের আক্রমণের ঘটনা ঘটতে থাকে৷

ওই এলাকার কাছেই রয়েছে দুধওয়ার জঙ্গল৷ বাহারাইচের ওই এলাকার গ্রামগুলিতে প্রচুর ক্ষেতও রয়েছে৷ ফলে মাঝেমধ্যেই বন্যপ্রাণীদের দেখা মিলত এলাকায়৷ গ্রামবাসীরা বিষয়টির সঙ্গে অভ্যস্তও ছিলেন৷ কিন্তু নেকড়ের আক্রমণের পর রীতিমতো প্রাণভয়ে দিন কাটছে তাঁদের৷