বুধবার ভোরে সেই জাল তুলতে গিয়ে মৎস্যজীবী দেখেন তার মধ্যে জড়িয়ে রয়েছে একটি কুমিরের শাবক। আজ সকালে জাল সমেত কুমিরটিকে নিয়ে আসা হয় উপকূলে। কুমির দেখতে ভিড় জমিয়েছে এলাকার মানুষ।

Gujarat floods: বাড়ির চালে, রাস্তাঘাটে বিশাল বিশাল কুমির! বরোদা জুড়ে আতঙ্ক, দেখুন ভিডিও

বরোদা: বন্যায় গুজরাতের অন্যান্য অনেক শহরের মতোই বিপর্যস্ত বরোদাও৷ কিন্তু বন্যার জলে হয়রানির সঙ্গে সঙ্গেই নতুন আতঙ্ক গ্রাস করেছে বরোদার বাসিন্দাদের৷ কারণ এই মুহূর্তে বরোদা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল বিশাল আকারের কুমির৷ যার একটি একটি ১০ থেকে ১৫ ফুট লম্বা৷ একটি দুটি নয়, এরকম একাধিক কুমির এই মুহূর্তে বরোদা শহরে ঢুকে পড়েছে৷

শহরের বুক চিড়ে চলে যাওয়া বিশ্বমিত্রি নদীর জলেই প্লাবিত হয়েছে বরোদার বিস্তীর্ন এলাকা৷ বন দফতর জানিয়েছে, নদীর জলের সঙ্গেই ভাসতে ভাসতে বরোদা শহরে ঢুকে পড়েছে কুমিরগুলি৷

এর মধ্যে বন্যা কবলিত এলাকার একটি বাড়ির মাথায় একটি কুমিরকে শুয়ে থাকতে দেখা গিয়েছে৷ শুধু তাই নয় রাস্তাঘাট, বাড়ির সামনে, পার্কে যত্রতত্র বিশাল বিশাল কুমিরের দেখা মিলছে৷

আরও পড়ুন: যুবকের সঙ্গে ৪ নম্বর প্ল্যাটফর্মে চুপচাপ বসে এক নাবালিকা, জিআরপি-এর জিজ্ঞাসাবাদে বড়সড় রহস্যের পর্দাফাঁস

বন দফতর জানিয়েছে, গত পাঁচ দিনে মোট দশটি কুমির ধরা পড়েছে৷ কিন্তু এখনও কতগুলি কুমির বরোদা শহরে রয়ে গিয়েছে, তা নিশ্চিত ভাবে বলতে পারছে না বন দফতরও৷ কারণ বিশ্বমিত্রি নদীতে প্রায় তিনশো কুমিরের বাস বলেই বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে৷

তবে বিশ্বমিত্রি নদী সংলগ্ন এলাকায় যাঁরা থাকেন, তাঁদের কাছে অবশ্য কুমির দর্শন খুব একটা অস্বাভাবিক কিছু নয়৷ বিশেষত বর্ষার সময় প্রতি বছরই নদী ছেড়ে বেশ কিছু কুমির জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পডে়৷ সেগুলিকে আবার উদ্ধার করে নদীতে ছেড়ে দেওয়া হয়৷

এ বছর গুজরাতে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে৷ গত পাঁচ দিনে এই গুজরাতে বন্যায় ২৬ জনের মৃত্যু হয়েছে৷