বিজেপিতেই যোগ দিলেন চম্পাই সোরেন৷ ছবি- পিটিআই

Champai Soren joins BJP: বিজেপি-তেই যোগ দিলেন চম্পাই সোরেন, ঝাড়খণ্ডে এবার কঠিন পরীক্ষায় হেমন্তের জেএমএম?

রাঁচি: প্রত্যাশিত ভাবেই বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন৷ শুক্রবার রাঁচিতেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন তিনি৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে বিপুল সংখ্যক সমর্থকদের নিয়েই বিজেপিতে যোগ দেন তিনি৷

কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন চম্পাই সোরেন৷ এর পরেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় যোগ দেন তিনি৷
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের অন্যতম আস্থাভাজন এবং ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন চম্পাই সোরেন৷ ইডি হেমন্ত সোরেনকে গ্রেফতারের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও হন তিনি৷ কিন্তু হেমন্ত সোরেন জামিন পেতেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয় তাঁকে৷

আরও পড়ুন: এবার থেকে মোদি-শাহের ধাঁচে ASL নিরাপত্তা বেষ্টনী মোহন ভাগবতের

গত ৩ জুলাই ইস্তফা দিতে হয় চম্পাই সোরেনকে৷ এর পরেই ঘনিষ্ঠ মহলে তিনি অভিযোগ করেন, যেভাবে তাঁকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাতে তিনি অপমানিত বোধ করেছেন৷ এই ঘটনার পর থেকেই জেএমএম-এর সঙ্গে চম্পাই সোরেনের দূরত্ব বাড়ছিল৷ তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা ছড়িয়েছিল৷

১৯৯০-এর দশকে পৃথক রাজ্য গঠনের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তার অন্যতম প্রধান মুখ ছিলেন চম্পাই সোরেন৷ ১৯৯১ সালে প্রথম বার নির্দল মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী হন তিনি৷ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে চম্পাই সোরেনকে দলে টেনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভোট ব্যাঙ্কে থাবা বসানোই লক্ষ্য বিজেপির৷