প্রতীকী ছবি

Maheshtala: সাত দিন ধরে বিদ্যুৎ নেই, বিক্ষোভে ফেটে পড়লেন মহেশতলার বাসিন্দারা

মহেশতলা: প্রবল গরমে চরম ভোগান্তিতে মহেশতলার বাসিন্দারা। টানা সাতদিন ধরে বিদ্যুৎ নেই বিস্তীর্ণ এলাকায়। ফলে এই প্রবল গরমে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সপ্তাহভর চরম দুর্ভোগে ৫০০-এর বেশি মানুষ। মূলত মহেশতলার ১৬ নম্বর এবং ১৮ নম্বর ওয়ার্ডে এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

সূত্রের খবর, ওই এলাকায় কিছুদিন আগে হয়ে যাওয়া বৃষ্টির জল এখনও নামে নি। ফলে বহু জায়গায় জল জমে রয়েছে। সিইএসসির তরফ থেকে জানানো হয়েছে, মিটার বক্সে জল ঢুকে যাওয়ায় অনেক লাইন বিকল হয়ে পড়েছে ফলে বিদ্যুৎ সংযোগে সমস্যার সৃষ্টি হচ্ছে।

এই সমস্যা দ্রুত সমাধান চেয়ে পুলিশ এবং বিদ্যুৎকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সামনে আসতেই তৎপর হয়েছে সিইএসএসি। তৎপর হয়েছে প্রশাসনও।