Bollywood News: নিজেরা সচেতন, অথচ অস্বাস্থ্যকর খাবারের প্রচার করছেন! বলি-তারকাদের প্রতি রোষ…

এমনিতে বি-টাউনের তারকারা নিজেদের সৌন্দর্য আর গ্ল্যামার ধরে রাখার জন্য ডায়েট মেনে চলেছেন। বলা ভাল, তাঁরা স্বাস্থ্য সচেতন। অথচ বেশ কিছু বলিউড তারকা নিজেরা স্বাস্থ্য সচেতন হয়েও অস্বাস্থ্যকর খাবারের প্রচার করছেন। এমনই অভিযোগ আনলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার নিতিন মৌর্য। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, আলিয়া ভাট, সামন্থা রুথ প্রভু এবং কার্তিক আরিয়ানের মতো তারকারা সুস্থ জীবনযাপনের কথা বলেন। অথচ জাঙ্ক ফুডের টেলি বিজ্ঞাপনে এই তারকাদেরই দেখা গিয়েছে।
এমনিতে বি-টাউনের তারকারা নিজেদের সৌন্দর্য আর গ্ল্যামার ধরে রাখার জন্য ডায়েট মেনে চলেছেন। বলা ভাল, তাঁরা স্বাস্থ্য সচেতন। অথচ বেশ কিছু বলিউড তারকা নিজেরা স্বাস্থ্য সচেতন হয়েও অস্বাস্থ্যকর খাবারের প্রচার করছেন। এমনই অভিযোগ আনলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার নিতিন মৌর্য। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, আলিয়া ভাট, সামন্থা রুথ প্রভু এবং কার্তিক আরিয়ানের মতো তারকারা সুস্থ জীবনযাপনের কথা বলেন। অথচ জাঙ্ক ফুডের টেলি বিজ্ঞাপনে এই তারকাদেরই দেখা গিয়েছে।
ভিডিও-র শুরুতে দেখা যাচ্ছে যে, বার্গার, পিৎজা এবং চিনির মতো জাঙ্ক ফুডের থেকে দূরে থাকার গুরুত্ব আলোচনা করছেন কার্তিক আরিয়ান। যদিও এরপরেই তাঁকে একটি বার্গার ব্র্যান্ডের প্রচার করতে দেখা গিয়েছে। ভিডিও-য় এরপরেই দেখা যায় যে, একটি পডকাস্টে মিষ্টি এবং চকোলেট এড়িয়ে চলার গুরুত্ব বোঝাচ্ছেন সামন্থা। এরপরেই নারকেল তেল সেবন করার প্রচার করেন তিনি। এখানেই শেষ নয়, একটি চকোলেট ব্র্যান্ডের প্রচারেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
ভিডিও-র শুরুতে দেখা যাচ্ছে যে, বার্গার, পিৎজা এবং চিনির মতো জাঙ্ক ফুডের থেকে দূরে থাকার গুরুত্ব আলোচনা করছেন কার্তিক আরিয়ান। যদিও এরপরেই তাঁকে একটি বার্গার ব্র্যান্ডের প্রচার করতে দেখা গিয়েছে। ভিডিও-য় এরপরেই দেখা যায় যে, একটি পডকাস্টে মিষ্টি এবং চকোলেট এড়িয়ে চলার গুরুত্ব বোঝাচ্ছেন সামন্থা। এরপরেই নারকেল তেল সেবন করার প্রচার করেন তিনি। এখানেই শেষ নয়, একটি চকোলেট ব্র্যান্ডের প্রচারেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
এখানেই শেষ নয়, এই তালিকায় রয়েছেন আলিয়া ভাটও। ওই ভিডিও-য় তাঁকে বলতে শোনা যায় যে, চিনি স্বাস্থ্যের জন্য ভাল নয়। সেটি আসলে দ্য কপিল শর্মা শো-এর ভিডিও ক্লিপ। সেখানে উপস্থিত হয়ে আলিয়া চিনি দেওয়া কফি খেতে চাননি। অথচ তিনি নিজেই একটি চকোলেট ব্র্যান্ডের প্রচার করেন।
এখানেই শেষ নয়, এই তালিকায় রয়েছেন আলিয়া ভাটও। ওই ভিডিও-য় তাঁকে বলতে শোনা যায় যে, চিনি স্বাস্থ্যের জন্য ভাল নয়। সেটি আসলে দ্য কপিল শর্মা শো-এর ভিডিও ক্লিপ। সেখানে উপস্থিত হয়ে আলিয়া চিনি দেওয়া কফি খেতে চাননি। অথচ তিনি নিজেই একটি চকোলেট ব্র্যান্ডের প্রচার করেন।
আবার একটি টেলি বিজ্ঞাপনে পিৎজা এবং সফট ড্রিঙ্ক খেতে দেখা যায় সারা আলি খানকে। অথচ সকলকে চমকে দিয়ে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি জাঙ্ক ফুড এড়িয়ে চলেন। ভিডিও-য় আবার অনন্যা পাণ্ডেকে দাবি করতে শোনা যায়, তিনি সিগারেট কীভাবে ধরাতে হয়, সেটা জানেন না। অথচ ভাইরাল একটি ক্লিপেই তাঁকে ধূমপান করতে দেখা গিয়েছে। ভিডিও-র শেষে দেখা যায়, শাহরুখ খান এবং অজয় দেবগন তামাকের ব্র্যান্ডের প্রচার করছেন।
আবার একটি টেলি বিজ্ঞাপনে পিৎজা এবং সফট ড্রিঙ্ক খেতে দেখা যায় সারা আলি খানকে। অথচ সকলকে চমকে দিয়ে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি জাঙ্ক ফুড এড়িয়ে চলেন। ভিডিও-য় আবার অনন্যা পাণ্ডেকে দাবি করতে শোনা যায়, তিনি সিগারেট কীভাবে ধরাতে হয়, সেটা জানেন না। অথচ ভাইরাল একটি ক্লিপেই তাঁকে ধূমপান করতে দেখা গিয়েছে। ভিডিও-র শেষে দেখা যায়, শাহরুখ খান এবং অজয় দেবগন তামাকের ব্র্যান্ডের প্রচার করছেন।
বলিউড তারকাদের এহেন হিপোক্রিসি নিয়েই প্রশ্ন তোলেন ওই ইউটিউবার। তিনি বলেন, “জীবন এবং পুষ্টি সংক্রান্ত বিষয়ে অভিনেতাদের থেকে পরামর্শ নেবেন না। তাঁরা আপনার আদর্শ হতেই পারেন না। তাঁরা আসলে আমার এবং আপনার মতোই ভুলে ভরা। কোনও নীতি এবং মূল্যবোধ নেই। তাঁরা তামাক সেবন করবে না। কিন্তু আপনাকে সেটা সেবন করতে বলবেন। তাঁরা কিন্তু বিষয়ও খাবেন না। অথচ আপনাকে কিন্তু খেতে বলবেন। আবার বেটিংয়ে নিজেরা টাকা লাগাবেন না। কিন্তু আপনাকে বলবেন, বেটিংয়ে টাকা লাগাতে। এবার বুঝতে পারছেন তো!”
বলিউড তারকাদের এহেন হিপোক্রিসি নিয়েই প্রশ্ন তোলেন ওই ইউটিউবার। তিনি বলেন, “জীবন এবং পুষ্টি সংক্রান্ত বিষয়ে অভিনেতাদের থেকে পরামর্শ নেবেন না। তাঁরা আপনার আদর্শ হতেই পারেন না। তাঁরা আসলে আমার এবং আপনার মতোই ভুলে ভরা। কোনও নীতি এবং মূল্যবোধ নেই। তাঁরা তামাক সেবন করবে না। কিন্তু আপনাকে সেটা সেবন করতে বলবেন। তাঁরা কিন্তু বিষয়ও খাবেন না। অথচ আপনাকে কিন্তু খেতে বলবেন। আবার বেটিংয়ে নিজেরা টাকা লাগাবেন না। কিন্তু আপনাকে বলবেন, বেটিংয়ে টাকা লাগাতে। এবার বুঝতে পারছেন তো!”