জমা জল

South 24 Parganas News: বৃষ্টির জমা জল ছুয়েছে ট্রান্সফরমার! টানা ৭দিন বিদ্যুৎহীন মহেশতলার কিছু এলাকা

মহেশতলা: এলাকায় জমেছে জল। তার উপর দিয়ে নিত্য যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। সমস্যার শেষ এখানেই নয়, জমা জলের কারণে বন্ধ বিদ্যুৎ পরিষেবা। ঘটনাটি মহেশতলা পৌরসভার ১৬ ও ১৮ নং ওয়ার্ডের। ওই এলাকার ট্রান্সফরমারের যন্ত্রাংশ মাটির কাছাকাছি থাকায়, জল জমলে ট্রান্সফরমারটি জলমগ্ন হয়ে পড়ছে। ফলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে। এরকম করে এক দিন নয় দু’দিন নয় একসপ্তাহ ধরে চলছে বিদ্যুৎ বিভ্রাট।

আরও পড়ুন: মৃত ছেলের লোন শোধ করতে অপারগ! নন্দকুমারপুরে ঘরছাড়া পঞ্চায়েত প্রধান

এদিকে জমা জল নামার কোনো লক্ষণ নেই‌। ফলে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই এলাকায়। স্থানীয়দের দাবি জমা জলে পোকামাকড় জন্মাচ্ছে, বাড়ছে সাপের উপদ্রব। এই অবস্থার সমাধান চাইছেন সকলেই। এ নিয়ে মহেশতলা পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেরা জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হওয়ার পর সিইএসইকে জানিয়েছেন। দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: অবশেষে পূরণ হল দীর্ঘ দিনের দাবি! মণি নদীর পাড়ে তৈরি হচ্ছে কংক্রিটের নতুন বাঁধ

এ দিকে জলজমার সমস্যা ভারী বৃষ্টির জন্য হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক দু’দিনের মধ্যে ট্রান্সফরমারের যন্ত্রাংশ উঁচু করে দিলে জমা জলে আর অসুবিধা হবেনা বলে জানিয়েছেন তিনি। এক, দু’দিনের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে ধারণা করছেন সকলেই। তবে জল জমার সমস্যা কবে সমাধান হবে সেই প্রশ্নের উত্তর নেই কারুর কাছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক