সুস্থ চুল আমাদের কার না আকাঙ্খা? কিন্তু দূষণ, স্টাইলিং-এর জন্য চুলে অতিরিক্ত তাপের ব্যবহার, অথবা ক্ষতিকর কেমিক্যাল-এই সব কিছুর কারণে চুলের দফারফা হয়ে যায়৷ চুল পড়ার সমস্যা থেকে ড্যানড্রফ কিছুই আমাদের পিছু ছাড়ার নয়৷ কিন্তু সুস্থ চুল পাওয়ার আশা কি ওত সহজে যাওয়া সম্ভব? পেঁয়াজের জুস কিন্তু এর জন্য আদর্শ৷ রোজ পাতে পেঁয়াজ থাকলে তা পুষ্টির দিক তেকে কখনও ক্ষতিকর হলেও, সুস্থ চুলের জন্য কিন্তু বেশ কার্যকারী৷

Hair Care: চুল ওঠার সমস্যায় জেরবার? রান্নাঘরের এই সবজির ব্যবহারেই পেয়ে যাবেন একঢাল ঘন কালো চুল

সুস্থ চুল আমাদের কার না আকাঙ্খা? কিন্তু দূষণ, স্টাইলিং-এর জন্য চুলে অতিরিক্ত তাপের ব্যবহার, অথবা ক্ষতিকর কেমিক্যাল-এই সব কিছুর কারণে চুলের দফারফা হয়ে যায়৷ চুল পড়ার সমস্যা থেকে ড্যানড্রফ কিছুই আমাদের পিছু ছাড়ার নয়৷ কিন্তু সুস্থ চুল পাওয়ার আশা কি ওত সহজে যাওয়া সম্ভব? পেঁয়াজের জুস কিন্তু এর জন্য আদর্শ৷ রোজ পাতে পেঁয়াজ থাকলে তা পুষ্টির দিক তেকে কখনও ক্ষতিকর হলেও, সুস্থ চুলের জন্য কিন্তু বেশ কার্যকারী৷
সুস্থ চুল আমাদের কার না আকাঙ্খা? কিন্তু দূষণ, স্টাইলিং-এর জন্য চুলে অতিরিক্ত তাপের ব্যবহার, অথবা ক্ষতিকর কেমিক্যাল-এই সব কিছুর কারণে চুলের দফারফা হয়ে যায়৷ চুল পড়ার সমস্যা থেকে ড্যানড্রফ কিছুই আমাদের পিছু ছাড়ার নয়৷ কিন্তু সুস্থ চুল পাওয়ার আশা কি ওত সহজে যাওয়া সম্ভব? পেঁয়াজের জুস কিন্তু এর জন্য আদর্শ৷ রোজ পাতে পেঁয়াজ থাকলে তা পুষ্টির দিক তেকে কখনও ক্ষতিকর হলেও, সুস্থ চুলের জন্য কিন্তু বেশ কার্যকারী৷
পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে। যা কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে মাথার ত্বকে পেঁয়াজের রস দিলে চুল পড়া অনেকটা কমে যায়।
পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে। যা কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে মাথার ত্বকে পেঁয়াজের রস দিলে চুল পড়া অনেকটা কমে যায়।
এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় চুলের গোড়া মজবুত করতে ও স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে।
এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় চুলের গোড়া মজবুত করতে ও স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে।
পেয়াজের রস অ্যান্টি ব্যাটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাসে সমৃদ্ধ। এর ফলে বিল্ড আপের সমস্যাও দূর হয়।
পেয়াজের রস অ্যান্টি ব্যাটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাসে সমৃদ্ধ। এর ফলে বিল্ড আপের সমস্যাও দূর হয়।
পেয়াজের রস অ্যান্টি ব্যাটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাসে সমৃদ্ধ। এর ফলে বিল্ড আপের সমস্যাও দূর হয়।
পেয়াজের রস অ্যান্টি ব্যাটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাসে সমৃদ্ধ। এর ফলে বিল্ড আপের সমস্যাও দূর হয়।
এই রস ব্যবহার করলে স্ক্যাল্পের এপিডারমিসে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে ইচি স্ক্যাল্পের সমস্যাও দূর হয়। মাথার ত্বক আর্দ্র থাকায় খুশকি থেকেও মুক্তি পাওয়া সম্ভব।
এই রস ব্যবহার করলে স্ক্যাল্পের এপিডারমিসে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে ইচি স্ক্যাল্পের সমস্যাও দূর হয়। মাথার ত্বক আর্দ্র থাকায় খুশকি থেকেও মুক্তি পাওয়া সম্ভব।
এই রস নিয়মিত চুলে লাগালে হাইড্রোজেন পেরাক্সাইডের মাত্রা কমে। হাইড্রোজেন পেরাক্সাইড চুলের পাক ধরার জন্য অন্যতম দায়ী। ফলে এর ফলে চুল পাকার সমস্যাও কমে।
এই রস নিয়মিত চুলে লাগালে হাইড্রোজেন পেরাক্সাইডের মাত্রা কমে। হাইড্রোজেন পেরাক্সাইড চুলের পাক ধরার জন্য অন্যতম দায়ী। ফলে এর ফলে চুল পাকার সমস্যাও কমে।