আগামী মাসেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে(Photo: PTI file)

Weather Forecast: সেপ্টেম্বরেও বানভাসি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল, ভারী থেকে অতিভারী বৃষ্টি আশঙ্কা আবহাওয়া দপ্তরের

নয়া দিল্লি:  অগাস্ট মাস জুড়ে ভারতের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে৷ ত্রিপুরা, গুজরাত, মহারাষ্ট্র প্রভৃতি বেশি কিছু রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়েছে৷

পশ্চিমবঙ্গেও বেশ কিছু অঞ্চল বানভাসি হয়েছে৷ আগামী মাসেও দেশের অবস্থার খুব একটা উন্নতির আশা নেই৷ সেপ্টেম্বরেও দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে মনে করছে ভারতীয় আবহাওয়া দপ্তর৷

আরও পড়ুন: ‘ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই’, মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

আইএমডি জানিয়েছেন, সেপ্টেম্বরেও ভারতের বেশিরভাগ অঞ্চলেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়া আশঙ্কা রয়েছে৷

আরও পড়ুন: পুজোর বাসনে কালচে ছোপ পড়ে যাচ্ছে? রইল মোক্ষম উপায়, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে

তবে দেশের একেবারে উত্তর অংশে, উত্তর বিহার, উত্তরপ্রদেশের উত্তর-পূর্ব প্রভৃতি কয়েকটা অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেকটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷

দেশের বাকি অংশে বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্বু কাশ্মীর, রাজস্থান ও মধ্যপ্রদেশের পার্শ্ববর্তী অঞ্চল-সহ দেশের উত্তর পশ্চিম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে৷

অত্যাধিক বৃষ্টিপাতের ফলে ভূমিধস, কাদা ধসের থেকে সতর্ক থাকার কথাও জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর৷

আইএমডি তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে প্রতি সপ্তাহেই একটা করে নিম্নচাপ তৈরি হচ্ছে৷ আসা করা যাচ্ছে আগামী কয়েকদিন মৌসুমি বায়ু তার বর্তমান অবস্থানেই থাকবে৷ এর ফলে সারা মাস জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷