দেখুন তো খুঁজে পান নাকি অন্য কোনও শব্দ।

Optical illusion: লিঙ্কে ADVICE শব্দের ভিড়েই লুকিয়ে আছে অন্য শব্দ, ৫ সেকেন্ডের মধ্যে বার করুন তো দেখি

কলকাতা: সময় সকলের কাছেই সীমিত। কেউই এখন অনেক সময় নিয়ে কোনও কাজে লেগে থাকেন না। কিন্তু তবুও দিনের বিভিন্ন সময় অনেক কিছুই আমাদের চোখে পড়ে যা হয়তো সময় নিয়ে দেখলে অন্য রকম লাগে।

আরও পড়ুন: মর্গেই অন্তরঙ্গ যুগল! ভিডিও ভাইরাল হতেই নিরাপত্তার স্বার্থে বসানো হল সিসিটিভি

অনেক সময় একই জিনিস দেখতে দেখতে যদি তার মধ্যে কোনও একটি বিশেষ জিনিস আলাদা থাকে তা চোখ এড়িয়ে যায়। একেই অপটিক্যাল ইলিউশান বলে। যেমন সমাজমাধ্যমে প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে অ্যাডভাইস শব্দটি পুড়ো পাতা জুড়েই রয়েছে।  অ্যাডভাইস শব্দের অর্থ পরামর্শ।

 

View this post on Instagram

 

A post shared by Rishabh Bajpai (@br4inteaserhub)

আরও পড়ুন: ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, যমে মানুষে টানাটানি! কী হল শেষ পর্যন্ত… রইল ভয়ঙ্কর ভিডিও

এই অ্যাডভাইস শব্দের বাকি সব শব্দের বানান ADVICE হলেও একটি শব্দের বানান আলাদা। সেখানে লেখা আছে ADVISE। অর্থাৎ শব্দটি একটু হলেও আলাদা। কিন্তু বাকি সব শব্দই ADVICE লেখা থাকার জন্য আলাদা করে দলছুট শব্দটিকে খুঁজে বার করা বেশ কঠিন। অনেকেই এই অপটিক্যাল ইলিউশন পছন্দ করেন। অনেকটা ধাঁধাঁর মতো হলেও নিজের দৃষ্টিশক্তি পরীক্ষা করতে পারলে অনেকেই মজা পান। অর্থ অ্যাডভাইসের দু’টি বানানের ক্ষেত্রেই এক হলেও ADVICE শব্দটি বিশেষ্য হিসাবে ব্যবহৃত হয়, অন্য দিকে, ADVISE ক্রিয়া এবং বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়।