: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নাম কেটে দিলেন নিজের দলের অধিনায়কেরই৷ তাঁর পছন্দের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ জসপ্রীত বুমরাহ৷ ভারতের সর্বকালীন সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি৷ আর এই অলটাইম ইলেভেনে জায়গা দেওয়া হয়নি রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহকে।

Indian Cricket Team: কোচ হয়েই অধিনায়কের নাম করলেন কাঁচি! গম্ভীরের এ কেমন একাদশ যেখানে জায়গা হল না রোহিত-বুমরাহের

: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নাম কেটে দিলেন নিজের দলের অধিনায়কেরই৷ তাঁর পছন্দের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ জসপ্রীত বুমরাহ৷ ভারতের সর্বকালীন সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি৷ আর এই অলটাইম ইলেভেনে জায়গা দেওয়া হয়নি রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহকে।
: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নাম কেটে দিলেন নিজের দলের অধিনায়কেরই৷ তাঁর পছন্দের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ জসপ্রীত বুমরাহ৷ ভারতের সর্বকালীন সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি৷ আর এই অলটাইম ইলেভেনে জায়গা দেওয়া হয়নি রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহকে।
বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে ওপেনার হিসেবে নিজেকেই বেছেছেন গোতি৷   ভারতের হয়ে নির্বাচিত এই সর্বকালের একাদশে তাঁর সঙ্গে খাট্টা মিঠা সম্পর্কে থাকা বিরাট কোহলিকে জায়গা দিয়েছেন৷ তাঁর স্থান হয়েছে ৫ নম্বরে। গ্রেট সচিন তেন্ডুলকর এবং প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও তাঁর দলে ঠাঁই পেয়েছেন৷
বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে ওপেনার হিসেবে নিজেকেই বেছেছেন গোতি৷   ভারতের হয়ে নির্বাচিত এই সর্বকালের একাদশে তাঁর সঙ্গে খাট্টা মিঠা সম্পর্কে থাকা বিরাট কোহলিকে জায়গা দিয়েছেন৷ তাঁর স্থান হয়েছে ৫ নম্বরে। গ্রেট সচিন তেন্ডুলকর এবং প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও তাঁর দলে ঠাঁই পেয়েছেন৷
টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরের এই দল নির্বাচন নিয়ে নেটিজেনরা রীতিমতো অবাক। গম্ভীরের এই দল নির্বাচনে নিজের সময়ের ক্রিকেটারদেরই নিয়েছেন৷ না তাঁর আগের জমানার কেউ জায়গা পেয়েছেন না তাঁর পরের জমানার সেভাবে কেউ জায়গা পেয়েছে৷
টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরের এই দল নির্বাচন নিয়ে নেটিজেনরা রীতিমতো অবাক। গম্ভীরের এই দল নির্বাচনে নিজের সময়ের ক্রিকেটারদেরই নিয়েছেন৷ না তাঁর আগের জমানার কেউ জায়গা পেয়েছেন না তাঁর পরের জমানার সেভাবে কেউ জায়গা পেয়েছে৷
তিনি যা করেন, মন থেকে করেন এবং যা মনে করেন, নির্দ্বিধায় বলেন। গৌতম গম্ভীর যখন তার সর্বকালের ভারত প্লেয়িং ইলেভেন বেছে নেন তখন বিরাট কোহলি এই দলে জায়গা পেলেও রোহিত শর্মা দলে জায়গা করে নিতে পারেননি৷
তিনি যা করেন, মন থেকে করেন এবং যা মনে করেন, নির্দ্বিধায় বলেন। গৌতম গম্ভীর যখন তার সর্বকালের ভারত প্লেয়িং ইলেভেন বেছে নেন তখন বিরাট কোহলি এই দলে জায়গা পেলেও রোহিত শর্মা দলে জায়গা করে নিতে পারেননি৷
এই দলে দুই স্পিনার অনিল কুম্বলে এবং আর অশ্বিন, ফাস্ট বোলিংয়ের জন্য রাখা হয়েছে জাহির খান ও অলরাউন্ডার ইরফান পাঠানকে। জসপ্রীত বুমরাহও নেই অল টাইম বেস্ট ইলেভেনে।
এই দলে দুই স্পিনার অনিল কুম্বলে এবং আর অশ্বিন, ফাস্ট বোলিংয়ের জন্য রাখা হয়েছে জাহির খান ও অলরাউন্ডার ইরফান পাঠানকে। জসপ্রীত বুমরাহও নেই অল টাইম বেস্ট ইলেভেনে।
গৌতম গম্ভীরের বেস্ট প্লেয়িং ইলেভেন অল টাইম (ভারত)গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), অনিল কুম্বলে, আর অশ্বিন, ইরফান পাঠান এবং জহির খান।
গৌতম গম্ভীরের বেস্ট প্লেয়িং ইলেভেন অল টাইম (ভারত)
গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), অনিল কুম্বলে, আর অশ্বিন, ইরফান পাঠান এবং জহির খান।
স্পোর্টস কিডাকে দেওয়া একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীরের এই দলের কথা জানা গেছে৷  যখন তাঁকে তাঁর সর্বকালের ভারত একাদশ বেছে নিতে বলা হয়, তখন তিনি নিজেকে শেহওয়াগের সঙ্গে ওপেনার হিসেবে বেছে নেন এবং রোহিত শর্মাকে বাইরে রাখেন। একাদশ নির্বাচনের সময় গম্ভীর বলেছিলেন, ‘‘শেহওয়াগ ও আমি ওপেনার হিসেবে দলে থাকব। রাহুল দ্রাবিড়, চতুর্থ স্থানে সচিন তেন্ডুলকার, পঞ্চম স্থানে বিরাট কোহলি।’’
স্পোর্টস কিডাকে দেওয়া একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীরের এই দলের কথা জানা গেছে৷  যখন তাঁকে তাঁর সর্বকালের ভারত একাদশ বেছে নিতে বলা হয়, তখন তিনি নিজেকে শেহওয়াগের সঙ্গে ওপেনার হিসেবে বেছে নেন এবং রোহিত শর্মাকে বাইরে রাখেন। একাদশ নির্বাচনের সময় গম্ভীর বলেছিলেন, ‘‘শেহওয়াগ ও আমি ওপেনার হিসেবে দলে থাকব। রাহুল দ্রাবিড়, চতুর্থ স্থানে সচিন তেন্ডুলকার, পঞ্চম স্থানে বিরাট কোহলি।’’
তিনি আরও বলেন, ‘‘যুবরাজ সিং ষষ্ঠ স্থানে, মহেন্দ্র সিং ধোনি সপ্তম স্থানে, অনিল কুম্বলে অষ্টম স্থানে, আর অশ্বিন নবম স্থানে, আমি ইরফান পাঠানকে দশম স্থানে রাখতে চাই এবং জহির খান প্লেয়িং ইলেভেনের শেষে থাকবেন।’’
তিনি আরও বলেন, ‘‘যুবরাজ সিং ষষ্ঠ স্থানে, মহেন্দ্র সিং ধোনি সপ্তম স্থানে, অনিল কুম্বলে অষ্টম স্থানে, আর অশ্বিন নবম স্থানে, আমি ইরফান পাঠানকে দশম স্থানে রাখতে চাই এবং জহির খান প্লেয়িং ইলেভেনের শেষে থাকবেন।’’