আজই সেই মাহেন্দ্রক্ষণ...! কৌশিকী অমাবস্যার ভর সন্ধ্যায় করুন শুধু 'এটি', ভাগ্যের চাকা তো ঘুরবেই, মা তারার কৃপায় বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ!

Kaushiki Amavasya 2024: আজই সেই মাহেন্দ্রক্ষণ…! কৌশিকী অমাবস্যার ভর সন্ধ্যায় করুন শুধু ‘এটি’, ভাগ্যের চাকা তো ঘুরবেই, মা তারার কৃপায় বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ!

আজই সেই মাহেন্দ্রক্ষণ৷ ২ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের অমাবস্যার এই দিনটি খুব গুরুত্ব পূর্ণ।পঞ্জিকা অনুসারে, ভাদ্রমাসে অমাবস্যা ২০২৪-এর ২ সেপ্টেম্বর পড়েছে। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর।
আজই সেই মাহেন্দ্রক্ষণ৷ ২ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের অমাবস্যার এই দিনটি খুব গুরুত্ব পূর্ণ।পঞ্জিকা অনুসারে, ভাদ্রমাসে অমাবস্যা ২০২৪-এর ২ সেপ্টেম্বর পড়েছে। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর।
 কৌশিকী অমাবস্যার এই দিনটি খুব বিশেষ বলে পরিচিত। তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই অমাবস্যার রাত্রিকে তারা রাত্রি বলা হয়ে থাকে৷ কারণ এই অমাবস্যাতেই একমাত্র স্বর্গ-মত্যের দুয়ার মুহূর্তের জন্য খুলে যায়। যারা সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ।
কৌশিকী অমাবস্যার এই দিনটি খুব বিশেষ বলে পরিচিত। তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই অমাবস্যার রাত্রিকে তারা রাত্রি বলা হয়ে থাকে৷ কারণ এই অমাবস্যাতেই একমাত্র স্বর্গ-মত্যের দুয়ার মুহূর্তের জন্য খুলে যায়। যারা সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ।
কৌশিকী অমাবস্যার দিনে এমন বিশেষ কিছু কাজ রয়েছে যা নিষ্ঠা মেনে করলে যে কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। এই দিন বাড়ি ঘর ভালভাবে পরিষ্কার করতে হবে। বাড়ির কোনও জায়গা যেন অপরিষ্কার অপরিচ্ছন্নতা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে সমস্যায় পড়বেন৷
কৌশিকী অমাবস্যার দিনে এমন বিশেষ কিছু কাজ রয়েছে যা নিষ্ঠা মেনে করলে যে কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। এই দিন বাড়ি ঘর ভালভাবে পরিষ্কার করতে হবে। বাড়ির কোনও জায়গা যেন অপরিষ্কার অপরিচ্ছন্নতা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে সমস্যায় পড়বেন৷
যারা প্রতিটা কাজে বাধা পাচ্ছেন, তারা আজকের এই দিনটিকে কাজে লাগাতে পারেন৷ জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন, এই রাত এমন কিছু কাজ করলে মুহূর্তে মধ্যে সমস্ত বাধা-বিপত্তি শেষ হয়ে যাবে৷ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ।
যারা প্রতিটা কাজে বাধা পাচ্ছেন, তারা আজকের এই দিনটিকে কাজে লাগাতে পারেন৷ জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন, এই রাত এমন কিছু কাজ করলে মুহূর্তে মধ্যে সমস্ত বাধা-বিপত্তি শেষ হয়ে যাবে৷ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ।
 কৌশিকী অমাবস্যার দিন সদর দরজার সামনে তিলের তেলের প্রদীপ জ্বালালে ভাল ফল পাবেন৷ প্রদীপ ইতিবাচক শক্তি ঘরে নিয়ে আসে এবং নেতিবাচক শক্তিকে দূর করে৷
কৌশিকী অমাবস্যার দিন সদর দরজার সামনে তিলের তেলের প্রদীপ জ্বালালে ভাল ফল পাবেন৷ প্রদীপ ইতিবাচক শক্তি ঘরে নিয়ে আসে এবং নেতিবাচক শক্তিকে দূর করে৷
এদিন একটি শুকনো নারকেল নিতে হবে, যাতে জল না থাকে৷ তারপর নারকেলের মাথার দিকটা একটু ফুটো করে তার ভিতরে চিনি ভর্তি করতে হবে এবং বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যেখানে পিঁপড়ে আসে এরকম স্থানে কোনও গাছের নিচে এই নারকেলটিকে পুঁতে দিতে হবে৷ তবে এটা যেন কেউ না দেখে তা দেখতে হবে৷
এদিন একটি শুকনো নারকেল নিতে হবে, যাতে জল না থাকে৷ তারপর নারকেলের মাথার দিকটা একটু ফুটো করে তার ভিতরে চিনি ভর্তি করতে হবে এবং বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যেখানে পিঁপড়ে আসে এরকম স্থানে কোনও গাছের নিচে এই নারকেলটিকে পুঁতে দিতে হবে৷ তবে এটা যেন কেউ না দেখে তা দেখতে হবে৷
 কৌশিকী অমাবস্যার দিন ভর সন্ধ্যায় একটি কুয়োতে বেশ কয়েক চামচ কাঁচা দুধ ঢালতে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে ওই কুয়োটি শুকনো থাকে এবং কুয়েতে যেন জল না থাকে।
কৌশিকী অমাবস্যার দিন ভর সন্ধ্যায় একটি কুয়োতে বেশ কয়েক চামচ কাঁচা দুধ ঢালতে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে ওই কুয়োটি শুকনো থাকে এবং কুয়েতে যেন জল না থাকে।
তবে এই কাজগুলি করার আগে সবার আগে লক্ষ্য রাখতে হবে কেউই যেন না দেখে৷ পুরো কাজটি সকলের নজর এড়িয়ে করতে হবে। এই উপায় অবলম্বন করলে যে কোনও কাজের বাধা দূর হবে। এবং মা তারা তুষ্ট হলেই সমস্ত বাধা-বিপত্তি শেষ হবে৷
তবে এই কাজগুলি করার আগে সবার আগে লক্ষ্য রাখতে হবে কেউই যেন না দেখে৷ পুরো কাজটি সকলের নজর এড়িয়ে করতে হবে। এই উপায় অবলম্বন করলে যে কোনও কাজের বাধা দূর হবে। এবং মা তারা তুষ্ট হলেই সমস্ত বাধা-বিপত্তি শেষ হবে৷
কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে। কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে। আজ সকাল থেকেই উপচে পড়ঠে ভক্তদের ভিড়।
কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে। কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে। আজ সকাল থেকেই উপচে পড়ঠে ভক্তদের ভিড়।