ব্যবসা-বাণিজ্য SBI SUPERHIT SCHEME: সুপারহিট স্কিম নিয়ে এল SBI, ১, ২, ৩ ও ৫ বছরের জন্য ১০ লাখ টাকা রাখলে কত লাভ মিলবে ? Gallery September 2, 2024 Bangla Digital Desk সুপারহিট স্কিম নিয়ে এল দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই। কোনও ঝুঁকি ছাড়াই মোটা টাকা লাভ করতে পারবেন গ্রাহকরা। এই স্কিমে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে টাকা জমা করা যায়। এর উপর মেলে সুদ। ১, ২, ৩ এবং ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিটে কত রিটার্ন মিলবে দেখে নেওয়া যাক। এক বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন: এক বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৮০ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। অর্থাৎ যদি কেউ ১০ লাখ টাকা জমা করেন তাহলে তিনি ম্যাচিউরিটিতে ১০,৬৯,৭৫৩ টাকা পাবেন। তার মানে সুদ থেকে মিলবে ৬৯,৭৫৩ টাকা। ২ বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন: ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে ৭ শতাংশ করেছে এসবিআই। এখন যদি কেউ ২ বছরের জন্য ১০ লাখ টাকা জমা করেন তাহলে তিনি ১১,৪৬,৮৮১ টাকা পাবেন। সুদ থেকে আয় হবে ১,৪৮,৮৮১ টাকা। ৩ বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন: ৩ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে বর্তমানে ৬.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। এই মেয়াদে ১০ লক্ষ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে মিলবে ১২,২২,৩৯৩ টাকা। সুদ থেকে ২,২২,৩৯৩ টাকা পাবেন গ্রাহক। ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন: স্টেট ব্যাঙ্কে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫০ শতাংশ। অর্থাৎ ৫ বছরের জন্য যদি কেউ ১০ লক্ষ টাকা জমা করেন তাহলে মেয়াদপূর্তিতে তিনি ১৩,৮০,৪১৯ টাকা পাবেন। শুধু সুদ থেকে আয় হবে ৩,৮০,৪১৯ টাকা। সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদ দেওয়া হয় প্রবীণ নাগরিকদের। আবার ‘উইকেয়ার ডিপোজিট’ স্কিমে ৫ বছর বা তার বেশি মেয়াদে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হয়। অর্থাৎ সব মিলিয়ে এক শতাংশ বেশি সুদ পান প্রবীণ নাগরিকরা। এই স্কিমে যদি কেউ ৫ বছর মেয়াদে ১০ লক্ষ টাকা জমা করা হয় তাহলে ম্যাচিউরিটিতে ১৪,৪৮,৯৪৮ টাকা রিটার্ন মিলবে।