প্রতীকী ছবি৷

Ladakh in Motorcycle বাইকে লাদাখ যাবেন? বিপদ শুধু পথে নয়, মাশুল দিলেন ২৭ বছরের যুবক

নয়ডা: যাঁরা মোটরসাইকেল নিয়ে অভিযানে যেতে ভালবাসেন, তাঁদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে বাইক নিয়ে লাদাখ সফর করা৷ কিন্তু সেই স্বপ্নপূরণ করতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল এক বাইকারের৷ নয়ডার কর্মরত ওই যুবকের নাম চিন্ময় শর্মা৷ একাই বাইক নিয়ে লাদাখ সফরে গিয়েছিলেন ২৭ বছর বয়সি চিন্ময়৷ কিন্তু সফরের মাঝেই লেহতে ২৯ অগাস্ট উচ্চাজনিত সমস্যায় অসুস্থ হয়ে মৃত্যু হয় চিন্ময়ের৷ জানা গিয়েছে, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে একটি বেসরকারি সংস্থায় কর্মরত চিন্ময়ের৷

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, আদতে উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা চিন্ময় গত ২২ অগাস্ট লাদাখের উদ্দেশ্যে রওনা দেন৷ ২৬ তারিখ তিনি ফোনে বাবাকে জানান, তাঁর মাথায় যন্ত্রণা করছে৷ চিন্ময়ের বাবা তখন তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন৷

আরও পড়ুন: একা সন্দীপ নন, আরজি কর দুর্নীতিতে চারজনকে গ্রেফতার করল সিবিআই! বাকি তিন জন কারা?

ওই দিনই রাতে চিন্ময় তাঁর বাবাকে শ্বাসকষ্টের কথা জানান৷ তখন লেহতে যে হোটেলে চিন্ময় উঠেছিলেন, সেখানকার ম্যানেজারকে ওই যুবকের বাবা অনুরোধ করেন. তাঁর ছেলেকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ছেলের অসুস্থতার খবর পেয়ে তাঁর বাবা-মাও লেহ রওনা হন৷ কিন্তু ২৯ তারিখ তাঁরা লেহতে পৌঁছনোর কিছুক্ষণ আগেই চিকিৎসাধীন অবস্থায় চিন্ময়ের মৃ্ত্যM হয়৷ চিন্ময় তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন৷ চিন্ময়ের বাবা মা মুজফফরনগরের স্কুলে শিক্ষক-শিক্ষিকা৷

সমতল থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লেহ৷ বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এই ধরনের উচ্চতায় গিয়ে অন্তত তিন দিন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত৷ ঘন ঘন শরীরে অক্সিজিন সরবরাহে তারতম্য ঘটলে হাই অলটিচ্যুড সিকনেসের মতো সমস্যা দেখা দিতে পারে৷ যার মূল উপসর্গই হল বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরার মতো সমস্যা৷