Tag Archives: ladakh

India’s Coldest City: বলুন তো, ভারতের সবচেয়ে শীতলতম শহর কোনটি? ৯০% মানুষই জানেন না, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

তীব্র দাবদাহে হাসফাঁস অবস্থা ছোট থেকে বড় সকলের৷ গরমের দাপটে এসি-কুলারও যেন কাজ করছে না৷ কাঠফাটা গরমে কোথায় গেলে মিলবে একটু স্বস্তি, তার জন্য সকলেই অপেক্ষা করে বসে আছেন৷
তীব্র দাবদাহে হাসফাঁস অবস্থা ছোট থেকে বড় সকলের৷ গরমের দাপটে এসি-কুলারও যেন কাজ করছে না৷ কাঠফাটা গরমে কোথায় গেলে মিলবে একটু স্বস্তি, তার জন্য সকলেই অপেক্ষা করে বসে আছেন৷
এই সময়টাতে ছোটদের স্কুলেও গরমের ছুটি পড়ে৷ কিন্তু তীব্র গরমের কারণে কোথাও বেড়াতে গেলেও টেকা দায়৷ কিন্তু ভারতে এমন একটি শহর রয়েছে যেখানে এই প্রচণ্ড গরমেও তাপমাত্রা মাত্র ১৬ ডিগ্রি । শুধু তাই নয়, আপনি যদি এখানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে জুন মাসেও আপনাকে সোয়েটার পরতে হতে পারে।
এই সময়টাতে ছোটদের স্কুলেও গরমের ছুটি পড়ে৷ কিন্তু তীব্র গরমের কারণে কোথাও বেড়াতে গেলেও টেকা দায়৷ কিন্তু ভারতে এমন একটি শহর রয়েছে যেখানে এই প্রচণ্ড গরমেও তাপমাত্রা মাত্র ১৬ ডিগ্রি । শুধু তাই নয়, আপনি যদি এখানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে জুন মাসেও আপনাকে সোয়েটার পরতে হতে পারে।
এটাই হল ভারতের শীতলতম শহর৷ এই জায়গাটি হল লেহ-লাদাখ৷ যেখানে উপত্যকার তাপমাত্রা এখনও ১৬ ডিগ্রিতে রয়েছে। পুরো উত্তর ভারত গরমের কবলে পড়েছে এবং বর্ষার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এটাই হল ভারতের শীতলতম শহর৷ এই জায়গাটি হল লেহ-লাদাখ৷ যেখানে উপত্যকার তাপমাত্রা এখনও ১৬ ডিগ্রিতে রয়েছে। পুরো উত্তর ভারত গরমের কবলে পড়েছে এবং বর্ষার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
লেহ-লাদাখ হল সেই জায়গা যেখানে মানুষ এখনও রাতে কম্বল নিয়ে ঘুমায়। মে-জুন মাসের প্রচণ্ড গরমেও আপনি এই শহরে শীতলতা অনুভব করবেন। বর্তমানে লেহ-লাদাখে তাপমাত্রা ৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে রয়েছে।
লেহ-লাদাখ হল সেই জায়গা যেখানে মানুষ এখনও রাতে কম্বল নিয়ে ঘুমায়। মে-জুন মাসের প্রচণ্ড গরমেও আপনি এই শহরে শীতলতা অনুভব করবেন। বর্তমানে লেহ-লাদাখে তাপমাত্রা ৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে রয়েছে।
আপনি যদি আপনার পরিবারের সঙ্গে কিছু ঠান্ডার জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে এই শহরটি আপনার জন্য একটি দুর্দান্ত গন্তব্য হতে পারে। এখানে আপনি গরমকালে তুষারপাত উপভোগ করতে পারেন।
আপনি যদি আপনার পরিবারের সঙ্গে কিছু ঠান্ডার জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে এই শহরটি আপনার জন্য একটি দুর্দান্ত গন্তব্য হতে পারে। এখানে আপনি গরমকালে তুষারপাত উপভোগ করতে পারেন।
লেহ-লাদাখের কার্গিল জেলায় অবস্থিত দ্রাস শহরটিকে ভারতের শীতলতম শহর বলে মনে করা হয়। এখানে তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকে।এছাড়াও অনুনাচল প্রদেশের তাওয়াং শহরটি ভারতের শীতলতম স্থানগুলির মধ্যে একটি।
লেহ-লাদাখের কার্গিল জেলায় অবস্থিত দ্রাস শহরটিকে ভারতের শীতলতম শহর বলে মনে করা হয়। এখানে তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকে।এছাড়াও অনুনাচল প্রদেশের তাওয়াং শহরটি ভারতের শীতলতম স্থানগুলির মধ্যে একটি।

Travel to Ladakh: পায়ে হেঁটে লাদাখ! কলেজ ছাত্রের সঙ্গী নারী সুরক্ষা ও জল অপচয় বন্ধের বার্তা

হুগলি: নারী সুরক্ষা ও জল অপচয় রোধের বার্তা নিয়ে পায়ে হেঁটে লাদাখের পথে ডানকুনির ছেলে অরিজিৎ চক্রবর্তী। ২২৭৪ কিলোমিটার পথ পেয়ে হেঁটে পাড়ি দেবেন। ৭০ থেকে ৮০ দিন ধরে চলবে তাঁর এই যাত্রা। ৮০ দিনের মধ্যেই পায়ে হেঁটে লাদাখ পৌঁছানোর লক্ষ্য স্থির করেছে অরিজিত। এর আগে পায়ে হেঁটে হাওড়া থেকে দার্জিলিং গিয়েছিলেন তিনি। এবার নতুন চ্যালেঞ্জের পথে রওনা দিয়েছে।

অরিজিতের কথায়, লাদাখ যাওয়ার ইচ্ছে তাঁর বহু দিনের। কয়েক মাস আগে আরামবাগের প্রদীপ মণ্ডল পেয়ে হেঁটে লাদাখ থেকে ঘুরে আসেন। তাঁকে দেখেই অনুপ্রাণিত হয়ে তিনিও এবার পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছে লাদাখের উদ্দেশে। এর আগে সচেতনতা বার্তা নিয়ে হওড়া থেকে দার্জিলিং গিয়েছিলেন পায়ে হেঁটে। কলেজে পড়াশোনা করার পাশাপাশি তাঁর এই সচেতনতা বার্তা নিয়ে পায়ে হেঁটে লাদাখ যাওয়ায় পুরোপুরি সম্মতি দিয়েছেন পরিবারের সদস্যরা।

আর‌ও পড়ুন: বিরোধীদের আশ্বস্ত করতে সন্দেশখালিতে ঘুরে ঘুরে বিধায়কের মাইকিং

নিজের লক্ষ্যে অনড় থেকে লক্ষ্য পূরণের জন্য ভোর হতেই বেরিয়ে পরে সে। বৃহস্পতিবার এসে উপস্থিত ন আরামবাগে। এদিন আরামবাগে এসে প্রদীপ মণ্ডলের সঙ্গে দেখা করে অরিজিত। প্রদীপ যে রেস্টুরেন্টে কাজ করেন সেই রেস্টুরেন্টের মালিক আজ অরিজিতের খাওয়া দেওয়ার ব্যবস্থা করেন। সেখানেই প্রদীপ ও অরিজিত একসঙ্গে খাওয়া-দাওয়া সরেন। এর পরে অরিজিৎ আবার বেরিয়ে পড়েন তাঁর গন্তব্যের পথে।

আগামীতে পথ চলায় কোথায় কোথায় বাধা বিপত্তি আসতে পারে সে বিষয়ে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছেন প্রদীপ। একইসঙ্গে অরিজিতের যাত্রাপথ যাতে ভাল হয় এবং সবকিছু ভালো করে সে মিটিয়ে বাড়ি ফিরতে পারে সেই আশায় সকল শুভাকাঙ্ক্ষী।

রাহী হালদার

Viral Video: লাদাখের বরফঢাকা পাহাড়ের কোলে দুই তরুণীর অপূর্ব নাচ ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’-এর সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিও

স্মৃতিমেদুর কথা এবং সুরে ইন্টারনেটে বাজিমাত করেছে নেটফ্লিক্সের ছবি ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’৷ সকলের ঠোঁটে ঠোঁটে ঘোরাফেরা করছে গানের কলি৷ ইনস্টাগ্রামে ঝড় তুলেছে গানটি৷ এ বার একটি ভিডিও ভাইরাল হল যেখানে দেখা যাচ্ছে লাদাখে বরফ ঢাকা পাহাড়ের কোলে এই গানের সঙ্গে নাচছেন দুই তরুণী৷ ১৫ জানুয়ারি ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন জিগমত লাদাখি৷ ক্যাপশনে জানিয়েছেন দুই নৃত্যশিল্পীর নামও৷ তাঁরা ফুন্টসোক ওয়াংমো এবং পদ্মা লামো৷

লাদাখের চিরাচরিত পোশাকে সেজেছেন দুই তরুণী৷ অপূর্ব নৈসর্গিক দৃশ্যের প্রেক্ষাপটে তাঁদের সুললিত নাচ মন জয় করেছে নেটিজেনদের৷ লাদাখের প্রকৃতি, বলিউডের গান, তরুণীদের নাচ-সব মিলেমিশে যেন রূপকথা মুহূর্ত তৈরি করেছে৷ যেমন তাঁদের ভঙ্গি, তেমনই এক্সপ্রেশন৷ শেয়ার করার পর থেকে এসেছে ৭৭৭০-এর বেশি ভিউজ, ৫২৪ টি লাইক এবং শতাধিক রিট্যুইট৷

আরও পড়ুন :  আমন্ত্রিত অতিথি সারমেয়দের জন্য লোভনীয় পদ! বিয়ে হল দুই পোষা কুকুর টমি-জেলির

নেটিজেনরা মুগ্ধ দুই লাদাখি সুন্দরীর নাচে৷ একজন লিখেছেন, ‘যেমন সুন্দর কোরিওগ্রাফি, তেমনই অপূর্ব পারফরম্যান্স’৷ আর এর ট্যুইটারেত্তির মন্তব্য, আভিজাত্য ভরা দেহভঙ্গির সঙ্গে অপূর্ব প্রেক্ষাপট৷ কেউ লিখেছেন ‘লাদাখের অনবদ্য নৈসর্গিক প্রকৃতির সঙ্গে অসামান্য নাচ’৷

 

প্রসঙ্গত অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মা প্রযোজিত ‘কালা’-এ অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাবিল খান৷ এই ছবি এক উদীয়মান গায়িকার কথা বলে, যাঁর নাম কালা৷ সারা জীবন সে চেষ্টা করে চলে মায়ের কাছ থেকে অনুমোদন পাওয়ার৷

 

বাবিল খান অভিনয় করেছেন বিস্ময়প্রতিভা জগনের ভূমিকায়৷ যে নাকি নিজের অজান্তেই কালার চলার পথে প্রধান অন্তরায় হয়ে ওঠে৷

Amir Khan in Ladakh: চারিদিকে নোংরা-আবর্জনা, লাদাখে দূষণ ছড়ানোর অভিযোগ আমির খানের বিরুদ্ধে

#মুম্বই: আমির খান (Aamir Khan) মানেই সব কিছুই পারফেক্ট। কিন্তু এবার সেই মিস্টার পারফেক্টশনিস্টের বিরুদ্ধে উঠল পরিবেশ দূষণের অভিযোগ। বর্তমানে লাদাখে লাল সিং চড্ডা (Lal Singh Chadda)-র শুটিং করছেন আমির খান। আর লাদাখের ওয়াখা (Wakha) গ্রামে শুটিং চলাকালীনই যত্রতত্র জঞ্জাল ফেলার অভিযোগ উঠেছে আমির ও লাল সিং চড্ডার টিমের বিরুদ্ধে।

সম্প্রতি নিজের আসন্ন সিনেমা লাল সিং চড্ডা-র শুটিং করতে লাদাখে যান বলিউড সুপারস্টার আমির খান। বেশ কিছুদিন ধরে কার্গিল ও লাদাখে আমির খানের এই পরবর্তী সিনেমার শুটিং চলছে। সেখানেই রয়েছে সিনেমাটির গোটা টিম। রয়েছেন সিনেমাটির দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যও (Naga Chaitanya)। সেখানেই তাদের বিরুদ্ধেই পরিবেশ দূষণের অভিযোগ এনেছেন গ্রামের স্থানীয় বাসিন্দাদের তরফে।

জিগমৎ লাদাখি (Jigmat Ladakhi) নামের এক ব্যক্তি তাঁর Twitter অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে আমির খান ও সিনেমার পুরো টিমের বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, শুটিং করতে গিয়ে যত্রতত্র ফেলা হয়েছে প্লাস্টিকের বোতল। এছাড়াও পড়ে রয়েছে নানা ধরনের বর্জ্যপদার্থও। সঙ্গে ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, “ওয়াখা গ্রামের বাসিন্দাদের জন্য এমন উপহার রেখে গেছেন আমির খানের আসন্ন সিনেমা লাল সিং চড্ডা টিম”। আমির খান নিজে যেখানে তাঁর সত্যমেব জয়তে (Satyamev Jayate) অনুষ্ঠানে পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে একাধিকবার সওয়াল করেছেন, সেখানে তিনি কী ভাবে এমন কাজ করলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই Twitter ব্যবহারকারী। যদিও পুরো ঘটনায় সংশ্লিষ্ট ভিডিওটি পুরনো ভিডিও বলে দাবি করেছে আমির খানের টিম। সে ভাবে তাদের তরফে কোনো মন্তব্য করা হয়েনি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তেই যে তা নেটমাধ্যমে ভাইরাল হয়েছে তা বলাই বাহুল্য। অভিযোগের তির এসেছে আমির খানের বিরুদ্ধে।

প্রসঙ্গত, হলিউডের বিখ্যাত ফরেস্ট গাম্প (Forest Gump) সিনেমাটির অফিসিয়ালি রিমেক হতে চলেছে লাল সিং চড্ডা। মূল সিনেমার টম হ্যাঙ্কসের (Tom Hanks) জায়গায় হিন্দিতে অভিনয় করছেন আমির খান। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নাগা চৈতন্য। এছাড়া রয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং মোনা সিং (Mona Singh)।

২০১৯ সালে ছবির লাল সিং চড্ডার শুটিং শুরু হয়। অতুল কুলকার্নির (Atul Kulkarni) কাহিনিতে সিনেমাটি করোনার জন্য বেশ কয়েকবার শুটিং পিছিয়ে যায়। তাই শুরুতে নির্মাতাদের ২০২০ সালে এটি মুক্তির পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হয়নি। ইতিমধ্যে গোটা বিশ্বের ১০০টি লোকেশনে শ্যুটিং হয়েছে। এখন সমগ্র চলতি মাসেই লাদাখ উপত্যকার বিভিন্ন অংশে শুটিং চলবে। আর তার মাঝেই উঠে এসেছে এমন বিস্ফোরক অভিযোগ!

‘শহিদদের বীরত্ব আরও অনেককে অনুপ্রাণিত করবে’, শোকপ্রকাশ সচিনের

#মুম্বই: মাতৃভূমিকে রক্ষা করার জন্য যে সাহসিকতার পরিচয় দিয়েছেন বীর জওয়ানরা, তা আরও অনেককে অনুপ্রাণিত করবে৷ তার মধ্যে দিয়েই বেঁচে থাকবেন লাদাখের শহিদরা৷ চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত ভারতীয় সেনা জওয়ানদের এভাবেই শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর৷ একই সঙ্গে নিহত জওয়ানদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার৷

ট্যুইটারে সচিন লেখেন, ‘মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আমাদের শহিদরা যে বীরত্ব দেখিয়েছেন, তা আরও অনেককে অনুপ্রাণিত করবে এবং তাঁদের মধ্যে দিয়েই এই শহিদরা বেঁচে থাকবেন৷ গোটা দেশ এই সাহসী জওয়ানদের মৃত্যুতে শোকজ্ঞাপন করছে এবং তাঁদের নিঃস্বার্থ বাবা মা ও পরিবারের পাশে রয়েছে৷ আমার গভীর সমবেদনা জানাই এবং প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি৷’

সোমবার লাদাখের গালওয়ানে ১৬ বিহার রেজিমেন্টের জওয়ানদের উপরে অতর্কিতে হামলা চালায় চিনের সেনাবাহিনী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেক জওয়ান৷ সমাজের সব স্তরের মানুষ বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও জানিয়েছেন, দেশ এই জওয়ানদের বলিদান কোনওদিন ভুলবে না৷