এক বছরে তিনটি ছবি, তিনটিই সুপারহিট, ১৯৯৯ সাল ছিল এই অভিনেতার জীবনের স্বর্ণযুগ

১৯৯৯ সাল। সলমন খানের জীবনের সবচেয়ে সফল বছর। তিনটি ছবি করেছিলেন। ভিন্নধারার তিনটি ছবিই ছিল সুপারহিট। বক্স অফিসে রাজত্ব করেছেন একাই। বাকি সুপারস্টাররা তাঁর ধারেকাছেও পৌঁছতে পারেননি।
১৯৯৯ সাল। সলমন খানের জীবনের সবচেয়ে সফল বছর। তিনটি ছবি করেছিলেন। ভিন্নধারার তিনটি ছবিই ছিল সুপারহিট। বক্স অফিসে রাজত্ব করেছেন একাই। বাকি সুপারস্টাররা তাঁর ধারেকাছেও পৌঁছতে পারেননি।
হাম সাথ সাথ হ্যায়: ১৯৯৯ সালে বক্স অফিসে সাড়া ফেলে দেয় সলমনের ‘হাম সাথ সাথ হ্যায়’। একেবারে পারিবারিক ছবি। রূপালি পর্দায় একান্নবর্তী সংসারের গল্প বুনেছিলেন পরিচালক সুরজ বরজাতিয়া। গল্পও তাঁরই। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, মাত্র ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবি ৮১.৭১ কোটি টাকা আয় করেছিল। ‘হাম সাথ সাথ হ্যয়’ মূলত মাল্টি স্টারার ফিল্ম।
হাম সাথ সাথ হ্যায়: ১৯৯৯ সালে বক্স অফিসে সাড়া ফেলে দেয় সলমনের ‘হাম সাথ সাথ হ্যায়’। একেবারে পারিবারিক ছবি। রূপালি পর্দায় একান্নবর্তী সংসারের গল্প বুনেছিলেন পরিচালক সুরজ বরজাতিয়া। গল্পও তাঁরই। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, মাত্র ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবি ৮১.৭১ কোটি টাকা আয় করেছিল। ‘হাম সাথ সাথ হ্যয়’ মূলত মাল্টি স্টারার ফিল্ম।
সলমন ছাড়াও করিশ্মা কাপুর, সইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রে, মোহনীশ বাহল, নীলম, মহেশ ঠাকুর, রীমা লাগু এবং অলোকনাথ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে গল্প আবর্তিত হয়েছিল সলমনকে ঘিরেই।
সলমন ছাড়াও করিশ্মা কাপুর, সইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রে, মোহনীশ বাহল, নীলম, মহেশ ঠাকুর, রীমা লাগু এবং অলোকনাথ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে গল্প আবর্তিত হয়েছিল সলমনকে ঘিরেই।
বিবি নং ১: ১৯৯৯ সালে ‘বিবি নং ১’ সলমনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘সাথী লীলাবতি’। ‘বিবি নং ১’ তারই রিমেক। এটা ছিল কমেডি ছবি। বাজেট ছিল ১২ কোটি টাকা। বক্স অফিস থেকে আয় করেছিল ৪৯.৮১ কোটি টাকা।
বিবি নং ১: ১৯৯৯ সালে ‘বিবি নং ১’ সলমনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘সাথী লীলাবতি’। ‘বিবি নং ১’ তারই রিমেক। এটা ছিল কমেডি ছবি। বাজেট ছিল ১২ কোটি টাকা। বক্স অফিস থেকে আয় করেছিল ৪৯.৮১ কোটি টাকা।
এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির সঙ্গে সঙ্গে সুপারহিট হয়। সলমন খানের পাশাপাশি করিশ্মা কাপুর, অনিল কাপুর, সুস্মিতা সেন, টাবু এবং সইফ আলি খান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।হাম দিল দে চুকে সনম: সলমনের জীবনের অন্যতম সুপারহিট ছবি ‘হাম দিল দে চুকে সনম’। মুক্তির সঙ্গে সঙ্গে সাড়া ফেলে দিয়েছিল এই ছবি।
এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির সঙ্গে সঙ্গে সুপারহিট হয়। সলমন খানের পাশাপাশি করিশ্মা কাপুর, অনিল কাপুর, সুস্মিতা সেন, টাবু এবং সইফ আলি খান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
হাম দিল দে চুকে সনম: সলমনের জীবনের অন্যতম সুপারহিট ছবি ‘হাম দিল দে চুকে সনম’। মুক্তির সঙ্গে সঙ্গে সাড়া ফেলে দিয়েছিল এই ছবি।
সলমনের অভিনয়ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবি মূলত রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা। ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’ নামে আন্তর্জাতিক দুনিয়ায় মুক্তি পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’। সলমন খান ছাড়াও ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ এবং ঐশ্বর্য রাই। এই ছবির গান আজও সুপারহিট। সংলাপ আজও দর্শকদের মুখে মুখে ফেরে। ১৯৯৯ সালে সলমনের তৃতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ছিল এটাই।
সলমনের অভিনয়ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবি মূলত রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা। ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’ নামে আন্তর্জাতিক দুনিয়ায় মুক্তি পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’। সলমন খান ছাড়াও ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ এবং ঐশ্বর্য রাই। এই ছবির গান আজও সুপারহিট। সংলাপ আজও দর্শকদের মুখে মুখে ফেরে। ১৯৯৯ সালে সলমনের তৃতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ছিল এটাই।