Tag Archives: Salman Khan

Salman Khan House Firing: পুলিশের হেফাজতে থেকেই আত্মহত্যা! সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের মৃত্যু

মুম্বই: অভিনেতা সলমন খানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় দুই অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। আজ, বুধবার তাদেরই মধ্যে একজন পুলিশের হেফাজতেই আত্মহত্যা করেছে বলে সূত্রের খবর। যদিও এখনও এই ঘটনার আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

অনুজ থাপন নামে অভিযুক্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। গত ১৪ এপ্রিল বলিউড অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে। সূত্রের খবর, কী কারণে থাপন এত কঠোর পদক্ষেপ নিল তা খতিয়ে দেখবে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: মাথাব্যথা, পেটে ব্যথা… AstraZeneca-র Covishield ভ্যাকসিন দ্বারা সৃষ্টি হয়েছে বিরল ব্যাধি TTS-এর উপসর্গ কী কী

এদিকে, আরও দুইজন, ভিকি গুপ্তা এবং সাগর পাল, যারা সালমানের বাসভবনের বাইরে গুলি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে তারাও পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার রাতে মোটরসাইকেলে এলাকা ছেড়ে যাওয়ার সময় সিসিটিভিতে ধরা পড়ার পর তাদের গ্রেফতার করা হয়।

DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

সলমনের এই নায়িকা ভিলেন হতে চান বাবার মতোই! সুপারহিট পরিচালকের হাত ধরে ফিরবে কি তাঁর ভাগ্য

২০১০ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জনপ্রিয় তারকার কন্যা। অভিনেত্রীর প্রথম ছবিই ছিল হিট। এখনও পর্যন্ত বলিউডে ইন্ডাস্ট্রির বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।
২০১০ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জনপ্রিয় তারকার কন্যা। অভিনেত্রীর প্রথম ছবিই ছিল হিট। এখনও পর্যন্ত বলিউডে ইন্ডাস্ট্রির বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রী বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তিনি কে আন্দাজ করতে পারলেন?
অভিনেত্রী বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তিনি কে আন্দাজ করতে পারলেন?
তিনি আর কেউ নন সোনাক্ষী সিনহা,তাঁকে সঞ্জয় লীলা বনশালীর 'হিরামান্ডি - দ্য ডায়মন্ড বাজার'-এ প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এই  'হিরামান্ডি'র হাত ধরেই ওটিটি ডেবিউ করছেন সঞ্জয়।
তিনি আর কেউ নন সোনাক্ষী সিনহা,তাঁকে সঞ্জয় লীলা বনশালীর ‘হিরামান্ডি – দ্য ডায়মন্ড বাজার’-এ প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এই ‘হিরামান্ডি’র হাত ধরেই ওটিটি ডেবিউ করছেন সঞ্জয়।
সোনাক্ষী তার ক্যারিয়ার শুরু করেছিলেন সলমন খানের নায়িকা হিসাবে। তারপর শাহিদ কাপুর থেকে রণবীর সিং-সহ বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন। কিন্তু তাঁর বেশ কিছু ছবি ফ্লপ হতে শুরু করে। তাই আর একবার নিজের ভাগ্য করতে সঞ্জয়ের হাত ধরেছেন নায়িকা।
সোনাক্ষী তার ক্যারিয়ার শুরু করেছিলেন সলমন খানের নায়িকা হিসাবে। তারপর শাহিদ কাপুর থেকে রণবীর সিং-সহ বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন। কিন্তু তাঁর বেশ কিছু ছবি ফ্লপ হতে শুরু করে। তাই আর একবার নিজের ভাগ্য করতে সঞ্জয়ের হাত ধরেছেন নায়িকা।
সোনাক্ষী বর্তমানে 'হিরামান্ডি - দ্য ডায়মন্ড বাজার'-এর জন্য শিরোনামে রয়েছেন। অভিনেত্রী তার সিরিজের প্রচারে ব্যস্ত। এই প্রচারের সময়ই তিনি এক সাক্ষাৎকারে জানান এবার তিনি তাঁর বাবা শত্রুঘ্ন সিনহার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান।
সোনাক্ষী বর্তমানে ‘হিরামান্ডি – দ্য ডায়মন্ড বাজার’-এর জন্য শিরোনামে রয়েছেন। অভিনেত্রী তার সিরিজের প্রচারে ব্যস্ত। এই প্রচারের সময়ই তিনি এক সাক্ষাৎকারে জানান এবার তিনি তাঁর বাবা শত্রুঘ্ন সিনহার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান।
সোনাক্ষী সিনহা প্রায় ১৪ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, গত বছর তিনি প্রথম একটি সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছেন।
সোনাক্ষী সিনহা প্রায় ১৪ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, গত বছর তিনি প্রথম একটি সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছেন।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, সোনাক্ষী সিনহা নিজেই জানান যে তিনি সবসময় এই ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে ভিলেন হওয়ার স্বপ্ন দেখেছেন। কারণ তার বাবাও নেতিবাচক চরিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, সোনাক্ষী সিনহা নিজেই জানান যে তিনি সবসময় এই ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে ভিলেন হওয়ার স্বপ্ন দেখেছেন। কারণ তার বাবাও নেতিবাচক চরিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন।
সোনাক্ষী বলেন, "আমি শুধুমাত্র ভাল চরিত্র এবং ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই এবং আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আমি বেশ কিছু শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করছি। হীরামন্ডিতে এমন একটি চরিত্র পেয়ে আমি খুবই খুশি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ।"
সোনাক্ষী বলেন, “আমি শুধুমাত্র ভাল চরিত্র এবং ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই এবং আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আমি বেশ কিছু শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করছি। হীরামন্ডিতে এমন একটি চরিত্র পেয়ে আমি খুবই খুশি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ।”

Salman Khan News: এবার সলমন খানের বাড়ির বাইরে গুলি চালনার ঘটনায় উদ্ধার দ্বিতীয় বন্দুক

মুম্বই: ১৪ এপ্রিল রবিবার ভোরে সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে গুলি চলার কাণ্ডে উদ্ধার আরও একটি বন্দুক৷ এই নিয়ে দ্বিতীয় বন্দুক উদ্ধার হল সুরাতের তাপী নদী থেকে৷ এরই পাশাপাশি মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকারা বন্দুকের ৩টি ম্যাগাজিনও উদ্ধার করেন৷ ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে৷

সোমবার থেকেই শুরু হয়েছিল তল্লাশি অভিযান৷ এখনও পর্যন্ত মোট ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ১৩টি বুলেট উদ্ধার করা গিয়েছে৷

১২ জন আধিকারিক এবং এনকাউন্টার স্পেশ্যালিস্ট সিনিয়ার পুলিশ ইনস্পেক্টার দয়া নায়ক চালাচ্ছেন এই অভিযান৷ স্কুবা ড্রাইভার দিয়ে চলছে তল্লাশি৷ এই ঘটনায় ইতিমধ্যেই ভিকি গুপ্ত ও সাগর পালকে গ্রেফাতার করা হয়েছে৷

বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। গোটা ঘটনার ভিডিও সিসিটিভি-তে উঠে এসেছে৷ পুলিশ অভিনেতার বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে একটি দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, তারা দু’জনে ওই বাইকে চেপেই এসেছিল।

আরও পড়ুনKalki Koechlin: আইফেল টাওয়ার-স্ট্যাচু অফ লিবার্টির সঙ্গে চিরকাল জুড়ে বলি নায়িকা কল্কির নাম, কীভাবে? জানলে চমকে যাবেন

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দু’জন ব্যক্তি চার রাউন্ড গুলি চালায় যে সময় অভিনেতা ছিলেন তাঁর অ্যাপার্টমেন্টে৷ ভোর ৫টা নাগাদ গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এই ঘটনার পর থেকে সলমন খানের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত বছরের মার্চ মাসে, সলমনকে হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয় তাঁর অফিসে। যার পরে মুম্বই পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে আইপিসি ধারা ১২০-বি (অপরাধী ষড়যন্ত্র), ৫০৬-II (অপরাধীর ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য)-তে মামলা নথিভুক্ত হয়। তার আগে ২০২২ সালের জুনে একজন অজ্ঞাত ব্যক্তি একটি হাতে লেখা নোটের মাধ্যমে সলমনকে হুমকি দিয়েছিল।

এই সেই মূল চক্রীর হল কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা৷ মুম্বইয়ের অন্যতম কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোই কাজ করে এই গোদারার অঙ্গুলিহেলনেই৷ গত রবিবারই সলমনের বাড়ির বাইরে ঘটা ঘটনার দায় স্বীকার করেছে এই গ্যাং লরেন্স বিষ্ণোই৷

Salman Khan Firing Case: গুলি-কাণ্ডের দু’দিন পার, সলমন খানের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

মুম্বই: গুলি-কাণ্ডের পর বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে দেখা করলেন মুম্বইয়ের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবার বান্দ্রায় ‘ভাইজান’-এর বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ আসেন মুখ্যমন্ত্রী। ছিলেন সলমনের বাবা সেলিম খান-ও। সলমন ও তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, খান পরিবারের নিরাপত্তার জন্য আরও পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার ভোর পাঁচটা নাগাদ সলমনের বাড়ির সামনে চলে দেদার গুলি। এখনও গ্যালাক্সির দেওয়ালে গুলির চিহ্ন রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বাইক আরোহি এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এরপর খোদ মুখ্যমন্ত্রীও বাড়ি গিয়ে সলমন খানের সঙ্গে দেখা করেন। এদিন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে উপস্থিত ছিলেন প্রাক্তন এমএলএ বাবা সিদ্দিকি, এমএলএ জীশান সিদ্দিকি ও যুব সেনা-র রাহুল কানাল।

গত বছর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। কাজেই বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা, বদলে ফেলা হয়েছে তাঁর গাড়ি। সূত্রের খবর, সলমনের বাড়িতে গুলি-কাণ্ডের পর মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ইতিমধ্যেই ১৫ জন পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে অভিনেতার বাড়ির বাইরে। মুম্বইয়ের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার লক্ষ্মী গৌতম-সহ ‘এনকাউন্টার বিশেষজ্ঞ’ আধিকারিক দয়া নায়েক পৌঁছে যান অভিনেতার বাড়িতে। ফরেন্সিক বিশেষজ্ঞেরা এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছেন।

Salman Khan Firing Case: সলমনের বাড়ির সামনে গুলি! পুলিশের জালে ২ আততায়ী, প্রকাশ্যে পরিচয়

মুম্বই: সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি। আর তাতেই তোলপাড় গোটা দেশ। সুপারস্টারের সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। রবিবার ভোরে গুলি চালিয়েই সেখান থেকে চম্পট দেয় আততায়ীরা। তবে সিসিটিভি-তে স্পষ্ট দেখা যায় তাদের মুখ। দায়ের হয় এফআইআর। সেই দুই দুষ্কৃতী এবার ধরা পড়ল।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গুজরাতের ভুজ থেকে ধরা পড়ে দুই দুষ্কৃতী। সলমনের বাড়িতে গুলি চালানোর পর মুম্বই থেকে পালিয়ে সেখানেই আশ্রয় নিয়েছিল তারা। সেখান থেকে মুম্বইয়ের অপরাধ দমন শাখা তাদের গ্রেফতার করে। দুই দুষ্কৃতীর ভিকি গুপ্ত এবং সাগর পাল। অভিনেতার বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে একটি দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক উদ্ধার করেছে পুলিশ।

সলমানের বাড়ির বাইরে যে দুই দুষ্কৃতী গুলি চালিয়েছিল বলে অভিযোগ, তারা নবি মুম্বইয়ের পানভেল এলাকায় এক মাসের জন্য একটি বাড়ি ভাড়া নিয়েছিল বলে জানা গিয়েছে। যেখানে বলিউড সুপারস্টারের একটি খামারবাড়ি রয়েছে। রবিবার ভোর ৫টার দিকে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চার রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: সলমনের বাড়ির সামনে গুলি চালানোর পর সিসিটিভি-তে আততায়ীদের মুখ স্পষ্ট! দায়ের করা হল FIR

আরও পড়ুন: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালাল কোন গ্যাং? মুসেওয়ালা খুনে অভিযুক্ত…NIA-ও খুঁজছে তাদের

বান্দ্রা পুলিশ কর্মকর্তার মতে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৭ (হত্যার চেষ্টা) এবং অস্ত্র আইনের অধীনে ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তির’ বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সলমনের বাড়ির বাইরে ভোর ৫টার দিকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা, পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। গুলি চালানোর পর অভিনেতার বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Salman Khan House Firing Case: সলমনের বাড়ির ব্যালকনিতে মিলল গুলি! বাইরে কড়া নিরাপত্তা…কোন পথে পালায় আততায়ীরা?

মুম্বই: রবিবার সকাল হতে না হতেই তীব্র চাঞ্চল্য বাণিজ্যনগরীতে। বলিউড সুপারস্টার সলমন খানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের বাইরে আচমকাই চলল গুলি। যদিও অভিনেতা এবং তাঁর পরিবারের সকলেই নিরাপদে রয়েছেন। তবে এই ঘটনার পরেই জোরদার করা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভোররাতে বাইকে চেপে দু’জন ব্যক্তি সলমনের বাড়ির বাইরে শূন্যে ৬ রাউন্ড গুলি ছুড়ে পালায়। তারপর থেকেই বলিউডের ভাইজানের গ্যালাক্সি অ্যপার্টমেন্টের বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আর এই ঘটনায় জড়িত থাকার কারণে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে। পুলিশের দাবি, একটি এক্ষেত্রে ৭.৬২ বন্দুক ব্যবহার করে গুলি ছোড়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই আততায়ীরা সোজা ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের দিকে চলে যায়৷ তারপরে তারা মুম্বইয়ের বাইরে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ। পুলিশ সূত্রের তরফে আরও জানানো হয়েছে, ওই আততায়ীরা মহারাষ্ট্রের বাইরে থেকে এসেছিল। বর্তমানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের ধরার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে এ-ও জানা গিয়েছে যে, অভিনেতার বাড়ির ব্যালকনি থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে।

গোটা ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং৷ ঘটনার সঙ্গে গ্যাংস্টার রোহিত গোদারার নাম উঠে এসেছে৷ এই গোদারা পঞ্জাবি গায়ক-রাজনীতিক মুসেওয়ালা খুনেও অন্যতম অভিযুক্ত৷ বর্তমানে বিষ্ণোই গ্যাংও এ-ই চালায়৷ শুধু তাই নয়, মাস কয়েক আগে রাজস্থানের করণি সেনা প্রধানকে গুলি করে খুন করারও দায় স্বীকার করেছিল এই গ্যাং৷

আরও পড়ুন: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালাল কোন গ্যাং? মুসেওয়ালা খুনে অভিযুক্ত…NIA-ও খুঁজছে তাদের

বান্দ্রায় আরব সাগরের তীরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বাস বলিউডের ভাইজানের। প্রিয় অভিনেতার এক ঝলক পাওয়ার জন্য হামেশাই এই অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় জমান ভক্তরা। কিন্তু চূড়ান্ত সাফল্য, অর্থ, প্রতিপত্তির পরেও ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে অন্য কোথাও বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাটে থাকেননি অভিনেতা। সলমনের অবশ্য এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসে থাকার অনেক কারণও রয়েছে। একবার এক সাক্ষাৎকারে সলমন জানিয়েছিলেন, ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে কোনও বড় অ্যাপার্টমেন্টে তিনি থাকতেই পারতেন, কিন্তু শুধুমাত্র মা সালমা খানের জন্যই পারিবারিক এই বাসভবন ছেড়ে বেরতে পারেননি।

২০০৯ সালে ফারাহ খানের চ্যাট শো ‘তেরে মেরে বিচ মে’-তে গিয়েছিলেন সলমন। সেখানেই ফারাহ সলমনের বাড়ির প্রসঙ্গে কিছু তথ্য ফাঁস করেন এবং সেই তথ্যে সিলমোহর দেন খোদ সলমন। ফারাহ বলেছিলেন, “আপনি তো সারা বিশ্বের সুপারস্টার। আর কোটি কোটি টাকা উপার্জন করেন। অথচ একটা ওয়ান-বেডরুম হলে থাকেন কেন! সেটা আপনার মায়ের ঘরের তলায় রয়েছে বলে?” এই কথা শুনে অভিনেতা বলেন, “হ্যাঁ, আসলে ওটা একটা থ্রি-বেডরুম হল। কিন্তু আমি জানি না, ওটা কীভাবে ওয়ান-বেডরুম হল হয়ে গেল!”

আরও পড়ুন: ইজরায়েলের জাহাজে ১৭ জন ভারতীয়, আটক ইরানের হাতে! তৎপর দিল্লি…তড়িঘড়ি ফোন বিদেশমন্ত্রীর, কী জানাল ইরান?

এরপর ফারাহ প্রশ্ন করেছিলেন, “মায়ের কাছাকাছি থাকার কারণে কি আপনি কখনও ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে যাননি?” সলমন স্বীকার করে নিয়ে বলেন, “আমরা যখন উপরে যাই, আমরা মা-বাবার পাশে শুয়ে থাকি। সেটা অন্য কোথাও গেলে কী ভাবে পাব?”

ওই অ্যাপার্টমেন্টের বাইরে ভক্তদের ভিড় করার প্রসঙ্গে পরিবারের কী প্রতিক্রিয়া হয়, এই বিষয়ে মুখ খুলেছিলেন সালমা। তিনি বলেন, ‘‘পুলিশ কর্তারা হামেশাই তাঁর কাছে অনুরোধ নিয়ে আসেন, যাতে তিনি সলমনকে বলেন ভক্তদের দেখা দিতে। আসলে ভক্তদের ভিড়ের কারণে যানজটের পরিস্থিতি তৈরি হয়। যা সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ। তাই অন্তত স্বল্প কয়েক মুহূর্তের জন্য হলেও যেন ভক্তদের দেখা দেন ভাইজান, এমনটাই অনুরোধ জানান পুলিশ কর্তারা। এতে তাঁদের ভক্তদের ভিড় সামলাতে সুবিধা হয়।’’

আবার অন্যদিকে সালিম খান এই বিষয়টাকে একেবারেই সমর্থন করেননি। তাঁর মতে, সলমন যদি এই ভাবে ভক্তদের দেখা দিতে থাকেন, তাহলে ভক্তরা বারবার সেখানে ভিড় জমাতে থাকবেন।

Salman Khan House Firing Case: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালাল কোন গ্যাং? মুসেওয়ালা খুনে অভিযুক্ত…NIA-ও খুঁজছে তাদের

মুম্বই: রবিবার তখন ভোররাত৷ শুনশান রাস্তা৷ হঠাৎ করেই কোথা থেকে এল দু’জন বাইক আরোহী৷ চলন্ত অবস্থাতেই বাইকের পিছনের আরোহী পর পর ৬ রাউন্ড গুলি ছুঁড়ল বলিউড স্টার সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে৷ স্বভাবতই গোটা ঘটনা ঘিরে ফের চরম শোরগোল শুরু হয়েছে বি-টাউনে৷ গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে সামনে৷ আর সেই ফুটেজের দেখা গিয়েছে, এ কী, এই দুষ্কৃতী তো মুসেওয়ালা খুনের অভিযুক্ত!

ঘটনার পর থেকে একটাই প্রশ্ন ঘুরপাত খাচ্ছিল সলমন ভক্তদের মনে৷ কারা গুলি চালাল সলমন খানের বান্দ্রার এই অ্যাপার্টমেন্টের সামনে, আর কেন? এবার প্রাথমিক তদন্তে পুলিশ চিহ্নিত করতে পেরেছে এই হামলার মূল চক্রীকে৷

সেই মূল চক্রীর হল কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা৷ মুম্বইয়ের অন্যতম কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোই কাজ করে এই গোদারার অঙ্গুলিহেলনেই৷ গত রবিবারই সলমনের বাড়ির বাইরে ঘটা ঘটনার দায় স্বীকার করেছে এই গ্যাং লরেন্স বিষ্ণোই৷

আরও পড়ুন: লাঠি ছেড়ে এবার হাতে ত্রিশূল তুলে নিলেন দিলীপ ঘোষ! একেবারে অন্য মেজাজে বিজেপি প্রার্থী..যা বললেন তারপর

বিষ্ণোই গ্যাংয়ের তরফে জানানো হয়েছে, লুকিয়ে চুরিয়ে নাকি গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং ছোটা শাকিলের সঙ্গে যোগাযোগ রাখেন বলিউডের ভাইজান৷ সেই কারণে, তাঁকে ওয়ার্নিং দিতেই এই গুলি৷

রবিবার সোশ্যাল মিডিয়ার ‘X’-এ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই এই গোটা ঘটনার দায় স্বীকার করে একটি পোস্ট করেন৷ সেখানেই তিনি লেখেন এর পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং, গোল্ডি ব্রার, রোহিত গোদারা এবং কালা জাঠারি৷

কে এই রোহিদ গোদারা? জানেন…

আরও পড়ুন: আরও ৫ বছর বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা! ইস্তেহারে একের পর এক ‘গ্যারান্টি’ মোদির

রোহিত গোদারা বর্তমানে জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী৷ ব্রিটেন থেকেই এই গ্যাংয়ের সমস্ত কাজকর্ম পরিচালনা করে এই গোদারা।

কয়েক মাস আগে এই গোদারার নাম সামনে আসে যখন, রাজস্থানের জয়পুরে রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদিকে অন ক্যামেরা খুনের দায় স্বীকার করে তারা৷

এমনকি, গায়ক তথা রাজনীতিক সিধু মুসেওয়ালাকে গুলি করে খুন করার মামলাতেও অন্যতম অভিযুক্ত এই গোদারা৷ ২০২২ সালে ২৯ মে পঞ্জাবের মানসায় গুলি করে খুন করা হয়েছিল মুসেওয়ালাকে৷

গোদারা বিকানেরের বাসিন্দা এবং খুন এবং তোলাবাজি সহ ৩৫টিরও বেশি ফৌজদারি মামলায় তার নাম রয়েছে। এনআইএ-ও তাঁকে খুঁজছে৷

Salman Khan: সলমনের বাড়ির সামনে গুলি চালানোর পর সিসিটিভি-তে আততায়ীদের মুখ স্পষ্ট! দায়ের করা হল FIR

মুম্বই: রবিবার ভোরে শহরের বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই সারা দেশ তোলপাড়। সম্প্রতি নতুন খবর, মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে, এমনটাই জানালেন এক আধিকারিক। এছাড়া যারা গুলি চালিয়েছে, তাদের স্পষ্ট ছবিও পাওয়া গিয়েছে সিসিটিভি-র সাহায্যে।

পুলিশ অভিনেতার বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে একটি দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, তারা দু’জনে ওই বাইকে চেপেই এসেছিল।

আরও পড়ুন: পয়লা বৈশাখে দুঃসংবাদ! প্রখ্যাত প্রযোজকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘরেই, পরিবারের কথায় দানা বাঁধছে রহস্য!

বান্দ্রা পুলিশ কর্মকর্তার মতে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৭ (হত্যার চেষ্টা) এবং অস্ত্র আইনের অধীনে ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তির’ বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে
মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দু’জন ব্যক্তি চার রাউন্ড গুলি চালায়। অভিনেতা থাকেন সেই বাড়িতেই। ভোর ৫টার দিকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা, পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। গুলি চালানোর পর খানের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় পুলিশ, অপরাধ শাখার কর্মীরা এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল অভিনেতার বাড়ির কাছের সিসিটিভি ক্যামেরার ফুটেজ-সহ প্রমাণ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সময় অভিনেতা বাড়িতে উপস্থিত ছিলেন কিনা সে বিষয়ে পুলিশ বা খানের পরিবারের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।

গত বছরের মার্চ মাসে, সলমনকে হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয় তাঁর অফিসে। যার পরে মুম্বই পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে আইপিসি ধারা ১২০-বি (অপরাধী ষড়যন্ত্র), ৫০৬-II (অপরাধীর ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য)-তে মামলা নথিভুক্ত হয়। তার আগে ২০২২ সালের জুনে একজন অজ্ঞাত ব্যক্তি একটি হাতে লেখা নোটের মাধ্যমে সলমনকে হুমকি দিয়েছিল।

IPL 2024: সলমন খানের আত্মীয় অধিনায়ক হিসেবে জিতেছে আইপিএল! বলুন তো কে? জানলে চমকে যাবেন

আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকের অজানা।
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকের অজানা।
আপনারা কী জানেন বলিউড সুপার স্টার সলমন খানের আত্মীয় আইপিএল খেলেছেন। শুধু খেলাই আইপিএলে অধিনায়কত্ব করেছেন এবং চ্যাম্পিয়নও হয়েছেন। সেই নাম জানলে যে কেউ চমকে যাবেন।
আপনারা কী জানেন বলিউড সুপার স্টার সলমন খানের আত্মীয় আইপিএল খেলেছেন। শুধু খেলাই আইপিএলে অধিনায়কত্ব করেছেন এবং চ্যাম্পিয়নও হয়েছেন। সেই নাম জানলে যে কেউ চমকে যাবেন।
সেই তারকা ক্রিকেটারের নাম হল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মা। এখন আপনারা ভাবছেন হিটম্যান ও ভাইজান আত্মীয় হল কীভাবে? এই যোগাযোগ জানলে অবাক হবেন।
সেই তারকা ক্রিকেটারের নাম হল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মা। এখন আপনারা ভাবছেন হিটম্যান ও ভাইজান আত্মীয় হল কীভাবে? এই যোগাযোগ জানলে অবাক হবেন।
সলমন খানের ভাই সোহেল খান বিয়ে করেছিলেন সীমা সাজদেকে। যদিও বছর দুয়েক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা হলেন কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে একটি ইভেন্ড ম্যানেজমেন্ট সংস্থার মালিক বান্টি সাজদের বোন।
সলমন খানের ভাই সোহেল খান বিয়ে করেছিলেন সীমা সাজদেকে। যদিও বছর দুয়েক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা হলেন কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে একটি ইভেন্ড ম্যানেজমেন্ট সংস্থার মালিক বান্টি সাজদের বোন।
রোহিক শর্মার স্ত্রী রীতিকা সাজদে হল সীমা এবং বান্টির তুতো বোন। যে কারণে সীমা হলেন হিটম্যানের শ্যালিকা। এই ভাবেউই সলমন খান বা ভাইজানের পরিবারের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন রোহিত শর্মা।
রোহিক শর্মার স্ত্রী রীতিকা সাজদে হল সীমা এবং বান্টির তুতো বোন। যে কারণে সীমা হলেন হিটম্যানের শ্যালিকা। এই ভাবেউই সলমন খান বা ভাইজানের পরিবারের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন রোহিত শর্মা।

Salman Khan: এলোপাথাড়ি গুলি সলমনের বাড়ির বাইরে, সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড! আবারও কি তবে খুনের চেষ্টা? তদন্তে পুলিশ

বলিউডের ভাইজান সলমন খানের মুম্বইয়ের বাড়ির বাইরে ভয়ঙ্কর কাণ্ড৷ গ্যালাক্সির বাইরে শোনা গেল এলোপাথাড়ি গুলির শব্দ৷ ঘটনা জানাজানি হতেই বিরাট আতঙ্ক শুরু হয়েছে৷
বলিউডের ভাইজান সলমন খানের মুম্বইয়ের বাড়ির বাইরে ভয়ঙ্কর কাণ্ড৷ গ্যালাক্সির বাইরে শোনা গেল এলোপাথাড়ি গুলির শব্দ৷ ঘটনা জানাজানি হতেই বিরাট আতঙ্ক শুরু হয়েছে৷
রবিবার সকাল ৫ টায় মোটরসাইকেল করে এক ব্যক্তি বান্দ্রায় সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সেখান থেকে  পালিয়ে যায়৷ তারপরই ধুন্ধুমার শুরু হয়৷
রবিবার সকাল ৫ টায় মোটরসাইকেল করে এক ব্যক্তি বান্দ্রায় সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়৷ তারপরই ধুন্ধুমার শুরু হয়৷
কে এই ব্যক্তি? কী উদ্দেশ্য নিয়ে সলমন খানের বাড়ির বাইরে গুলি ছুড়ে পালিয়ে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ এবং ওই ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷
কে এই ব্যক্তি? কী উদ্দেশ্য নিয়ে সলমন খানের বাড়ির বাইরে গুলি ছুড়ে পালিয়ে গেলেন ওই ব্যক্তি তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ এবং ওই ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চার থেকে চিন্তায় পড়েছেন ভক্তরা ৷  এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান৷
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চার থেকে চিন্তায় পড়েছেন ভক্তরা ৷ এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান৷
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের  নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷  ফের আবারও নতুন বিপদ সলমন খানের জীবনে৷ তা নিয়েই চিন্তা বাড়ছে ভক্তদের৷
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷ ফের আবারও নতুন বিপদ সলমন খানের জীবনে৷ তা নিয়েই চিন্তা বাড়ছে ভক্তদের৷
দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। যে কোনও সময়েই খুন হয়ে যেতে পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি। কড়া নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করেন ভাইজান৷
দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। যে কোনও সময়েই খুন হয়ে যেতে পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি। কড়া নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করেন ভাইজান৷
সলমনের এই বুলেটপ্রুফ গাড়িতে বি৬ কিংবা বি৭ স্তরের সুরক্ষা রয়েছে ৷  বি৬ ব্যালিস্টিক সুরক্ষার জন্য দারুণ কার্যকরী৷ যেটি একটি ৪১ মিমি পুরু কাচের উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রীদের রক্ষা করতে পারে৷ এবং বি৭ ও ৭৮ মিমি পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া৷ জানা গিয়েছে, সলমনের আগের টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০-এর থেকেও অনেক বেশি নিরাপত্তায় মোড়া৷ আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছেন সলমন খান৷ সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সলমনের এই বুলেটপ্রুফ গাড়িতে বি৬ কিংবা বি৭ স্তরের সুরক্ষা রয়েছে ৷ বি৬ ব্যালিস্টিক সুরক্ষার জন্য দারুণ কার্যকরী৷ যেটি একটি ৪১ মিমি পুরু কাচের উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রীদের রক্ষা করতে পারে৷ এবং বি৭ ও ৭৮ মিমি পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া৷ জানা গিয়েছে, সলমনের আগের টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০-এর থেকেও অনেক বেশি নিরাপত্তায় মোড়া৷ আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছেন সলমন খান৷ সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।