Paralympic Games Paris 2024: প্যারালিম্পক্সে একই ইভেন্টে জোড়া পদক! সোনা-রুপো দুই ভারতের

প্য়ারিস প্যারালিম্পিক্সে ফের জয়জয়কার ভারতের। টোকিওর রেকর্ড ২৫ পদক জয়ের মাইলস্টোনের কাছে পৌছে গেল ভারতীয় অ্যাথলিটরা। বুধবার রাতে ভারতের ঘরে হলে পঞ্চম সোনা। এবার সোনা এল এফ৫১ ক্লাব থ্রো ইভেন্ট থেকে। সোনা জিতলেন ধরমবীর। আবার একইবিভাগে রুপোও জিতেছেন ভারতের প্রণব সুরমা।

এই ইভেন্টের ফাইনালে শুরুটা কিন্তু ভাল হয়নি ধরমবীরের। প্রথম চারটি ফাউল হয়। তখনও বোঝা যায়নি পঞ্চম থ্রো-তে কামাল করে দেখাবেন তিনি। নিজের পঞ্চম থ্রোয়ে ৩৪.৯২ মিটার থ্রো করেন ধরমবীর। যেই দূরত্ব আর কোনও প্রতিপক্ষ অতিক্রম করতে পারেনি। যার ফলে সোনা জয় নিশ্চিত হয়ে যায় ধরমবীরের।

অপরদিকে, ভারতের অপর প্রতিযোগী নিজের দ্বিতীয় থ্রোয়ে ৩৪.৫৯ মিটার ছোড়েন প্রণব সুরমা। ধরমবীরের দূরত্ব আর অতিক্রম করতে না পারলেও রুপো জয় নিশ্চিত হয়ে যায় তাঁর। একই ইভেন্টে ভারতের জোড়া পদক জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুই অ্যাথলিট।

আরও পড়ুনঃ India vs Bangladesh: পাকিস্তানকে হারিয়ে এবার ভারতকে হুঁশিয়ারী বাংলাদেশের! বড় কথা বলে দিলেন শান্টো

বুধবার রাতের এই ইভেন্টের পর প্যারিস প্যারালিম্পিক গেমসে ভারতের পদক সংখ্যা দাঁড়াল মোট ২৪টি। তারমধ্যে রয়েছে ৫টি সোনা, ৯টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। আরও বেশি পদক জয়ের আশায় দেশবাসী।