Tag Archives: Paralympic Games Paris 2024

Paris Paralympics 2024: প্যারালিম্পিকে রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স, ভারতীয় অ্যাথলিটদের ‘স্যালুট’ জানালেন নীতা আম্বানি

মুম্বই: ২০২৪ প্যারালিম্পিক গেমস নতুন ইতিহাস রচনা করেছে ভারতীয় অ্যাথলিট। মোট ২৯টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। ঝুলিতে রয়েছে ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ। টোকিওর ১৯টি পদকের রেকর্ড প্যারিসে ভেঙে গিয়েছে। ভারতীয় অ্যাথলিটদের ঐতিহাসিক সাফল্যের পর শুভেচ্ছা জানিয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি।

প্যারিস প্যারালিম্পিক্সের অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে নীতা আম্বানি বলেছেন,”প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের শেষ লগ্নে এসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যে আমি অত্যন্ত গর্বিত। ৭টি সোনা, মোট ২৯টি পদক সহ আমরা সর্বকালের সেরা র‍্য়াঙ্ক করেছি। আপনারা শুধু রেকর্ড ভাঙেননি, আপনাদের সাহস, প্রতিভা এবং কৃতিত্বের কারণে ভারত বিশ্বের দরবারে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে।”

এছাড়াও নীতা আম্বানি যোগ করেছেন,”আপনারা দেশকে অনেক খুশি দিয়েছেন। একইসঙ্গে লক্ষ লক্ষ মানুষকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছেন। আপনাদের প্রতিটি সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলিতে আপনাদের আরও সাফল্য কামনা। এইভাবেই দেশকে গর্বিত করতে থাকুন। জয় হিন্দ।”

আরও পড়ুনঃ India vs Bangladesh: ভারতীয় দলে সুযোগ পেলেন শামির ‘শিষ্য’! গুরু বিদ্যাতেই সাফল্যের বিষয়ে আশাবাদী তরুণ পেসার

প্রসঙ্গত, ১৮তম স্থানে এবার প্যারিস প্যারালিম্পিক গেমসে শেষ করেছে ভারতীয় দল। প্যারিস প্যারালিম্পিক শুরুর আগে ভারতের প্যারালিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া বলেছিলেন তিনি আত্মবিশ্বাসী যে ভারত কমপক্ষে ২৫টি পদক জিতবে। সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়ায় খুশি সকলেই।

Success Story: পোলিও থাবা বসিয়েছিল দু’পায়ে,মেকানিক বাবার পাশে দাঁড়াতে নার্সিং বেছে নিয়েছিলেন মা, এবার তাঁদের মেয়ে দেশকে এনে দিল মেডেল

: “নিজেকে এমনভাবে তৈরি করুন, যাতে গোটা বিশ্ব আপনাকে রোল মডেল মানে।’’ মধ্য প্রদেশের জবলপুরের বাসিন্দা রুবিনা ফ্রান্সিসের জীবনের মূলমন্ত্র এটাই। সম্প্রতি প্যারিস প্যারাঅলিম্পিক্সে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
: “নিজেকে এমনভাবে তৈরি করুন, যাতে গোটা বিশ্ব আপনাকে রোল মডেল মানে।’’ মধ্য প্রদেশের জবলপুরের বাসিন্দা রুবিনা ফ্রান্সিসের জীবনের মূলমন্ত্র এটাই। সম্প্রতি প্যারিস প্যারাঅলিম্পিক্সে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন রুবিনা। বাবা মোটর মেকানিক, মা নার্স। শৈশবেই পোলিও ধরা পড়ে। অনেক চিকিৎসা হয়। কিন্তু লাভ হয়নি। বিকলাঙ্গ হয়ে যান রুবিনা। তবে মনের জোরে কাটিয়ে উঠেছেন সমস্ত প্রতিবন্ধকতা। শ্যুটিংই তাঁর ধ্যানজ্ঞান। হুইলচেয়ারের বাধাও কাটিয়ে এখন নিজের দুর্বল দুই পায়ে দাঁড়িয়েই অবর্থ্য লক্ষ্যভেদ করেন৷
দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন রুবিনা। বাবা মোটর মেকানিক, মা নার্স। শৈশবেই পোলিও ধরা পড়ে। অনেক চিকিৎসা হয়। কিন্তু লাভ হয়নি। বিকলাঙ্গ হয়ে যান রুবিনা। তবে মনের জোরে কাটিয়ে উঠেছেন সমস্ত প্রতিবন্ধকতা। শ্যুটিংই তাঁর ধ্যানজ্ঞান। হুইলচেয়ারের বাধাও কাটিয়ে এখন নিজের দুর্বল দুই পায়ে দাঁড়িয়েই অবর্থ্য লক্ষ্যভেদ করেন৷
 মহিলদের ১০ মিটার এয়ার পিস্তল SH-1-এর ফাইনালে ব্রোঞ্জ জেতেন রুবিনা ফ্রান্সিস। সঙ্গে নাম লেখালেন ইতিহাসে। তিনিই হলেন প্যারালিম্পিক্সে পদক জয়ী ভারতের প্রথম মহিলা পিস্তল শ্যুটার।
মহিলদের ১০ মিটার এয়ার পিস্তল SH-1-এর ফাইনালে ব্রোঞ্জ জেতেন রুবিনা ফ্রান্সিস। সঙ্গে নাম লেখালেন ইতিহাসে। তিনিই হলেন প্যারালিম্পিক্সে পদক জয়ী ভারতের প্রথম মহিলা পিস্তল শ্যুটার।
মেয়ের সাফল্যে রুবিনার বাবা সাইমন ফ্রান্সিসের চোখে জল। বললেন, “জন্ম থেকেই রুবিনার পায়ে সমস্যা ছিল। অনেক ডাক্তার দেখিয়েছি। কিছু হয়নি। ছোট থেকেই শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখত মেয়ে। অনেক সমস্যা ছিল। টাকাপয়সাও খুব একটা ছিল না। মেয়েকে শ্যুটিং শেখাতে নার্সের কাজ শুরু করেন রুবিনার মা। তবে এখনও স্বপ্নপূরণ হয়নি। মেয়েকে দেশের জন্য স্বর্ণপদক জিততে হবে।’’
মেয়ের সাফল্যে রুবিনার বাবা সাইমন ফ্রান্সিসের চোখে জল। বললেন, “জন্ম থেকেই রুবিনার পায়ে সমস্যা ছিল। অনেক ডাক্তার দেখিয়েছি। কিছু হয়নি। ছোট থেকেই শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখত মেয়ে। অনেক সমস্যা ছিল। টাকাপয়সাও খুব একটা ছিল না। মেয়েকে শ্যুটিং শেখাতে নার্সের কাজ শুরু করেন রুবিনার মা। তবে এখনও স্বপ্নপূরণ হয়নি। মেয়েকে দেশের জন্য স্বর্ণপদক জিততে হবে।’’
গান ফর গ্লোরি অ্যাকাডেমিতে শ্যুটিং শিখেছেন রুবিনা। ছাত্রীর সাফল্যে অ্যাকাডেমির শিক্ষকদের মুখেও চওড়া হাসি। তাঁরা বলছেন, শুধু জব্বলপুর নয়, সারা ভারত রুবিনাকে নিয়ে গর্বিত।
গান ফর গ্লোরি অ্যাকাডেমিতে শ্যুটিং শিখেছেন রুবিনা। ছাত্রীর সাফল্যে অ্যাকাডেমির শিক্ষকদের মুখেও চওড়া হাসি। তাঁরা বলছেন, শুধু জব্বলপুর নয়, সারা ভারত রুবিনাকে নিয়ে গর্বিত।
দেশের প্রধানমন্ত্রী ট্যুইটে অভিনন্দন জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এটা কি কম বড় ব্যাপার!
দেশের প্রধানমন্ত্রী ট্যুইটে অভিনন্দন জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এটা কি কম বড় ব্যাপার!
রুবিনার বাবা বলছেন, “মেয়ে প্যারিসে খেলছে। স্ত্রীর সঙ্গে আমি বাড়িতেই মেয়ের খেলা দেখেছি। ছোট ভুলের জন্য ব্রোঞ্জ হল। নাহলে রুপো জিততে পারত রুবিনা। ব্রোঞ্জ জেতার পর ফোন করেছিলাম। খুব খুশি হয়েছে। আনন্দে কথা বলতে পারছিল না।’’
রুবিনার বাবা বলছেন, “মেয়ে প্যারিসে খেলছে। স্ত্রীর সঙ্গে আমি বাড়িতেই মেয়ের খেলা দেখেছি। ছোট ভুলের জন্য ব্রোঞ্জ হল। নাহলে রুপো জিততে পারত রুবিনা। ব্রোঞ্জ জেতার পর ফোন করেছিলাম। খুব খুশি হয়েছে। আনন্দে কথা বলতে পারছিল না।’’
রুবিনাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিওতে সপ্তম স্থানে শেষ করেছিলেন রুবিনা। এবার ব্রোঞ্জ জিতলেন। সে কথাও জানান প্রধানমন্ত্রীকে। এবার দেশের জন্য সোনা জেতাই লক্ষ্য। কোমর বাঁধছেন রুবিনা।
রুবিনাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিওতে সপ্তম স্থানে শেষ করেছিলেন রুবিনা। এবার ব্রোঞ্জ জিতলেন। সে কথাও জানান প্রধানমন্ত্রীকে। এবার দেশের জন্য সোনা জেতাই লক্ষ্য। কোমর বাঁধছেন রুবিনা।

Paralympic Games Paris 2024: টোকিওর রুপো প্যারিসে হয়ে গেল সোনা, এশিয়ান রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন প্রবীণ

প্যারিস : প্যারালিম্পিক্স ২০২৪-এ ভারত ষষ্ঠ সোনা জিতল৷ ছয়তম সোনা জিতে দেশের সম্মান বাড়ালেন  প্রবীণ কুমার। প্রবীণ পুরুষদের হাই জাম্প T64-এ জয় পান। তিনি পোডিয়াম ফিনিশ করায় এবং ভারত আরেকটি স্বর্ণপদক পেয়েছে। এর আগে ভারতের হাতে ছিল ২৫টি পদক। এখন এই সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। প্রবীণ কুমার এদিন ২.০৮ মিটার লাফ দিয়েছেন। যা  এশিয়া রেকর্ড হয়ে দাঁড়িয়েছে।

প্রবীণ কুমার ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন। তিনি এশিয়ান প্যারা গেমস ২০২২-এ স্বর্ণপদক জিতেছিলেন। কুমার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার গোবিন্দগড় গ্রামের জেওয়ার তহসিলের বাসিন্দা। তিনি জেওয়ারের প্রজ্ঞান পাবলিক স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর মতিলাল নেহেরু কলেজ থেকে স্নাতক করেন।

আরও পড়ুন – R G Kar Protest: চোখের জলে ভাসছেন আরজি করের চিকিৎসকের মা-বাবা, বিচার চেয়ে নিজের জয় করা পদক ‘দিদি’-র ফটোতে পরিয়ে দিলে তাঁদের ‘আরেক মেয়ে’

—- Polls module would be displayed here —-

২৩ অক্টোবর, ২০২৩-এ, তিনি চিনের হ্যাংঝাউতে ২০২২ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের হাই জাম্পে T64 জিতেছিলেন। প্রবীণকে কোচিং করিয়েছিলেন সত্যপাল৷  সত্যপালের তত্ত্বাবধানেই প্রবীণ পারফরম্যান্স সর্বোচ্চ সাফল্যের স্তরে নিয়ে যেতে পেরেছেন।

ভারত কতগুলি পদক পেয়েছে?

ভারতের এবারের প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত মোট ২৬টি পদক রয়েছে। যাতে রয়েছে  ১১টি ব্রোঞ্জ, ৯টি রুপো এবং ৬টি সোনা৷   নবম দিনে ভারতের খাতায় আরও পদকের সম্ভাবনা রয়েছে।

Paralympic Games Paris 2024: প্যারালিম্পক্সে একই ইভেন্টে জোড়া পদক! সোনা-রুপো দুই ভারতের

প্য়ারিস প্যারালিম্পিক্সে ফের জয়জয়কার ভারতের। টোকিওর রেকর্ড ২৫ পদক জয়ের মাইলস্টোনের কাছে পৌছে গেল ভারতীয় অ্যাথলিটরা। বুধবার রাতে ভারতের ঘরে হলে পঞ্চম সোনা। এবার সোনা এল এফ৫১ ক্লাব থ্রো ইভেন্ট থেকে। সোনা জিতলেন ধরমবীর। আবার একইবিভাগে রুপোও জিতেছেন ভারতের প্রণব সুরমা।

এই ইভেন্টের ফাইনালে শুরুটা কিন্তু ভাল হয়নি ধরমবীরের। প্রথম চারটি ফাউল হয়। তখনও বোঝা যায়নি পঞ্চম থ্রো-তে কামাল করে দেখাবেন তিনি। নিজের পঞ্চম থ্রোয়ে ৩৪.৯২ মিটার থ্রো করেন ধরমবীর। যেই দূরত্ব আর কোনও প্রতিপক্ষ অতিক্রম করতে পারেনি। যার ফলে সোনা জয় নিশ্চিত হয়ে যায় ধরমবীরের।

অপরদিকে, ভারতের অপর প্রতিযোগী নিজের দ্বিতীয় থ্রোয়ে ৩৪.৫৯ মিটার ছোড়েন প্রণব সুরমা। ধরমবীরের দূরত্ব আর অতিক্রম করতে না পারলেও রুপো জয় নিশ্চিত হয়ে যায় তাঁর। একই ইভেন্টে ভারতের জোড়া পদক জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুই অ্যাথলিট।

আরও পড়ুনঃ India vs Bangladesh: পাকিস্তানকে হারিয়ে এবার ভারতকে হুঁশিয়ারী বাংলাদেশের! বড় কথা বলে দিলেন শান্টো

বুধবার রাতের এই ইভেন্টের পর প্যারিস প্যারালিম্পিক গেমসে ভারতের পদক সংখ্যা দাঁড়াল মোট ২৪টি। তারমধ্যে রয়েছে ৫টি সোনা, ৯টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। আরও বেশি পদক জয়ের আশায় দেশবাসী।

প্যারালিম্পিক্সে নতুন ইতিহাস! তিরন্দাজিতে প্রথম সোনা জিতলেন হরবিন্দর সিং

টোকিও প্যারালিম্পিক্সের পদক জয়ের রেকর্ড প্যারিসে ভেঙে দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। পেরিয়ে গিয়েছে ২০টি পদকের মাইলস্টোন। এবার আরও একটি গোল্ড মেডেল এল ভারতের ঝুলিতে। প্যারালিম্পিক গেমসের ইতিহাসে তিরন্দাজির রিকার্ভ ডব্লিউ২ বিভাগে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন হরবিন্দর সিং।

তিরন্দাজির ফাইনালে পোল্যান্ডের প্রতিপক্ষ লুকাজ় সিজেকের বিরুদ্ধে প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন হরবিন্দর সিং। ৬ সেটের ফাইনালে একার পর এক লক্ষ্যভেদ করেন ভারতীয় তিরন্জাদ। ফাইনালে হরবিন্দর সিংয়ের স্কোর ২৮-২৪, ২৮-৩৭, ২৯-২৫। কার্যত একতরফা ম্যাচে সোনা জেতেন হরবিন্দর সিং।

প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে প্রথম পদক জয়ের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় তিরন্দাজ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে সোনা জেতার জন্য হরবিন্দর সিংহকে অনেক অভিনন্দন। সোনা জিতে সকলকে গর্বিত করেছেন তিনি।”

আরও পড়ুনঃ India vs Bangladesh: পাকিস্তানকে হারিয়ে এবার ভারতকে হুঁশিয়ারী বাংলাদেশের! বড় কথা বলে দিলেন শান্টো

প্যারালিম্পিক্সে পদক জয়ের নিরিখে নতুন রেকর্ড গড়়েছে ভারতীয় দল। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে মোট ২২টি পদক। তারমধ্যে রয়েছে ৪টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। আরও বেশি পদক জয়ের আশায় দেশবাসী।

Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সে মেগা ধামাকা, ২১ পদকের জিতে টোকিও-র রেকর্ড ভেঙে দিলেন ভারতীয়রা

প্যারিস: চলমান প্যারিস প্যারালিম্পিক্সে ভারত ২০২১ সালের টোকিও প্যারালিম্পিকে ১৯ টি পদকের সংখ্যা অতিক্রম করে মোট ২১ টি পদক নিয়ে ইতিহাস তৈরি করেছে৷  ২১টি পদকের মধ্যে তিনটি স্বর্ণ, আটটি রুপো এবং দশটি ব্রোঞ্জ পদক রয়েছে৷ সোমবার এবং মঙ্গলবার ২ দিন পরপর প্যারালিম্পিক্সের বিভিন্ন ইভেন্ট থেকে ভারতীয় অ্যাথলিটরা দারুণ পারফরম্যান্স দিয়ে একাধিক পদক জিতে নেন৷

বুধবার প্যারালিম্পিক্সের সপ্তম দিনে রুপোর মেডেল জিতে নেন৷ সচিন সরজেরাব পুরুষ F46 শটপাট ইভেন্টে জেতেন৷  ১৬.৩২ মিটার পর্যন্ত গোলা থ্রো করেন৷ মাত্র ০.০৬ মিটার কম দূরত্বের জন্য মেডেল জয় থেকে দূরে থেকে যান৷ এবারের প্যারালিম্পিক্স ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন – UPSC Interview Question: স্ত্রীর শরীরের কোন অংশ স্পর্শ করতে পারেন না ভারতীয় স্বামীরা, ইউপিএসসি-র এই প্রশ্নের কি উত্তর জানেন

প্যারিস প্যারালিম্পিক পারফরম্যান্স ২০২৪
মঙ্গলবার, দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিং এবং সুন্দর গুর্জার পদক জিতেছেন। ভাগ্যশ্রী মহাভরাও এবং অবনী লেখারা যথাক্রমে মহিলাদের শট পুট – F34 ফাইনাল এবং মহিলাদের 50 মিটার রাইফেল ৩ পজিশন SH1 ফাইনালে 5 তম স্থান অর্জন করেছে। দীপ্তি জীবনজি মহিলাদের 400 মিটার T20 ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছে। পুরুষদের জ্যাভলিন থ্রো F46-এ, অজিত সিং এবং সুন্দর গুর্জার একটি অপ্রতিরোধ্য পারফরম্যান্স প্রদান করে এবং যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ পদক জিতেছেন৷

শারদ কুমার পুরুষদের হাই জাম্প T63-এ রুপোর পদক পেয়েছেন এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু একই বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। শরদ ১.৮৮ মিটার লাফ দিয়ে T42 বিভাগে প্যারালিম্পিক্স রেকর্ড তৈরি করেছিলেন এবং মারিয়াপ্পান ১.৮৫-মিটার লাফ দিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন৷

উল্লেখযোগ্য কৃতিত্ব প্যারা-স্পোর্টে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতীক এবং আরও দিন অতিবাহিত হওয়ার এবং ইভেন্টগুলি সংঘটিত হওয়ার সাথে সাথে জাতি পদক সংখ্যা বৃদ্ধির জন্য আশাবাদী। প্যারিস প্যারালিম্পিক একটি যুগান্তকারী কৃতিত্ব এবং ভারতীয় ক্রীড়াবিদদের জন্য তাদের সেরা পারফর্ম করার এবং দেশের জন্য জয়ের অনুপ্রেরণা হিসাবে তুলে ধরা হবে।

Sumit Antil: টোকিওর পর প্যারিসেও বাজিমাত! বিশ্বরেকর্ড গড়ে সোনা ডাবল করলেন সুমিত অ্যান্টিল

টোকিওতে সোনা জেতার পর প্যারিস অলিম্পিক্সে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজ চোপড়াকে। কিন্তু টোকিওর পর প্যারিস প্যারালিম্পিক্সে নিজের গোল্ড ডাবল করে ফেললেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার সুমিত অ্যান্টিল। শুধু সোনা জেতাই নয়, একই ইভেন্টে নিজের বিশ্বরেকর্ড দুবার ভাঙেন সুমিত। একইসঙ্গে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক গেমসে নিজের গোল্ড ডিফেন্ড করে জয় পেলেন সুমিত।

টোকিও প্যারালিম্পিক্সে এফ৬৪ বিভাগে ৬৮.৫৫ মিটার বর্শা ছুড়ে সোনা জিতেছিলেন সুমিত। বিশ্বরেকর্ডও ছিল তাঁরই দখলে। প্যারিসে ৭০ মিটারের বেশি বর্শা ছোঁড়ার লক্ষ্য নিয়ে নেমেছিলেন সুমিত। সোনা জয়ের পাশাপাশি নিজের টার্গেটও পূরণ করে নয়া নজির তৈরি করলেন সুমিত অ্যান্টিল। ইচ্ছে, জেদ ও কঠোর পরিশ্রম থাকলে সবকিছু সম্ভব তা বুঝিয়ে দিলেন ভারতীয় তারকা।

প্যারিসে ফাউনালে প্রথম থ্রোতেই সকলকে অবাক করে দেন সুমিত অ্যান্টিল। তাঁর বর্শা দূরত্ব অতিক্রম করে ৬৯.১১ মিটার। মোট ৬বার সুযোগের প্রথমেই পদক জয় নিশ্চিত করে ফেলেছিলেন সুমিত। তবে নিজের লক্ষ্য পূরণ না হওয়ায় মরিয়া চেষ্টা চালিয়ে যান তিনি। এর পরেই ৭০.৫৯ মিটার দূরে বর্শা ছুড়ে নিজের নজির ভাঙেন সুমিত। তৈরি করে নয়া বিশ্বরেকর্ড।

আরও পড়ুনঃ KKR News: কোন প্লেয়ারদের এবার ধরে রাখছে কেকেআর? তালিকায় চমকে দেওয়া নাম! জানুন বিস্তারিত

প্রসঙ্গত, টোকিও প্যারালিম্পিক্সে ও ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলিটে সোনা জিতেছিলেন সুমিত অ্যান্টিল। এবার পরপর দুই প্যারালিম্পিক্সে সোনা জিতলেন তিনি। একইসঙ্গে এবারের প্যারালিম্পিক গেমসে ভারতের ঝুলিতে এনে দিলেন তৃতীয় সোনা। বিশ্বরেকর্ড গড়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সুমিত অ্যান্টিল।

Gold Medal In Paralympics: ভারতের দারুণ দিন, সোনা জিতলেন ভারতীয় শাটলার, নীতিশ কুমারের দারুণ পারফরম্যান্স

প্যারিস: ২০২৪ সালের প্যারালিম্পিক গেমসে  ভারতের এল দ্বিতীয় সোনার মেডেল৷ শাটলার  নীতীশ কুমার তাঁর স্বপ্নপূরণ করেলেন। প্যারিস প্যারালিম্পিক্সে ২০২৪-এ এটি ভারতের দ্বিতীয় সোনা অন্যদিকে ব্যাডমিন্টনে এটা প্রথম সোনা৷  নীতীশের ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য ধন্যবাদ, ভারত পদক তালিকায় ৪ স্থানের বিশাল লাফ দিয়েছে। এর ফলে পদক তালিকায় ভারত ২২তম স্থানে পৌঁছেছে। ভারত এ পর্যন্ত গেমসে ২টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছে। প্যারাশুটার অবনী লেখারা প্যারালিম্পিক গেমস ২০২৪-এ ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন৷

নীতীশ কুমার প্যারালিম্পিক গেমস ২০২৪-এ পুরুষদের SL-3 বিভাগে স্বর্ণপদক জিতেছেন। তিনি গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে পরাজিত করেন। নীতীশ কুমার এবং ড্যানিয়েল বেথালের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় প্রতিটি পয়েন্টের জন্য কঠিন লড়াই করছিলেন৷

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন – Paralympic Games Paris 2024: প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে দুর্দান্ত ভারতীয়রা, রুপো এনে দিলেন যোগেশ কাঠুনিয়া

নীতীশ ম্যাচের প্রথম গেমটি জিতেছে এবং ড্যানিয়েল দ্বিতীয় গেমটি জিতেছে। তৃতীয় ও নির্ধারক খেলার এক পর্যায়ে স্কোর ছিল ১৯-১৯। এরপরে ২০ তম পয়েন্ট জিতে নিতীশ। তাদের ম্যাচ পয়েন্ট থাকলেও সুবিধা নিতে পারেনি। অন্যদিকে, ড্যানিয়েল টানা ২ পয়েন্ট জিতে ম্যাচের লিড নিয়েছিলেন ২১-২০। নীতীশ প্রত্যাবর্তন করেন এবং এক পয়েন্ট জিতে স্কোর ২১-২১ করেন। এরপর নীতীশ আরও একটি পয়েন্ট জিতে ম্যাচ পয়েন্ট নিশ্চিত করেন। এরপর তারা আর কোনো ভুল করেনি এবং ২৩-২১ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। প্যারালিম্পিক গেমসে এটাই নীতীশের প্রথম সোনা।

Paralympic Games Paris 2024: প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে দুর্দান্ত ভারতীয়রা, রুপো এনে দিলেন যোগেশ কাঠুনিয়া

প্যারিস: প্যারিস প্যারালিম্পিকে আরও একটি পদক জিতল ভারত। প্যারা-অ্যাথলিট যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রোতে দেশের হয়ে রুপো জিতলেন৷  এই নিয়ে এই প্যারালিম্পিকে ভারতের পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। তাঁর জয়ে ফের একবার ক্রীড়ামহলে খুশির লহর৷  অ্যাথলেটিক্সে এটি ভারতের চতুর্থ পদক। রবিবার নিষাদ কুমার হাই জাম্পে দেশকে রুপো এনে দেন৷

অ্যাথলেটিক্সে ভারতের চতুর্থ পদক
প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ক্রীড়াবিদদের৷  এখন পর্যন্ত ভারতীয় অ্যাথলিটরা দেশের হয়ে মোট চারটি পদক জিতেছেন।

—- Polls module would be displayed here —-

প্রীতি পাল মহিলাদের ১০০ মিটার দৌড়ে (T35) ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং তারপর ২০০ মিটার দৌড়ে (T35) দেশের জন্য ব্রোঞ্জ পদক জিতেছেন।

আরও পড়ুন – Cricketer Wife Death: অকালে চলে গেলেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী, শোকের ছায়া সর্বস্তরে, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

নিষাদ কুমার, যিনি টোকিওতে রুপো জিতেছিলেন, তিনি চার বছর বাদেও পারফরম্যান্সের পুনরাবৃত্তি করেছেন এবং প্যারিসেও পুরুষদের হাই জাম্পে (T47) পদক জিতেছেন। সোমবার ফের যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রোতে রুপো  জিতে চমক দিয়েছেন৷

এক প্যারালিম্পিক্সে জোড়া পদক, ইতিহাস গড়লেন প্রীতি পাল

প্যারিস প্যারালিম্পিক্সে নতুন ইতিহাস গড়লেন প্রীতি পাল। ট্র্য়াক অ্যান্ড ফিল্ডে ১০০ মিটারের পর ২০০ মিটারেও পদক জিতলেন উত্তর প্রদেশের মেয়ে। এক প্যারালিম্পক্সে জোড়া পদক জিতে নজির গড়লেন প্রীতি। মহিলাদের ২০০ মিটারের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। এর আগে ১০০ মিটারেও ব্রোঞ্জ জিতেছিলেন প্রীতি পাল।

১০০ মিটারে প্রীতি দৌড় শেষ করেছিলেন ১৪.২১ সেকেন্ডে। আর ২০০ মিটার দৌড় শেষ করতে সময় নিয়েছেন ৩০.০১ সেকেন্ড। ২০০ মিটারে সোনা জিতেছেন চিনের জিয়া ঝৌ ও রুপো জিতেছেন চিনেরই কিয়ানকিয়ান গুয়োর। অল্পের জন্য রুপো হাতছাড়া হলেও দেশকে পদক এনে দিতে পেরে খুশি প্রীতি।

এক প্যারালিম্পিক্সে জোড়া পদক জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রীতি পাল। তাঁর জোড়া পদক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, “প্যারালিম্পিক্সে দু’টি পদক জিতে সকলকে গর্বিত করেছেন প্রীতি। তাঁর এই জয় ভারতবাসীর কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রীতি সকলের অনুপ্রেরণা।”

আরও পড়ুনঃ KKR News: কেকেআর থেকে বাদ একাধিক তারকা! নিলামের আগেই বড় ধামাকা করবে নাইটরা? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, ছোটবেলায় সেরিব্রাল পলসিতে আক্রান্ত হন প্রীতি পাল। তবে অ্যাথলিট হওয়ার স্বপ্ন ছিল ছোট বেলা থেকেই। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ছুটে গিয়েছেন নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে। প্যারিস প্যারালিম্পক্সে জোড়া পদক জয়ের পরও থামতে নারাজ প্রীতি। সোনার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে চান তিনি।