দুর্গা পিতুরি লেনের ১১টি বাড়ি থেকে বাসিন্দাদের সরানো হল হোটেলে (File Photo)

Bowbazar Metro Rail Work: মেট্রো রেলের শেষ ধাপের কাজ চলছে সুড়ঙ্গে, দুর্গা পিতুরি লেনের ১১টি বাড়ি থেকে বাসিন্দাদের সরানো হল হোটেলে

আবীর ঘোষাল, কলকাতা: বউবাজারে দুর্গা পিতুরি লেনে ১১টি বাড়ি থেকে মোট ৫২ জন আবাসিককে এবার হোটেলে সরানো হল।

মেট্রো রেলের একেবারে শেষ ধাপের কিছু কাজ এখন চলছে সুড়ঙ্গের মধ্যে। সেখানেই শ্যাফটের নীচে জল বেরিয়ে আসে পুনরায়। মেট্রোর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এটা বিপদজনক ব্যাপার নয়। কিন্তু রাজ্যের এসওপি অনুযায়ী বউবাজারে কিছু হলেই যেন বাসিন্দাদের সরানো হয়। তাই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হল। সমস্ত আধিকারিকরা বউবাজারে গিয়েছেন।

আরও পড়ুন- প্রতিদিন মোট লোকাল ট্রেনের সংখ্যা কত? সঠিক সময়ে চলুক ট্রেন, দাবি শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের

প্রসঙ্গত ২০১৯ সালে এই সময়েই একের পর এক বাড়ি ভেঙে পড়ে বউবাজারে মেট্রোর কাজ করতে গিয়ে।

আরও পড়ুন– শনি গোচরে শুক্রকে শক্তিশালী করতে এই কয়েকটি প্রতিকার মেনে চলুন, জীবনে সুখ-সমৃদ্ধির কমতি থাকবে না

মেট্রো রেলের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, দ্রুত এই সমস্যা মিটে যাবে। এরপর পর্যবেক্ষণের পর বাসিন্দারা বাড়ি ফিরে আাসতে পারবেন। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, ২৬ তারিখ হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজ হওয়ার জন্য। এরপর ২ তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয় সব ঠিক আছে বলে৷ কিন্তু গতকাল, বৃহস্পতিবার রাতে আবার জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে বলা হয় তাঁদের। আর কতদিন এভাবে চলবে। এটাই এখন বাসিন্দাদের প্রশ্ন ৷