২৫ কেজি ওজনের কাতলা মাছ

Giant Fish: বাজারে দৈত্যাকায় এ কী মাছ, দেখতে ভিড় জমাল শয়ে-শয়ে মানুষ

সন্ধ্যায় হৈচৈ পড়ে গেল মালদহের মাছ বাজারে। উৎসাহী জনতার ভিড় মাছের দোকান ঘিরে। একটি মাছ ঘিরেই উৎসাহ সাধারণ মানুষের।
সন্ধ্যায় হৈচৈ পড়ে গেল মালদহের মাছ বাজারে। উৎসাহী জনতার ভিড় মাছের দোকান ঘিরে। একটি মাছ ঘিরেই উৎসাহ সাধারণ মানুষের।
গঙ্গায় ধরা পড়েছে বিশাল কাতলা মাছ। সাধারণত এমন দৈত্যাকার কাতলা মাছ দেখা যায় না বাজারে।
গঙ্গায় ধরা পড়েছে বিশাল কাতলা মাছ। সাধারণত এমন দৈত্যাকার কাতলা মাছ দেখা যায় না বাজারে।
মালদহের মানিকচকে গঙ্গার ঘাটে একটি দৈত্যাকার কাতলা মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। সেই মাছ মালদহ শহরের বাজারে চড়া দামে বিক্রি হল।
মালদহের মানিকচকে গঙ্গার ঘাটে একটি দৈত্যাকার কাতলা মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। সেই মাছ মালদহ শহরের বাজারে চড়া দামে বিক্রি হল।
বিশাল আকারের এই মাছের ওজন প্রায় ২৫ কেজি। এই মাছ এদিন মালদহ শহরের বাজারে বিক্রি হয়েছে ৬০০ টাকা কেজি দরে। প্রচুর মানুষ এই মাছটি দেখতে এদিন বাজারে ভিড় করেন।
বিশাল আকারের এই মাছের ওজন প্রায় ২৫ কেজি। এই মাছ এদিন মালদহ শহরের বাজারে বিক্রি হয়েছে ৬০০ টাকা কেজি দরে। প্রচুর মানুষ এই মাছটি দেখতে এদিন বাজারে ভিড় করেন।
মৎস্যজীবী দেবু হালদার বলেন, সব সময় এই মাছ পাওয়া যায় না। মাছের চাহিদাও বেশি থাকে। ৬০০ টাকা কেজি দরে বিক্রি করলাম ২৫ কেজি ওজনের এই কাতলা মাছ।
মৎস্যজীবী দেবু হালদার বলেন, সব সময় এই মাছ পাওয়া যায় না। মাছের চাহিদা বেশি থাকে। ৬০০ টাকা কেজি দরে বিক্রি করলাম ২৫ কেজি ওজনের এই কাতলা মাছ।