কথায় আছে তেলে চুল তাজা৷ মাথার ত্বকে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভাল হয়৷ চুলের গোড়া মজবুত থাকবে৷ চুলের হারানো ঔজ্জ্বল্য ফিরে আসে৷ কিন্তু অনেকেই তেল লাগানোর সঠিক পদ্ধতি সম্বন্ধে জানি না৷ তার ফলেই কাজের কাজ কিছুই হয় না৷

Oiling Tips: ‘তেলে চুল তাজা’ করতে চান? চুলে তেল দেওয়ার সঠিক সময় জানুন! রইল ম্যাজিক টিপস

কথায় আছে তেলে চুল তাজা৷ মাথার ত্বকে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভাল হয়৷ চুলের গোড়া মজবুত থাকবে৷ চুলের হারানো ঔজ্জ্বল্য ফিরে আসে৷ কিন্তু অনেকেই তেল লাগানোর সঠিক পদ্ধতি সম্বন্ধে জানি না৷ তার ফলেই কাজের কাজ কিছুই হয় না৷
কথায় আছে তেলে চুল তাজা৷ মাথার ত্বকে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভাল হয়৷ চুলের গোড়া মজবুত থাকবে৷ চুলের হারানো ঔজ্জ্বল্য ফিরে আসে৷ কিন্তু অনেকেই তেল লাগানোর সঠিক পদ্ধতি সম্বন্ধে জানি না৷ তার ফলেই কাজের কাজ কিছুই হয় না৷
চুলে তেল মালিশ করার সময় খেয়াল করবেন যেন তাতে বাড়তি চাপ না পড়ে৷ এতে চুল ভেঙে যেতে পারে৷ চেষ্টা করবেন আঙুলের ডগা দিয়ে চক্রাকারে মালিশ করুন৷ খেয়াল রাখবেন মালিশের সময় যেন চুলে বেশি জট না পড়ে যায়৷
চুলে তেল মালিশ করার সময় খেয়াল করবেন যেন তাতে বাড়তি চাপ না পড়ে৷ এতে চুল ভেঙে যেতে পারে৷ চেষ্টা করবেন আঙুলের ডগা দিয়ে চক্রাকারে মালিশ করুন৷ খেয়াল রাখবেন মালিশের সময় যেন চুলে বেশি জট না পড়ে যায়৷
ভেজা চুল না শুকনো? কোন চুলে তেল লাগানো উচিত? তা তেল অনুযায়ী ঠিক করুন৷ যেমন নারকেল তেল৷ একটু চটচটে মোটা ধরনের হয়৷  এই তেল শুকনো চুলেই লাগানো ভাল৷ নারকেল তেলের পুষ্টিগুণ শুকনো চুলেই বেশি শোষণ করতে পারে৷
ভেজা চুল না শুকনো? কোন চুলে তেল লাগানো উচিত? তা তেল অনুযায়ী ঠিক করুন৷ যেমন নারকেল তেল৷ একটু চটচটে মোটা ধরনের হয়৷ এই তেল শুকনো চুলেই লাগানো ভাল৷ নারকেল তেলের পুষ্টিগুণ শুকনো চুলেই বেশি শোষণ করতে পারে৷
ঠান্ডা তেলের বদলে মাথায় উষ্ণ তেল ব্যবহার করুন৷ আসলে তেল গরম করলে কিছুটা পাতলা হয়ে যায়৷ তেল মালিশের পর তোয়ালে গরম জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে মাথায় জড়িয়ে রাখুন৷ এতে উপকার বেশি পাওয়া যায়৷
ঠান্ডা তেলের বদলে মাথায় উষ্ণ তেল ব্যবহার করুন৷ আসলে তেল গরম করলে কিছুটা পাতলা হয়ে যায়৷ তেল মালিশের পর তোয়ালে গরম জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে মাথায় জড়িয়ে রাখুন৷ এতে উপকার বেশি পাওয়া যায়৷
অনেকেই মনে করেন, চপচপে তেল মাখলে চুল ভাল থাকবে৷ ব্যাপারটা মোটেও তা নয়৷ কতটা তেল মাখা দরকার তা নির্ভর করে চুলের দৈর্ঘ্য ও ঘনত্বের উপর৷
অনেকেই মনে করেন, চপচপে তেল মাখলে চুল ভাল থাকবে৷ ব্যাপারটা মোটেও তা নয়৷ কতটা তেল মাখা দরকার তা নির্ভর করে চুলের দৈর্ঘ্য ও ঘনত্বের উপর৷
চুল ভাল করে আঁচড়ে অল্প অল্প করে ভাগ করে নিন৷ গোড়া থেকে ডগা পর্যন্ত আঙুলের সাহায্যে হালকা গরম তেল মেখে নিন৷ খেয়াল রাখতে হবে প্রতিটা চুলে যেন তেল লাগে৷ তেল লাগিয়ে অনেকেই শক্ত করে গোড়া বেঁধে রাখে৷ এটা করবেন না৷ তেল লাগালে চুলের গোড়া প্রাথমিকভাবে অনেকটা আলগা থাকে৷ এই অবস্থায় চুল ভেঙে যাওয়ার আশঙ্কা রয়ে যায়৷
চুল ভাল করে আঁচড়ে অল্প অল্প করে ভাগ করে নিন৷ গোড়া থেকে ডগা পর্যন্ত আঙুলের সাহায্যে হালকা গরম তেল মেখে নিন৷ খেয়াল রাখতে হবে প্রতিটা চুলে যেন তেল লাগে৷ তেল লাগিয়ে অনেকেই শক্ত করে গোড়া বেঁধে রাখে৷ এটা করবেন না৷ তেল লাগালে চুলের গোড়া প্রাথমিকভাবে অনেকটা আলগা থাকে৷ এই অবস্থায় চুল ভেঙে যাওয়ার আশঙ্কা রয়ে যায়৷
তেল লাগানোর পর অনেকে সারা রাত রেখে দেয়৷ এর ফলে অনেক সময় চুলের ক্ষতি হতে পারে৷ তাই তেল লাগানোর পর ঘণ্টা দুই পর ঈষদুষ্ণ জলে স্নান করে নিন৷ মাইল্ড শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন৷
তেল লাগানোর পর অনেকে সারা রাত রেখে দেয়৷ এর ফলে অনেক সময় চুলের ক্ষতি হতে পারে৷ তাই তেল লাগানোর পর ঘণ্টা দুই পর ঈষদুষ্ণ জলে স্নান করে নিন৷ মাইল্ড শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন৷