Tag Archives: Hair Oil

Oiling Tips: ‘তেলে চুল তাজা’ করতে চান? চুলে তেল দেওয়ার সঠিক সময় জানুন! রইল ম্যাজিক টিপস

কথায় আছে তেলে চুল তাজা৷ মাথার ত্বকে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভাল হয়৷ চুলের গোড়া মজবুত থাকবে৷ চুলের হারানো ঔজ্জ্বল্য ফিরে আসে৷ কিন্তু অনেকেই তেল লাগানোর সঠিক পদ্ধতি সম্বন্ধে জানি না৷ তার ফলেই কাজের কাজ কিছুই হয় না৷
কথায় আছে তেলে চুল তাজা৷ মাথার ত্বকে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভাল হয়৷ চুলের গোড়া মজবুত থাকবে৷ চুলের হারানো ঔজ্জ্বল্য ফিরে আসে৷ কিন্তু অনেকেই তেল লাগানোর সঠিক পদ্ধতি সম্বন্ধে জানি না৷ তার ফলেই কাজের কাজ কিছুই হয় না৷
চুলে তেল মালিশ করার সময় খেয়াল করবেন যেন তাতে বাড়তি চাপ না পড়ে৷ এতে চুল ভেঙে যেতে পারে৷ চেষ্টা করবেন আঙুলের ডগা দিয়ে চক্রাকারে মালিশ করুন৷ খেয়াল রাখবেন মালিশের সময় যেন চুলে বেশি জট না পড়ে যায়৷
চুলে তেল মালিশ করার সময় খেয়াল করবেন যেন তাতে বাড়তি চাপ না পড়ে৷ এতে চুল ভেঙে যেতে পারে৷ চেষ্টা করবেন আঙুলের ডগা দিয়ে চক্রাকারে মালিশ করুন৷ খেয়াল রাখবেন মালিশের সময় যেন চুলে বেশি জট না পড়ে যায়৷
ভেজা চুল না শুকনো? কোন চুলে তেল লাগানো উচিত? তা তেল অনুযায়ী ঠিক করুন৷ যেমন নারকেল তেল৷ একটু চটচটে মোটা ধরনের হয়৷  এই তেল শুকনো চুলেই লাগানো ভাল৷ নারকেল তেলের পুষ্টিগুণ শুকনো চুলেই বেশি শোষণ করতে পারে৷
ভেজা চুল না শুকনো? কোন চুলে তেল লাগানো উচিত? তা তেল অনুযায়ী ঠিক করুন৷ যেমন নারকেল তেল৷ একটু চটচটে মোটা ধরনের হয়৷ এই তেল শুকনো চুলেই লাগানো ভাল৷ নারকেল তেলের পুষ্টিগুণ শুকনো চুলেই বেশি শোষণ করতে পারে৷
ঠান্ডা তেলের বদলে মাথায় উষ্ণ তেল ব্যবহার করুন৷ আসলে তেল গরম করলে কিছুটা পাতলা হয়ে যায়৷ তেল মালিশের পর তোয়ালে গরম জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে মাথায় জড়িয়ে রাখুন৷ এতে উপকার বেশি পাওয়া যায়৷
ঠান্ডা তেলের বদলে মাথায় উষ্ণ তেল ব্যবহার করুন৷ আসলে তেল গরম করলে কিছুটা পাতলা হয়ে যায়৷ তেল মালিশের পর তোয়ালে গরম জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে মাথায় জড়িয়ে রাখুন৷ এতে উপকার বেশি পাওয়া যায়৷
অনেকেই মনে করেন, চপচপে তেল মাখলে চুল ভাল থাকবে৷ ব্যাপারটা মোটেও তা নয়৷ কতটা তেল মাখা দরকার তা নির্ভর করে চুলের দৈর্ঘ্য ও ঘনত্বের উপর৷
অনেকেই মনে করেন, চপচপে তেল মাখলে চুল ভাল থাকবে৷ ব্যাপারটা মোটেও তা নয়৷ কতটা তেল মাখা দরকার তা নির্ভর করে চুলের দৈর্ঘ্য ও ঘনত্বের উপর৷
চুল ভাল করে আঁচড়ে অল্প অল্প করে ভাগ করে নিন৷ গোড়া থেকে ডগা পর্যন্ত আঙুলের সাহায্যে হালকা গরম তেল মেখে নিন৷ খেয়াল রাখতে হবে প্রতিটা চুলে যেন তেল লাগে৷ তেল লাগিয়ে অনেকেই শক্ত করে গোড়া বেঁধে রাখে৷ এটা করবেন না৷ তেল লাগালে চুলের গোড়া প্রাথমিকভাবে অনেকটা আলগা থাকে৷ এই অবস্থায় চুল ভেঙে যাওয়ার আশঙ্কা রয়ে যায়৷
চুল ভাল করে আঁচড়ে অল্প অল্প করে ভাগ করে নিন৷ গোড়া থেকে ডগা পর্যন্ত আঙুলের সাহায্যে হালকা গরম তেল মেখে নিন৷ খেয়াল রাখতে হবে প্রতিটা চুলে যেন তেল লাগে৷ তেল লাগিয়ে অনেকেই শক্ত করে গোড়া বেঁধে রাখে৷ এটা করবেন না৷ তেল লাগালে চুলের গোড়া প্রাথমিকভাবে অনেকটা আলগা থাকে৷ এই অবস্থায় চুল ভেঙে যাওয়ার আশঙ্কা রয়ে যায়৷
তেল লাগানোর পর অনেকে সারা রাত রেখে দেয়৷ এর ফলে অনেক সময় চুলের ক্ষতি হতে পারে৷ তাই তেল লাগানোর পর ঘণ্টা দুই পর ঈষদুষ্ণ জলে স্নান করে নিন৷ মাইল্ড শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন৷
তেল লাগানোর পর অনেকে সারা রাত রেখে দেয়৷ এর ফলে অনেক সময় চুলের ক্ষতি হতে পারে৷ তাই তেল লাগানোর পর ঘণ্টা দুই পর ঈষদুষ্ণ জলে স্নান করে নিন৷ মাইল্ড শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন৷

Hair Fall Remedies-Hair Oil: এক মাসে টাকে গজাবে চুল! ঘন, কালো, লম্বা হবে! ভাইরাল তেল নয়, বাড়িতে তৈরি করুন এই বিশেষ তেল

চুল পড়ার সমস্যা ছেলে মেয়ে সকলের থাকে! আজকাল কম বয়সেই অনেকের মাথার চুল পড়ে একেবারে টাক হয়ে যায়! দামি তেল, সিরাম, শ্যাম্পু মেখেও চুল পড়া বন্ধ হয় না! photo source collected
চুল পড়ার সমস্যা ছেলে মেয়ে সকলের থাকে! আজকাল কম বয়সেই অনেকের মাথার চুল পড়ে একেবারে টাক হয়ে যায়! দামি তেল, সিরাম, শ্যাম্পু মেখেও চুল পড়া বন্ধ হয় না! photo source collected
তবে জানেন কী এমন এক ঘরোয়া টোটকা রয়েছে যা জানলে আপনি ঘরে বসেই কম খরচে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন! শুধু তাই নয়, এই টোটকায় টাক মাথাতেও চুল গজাবে! photo source collected
তবে জানেন কী এমন এক ঘরোয়া টোটকা রয়েছে যা জানলে আপনি ঘরে বসেই কম খরচে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন! শুধু তাই নয়, এই টোটকায় টাক মাথাতেও চুল গজাবে! photo source collected
আজকাল সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখবেন একটি তেল খুব ভাইরাল! নাম আদিবাসি হেয়ার অয়েল! একেবারে প্রাকৃতিক উপাদানে তৈরি এই তেল। দাবি করা হচ্ছে এই তেল নাকি তিন মাসের মধ্যে বদলে দেবে চুল! photo source collected
আজকাল সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখবেন একটি তেল খুব ভাইরাল! নাম আদিবাসি হেয়ার অয়েল! একেবারে প্রাকৃতিক উপাদানে তৈরি এই তেল। দাবি করা হচ্ছে এই তেল নাকি তিন মাসের মধ্যে বদলে দেবে চুল! photo source collected
জরিবুটি দিয়ে তৈরি হয় এই তেল! তবে এই সব তেল কতটা কাজের তা জানা নেই! সে যতই ভাইরাল হোক না কেন! তবে আপনি বাড়িতেই খুব সহজে এমন এক তেল বানাতে পারেন, যা এইসব ভাইরাল তেলকে পিছনে ফেলে দেবে! মাথায় ঘন চুলে ভরে যাবে! লম্বাও হবে তরতরিয়ে! photo source collected
জরিবুটি দিয়ে তৈরি হয় এই তেল! তবে এই সব তেল কতটা কাজের তা জানা নেই! সে যতই ভাইরাল হোক না কেন! তবে আপনি বাড়িতেই খুব সহজে এমন এক তেল বানাতে পারেন, যা এইসব ভাইরাল তেলকে পিছনে ফেলে দেবে! মাথায় ঘন চুলে ভরে যাবে! লম্বাও হবে তরতরিয়ে! photo source collected
কী করতে হবে এর জন্য! খুব সহজ কয়েকটি জিনিস দরকার! নারকেল তেল এক কাপ, আট থেকে দশটা জবা ফুল, দু'চামচ মেথি বীজ, একটা আস্ত খোসা ছাড়ানো পেয়াঁজ নিয়ে নিন! photo source collected
কী করতে হবে এর জন্য! খুব সহজ কয়েকটি জিনিস দরকার! নারকেল তেল এক কাপ, আট থেকে দশটা জবা ফুল, দু’চামচ মেথি বীজ, একটা আস্ত খোসা ছাড়ানো পেয়াঁজ নিয়ে নিন! photo source collected
এবার হালকা আঁচে কড়াই গরম হতে দিন। লোহার কড়াই ব্যবহার করবেন! এর পর নারকেল তেল ঢেলে দিন। তাতে মিশিয়ে দিন জবা ফুল, পেঁয়াজ ও মেথি বীজ! হালকা আঁচে মিনিট ২০ ফুটিয়ে নিন! photo source collected
এবার হালকা আঁচে কড়াই গরম হতে দিন। লোহার কড়াই ব্যবহার করবেন! এর পর নারকেল তেল ঢেলে দিন। তাতে মিশিয়ে দিন জবা ফুল, পেঁয়াজ ও মেথি বীজ! হালকা আঁচে মিনিট ২০ ফুটিয়ে নিন! photo source collected
এর পর তেল ঠান্ডা হতে দিন! ঠান্ডা হলে ভাল একটি পাত্রে ঢেলে নিন! সপ্তাহে তিনি দিন স্নানের এক ঘণ্টা আগে মাথায় মাখুন। তারপর শ্যাম্পু করে নিন! রাতেও মেখে রাখতে পারেন! নিয়মিত করলে মাত্র এক মাসে ঘন কালো চুল হবে! টাকেও গজাবে চুল! সব সমস্যা দূর হবে!photo source collected
এর পর তেল ঠান্ডা হতে দিন! ঠান্ডা হলে ভাল একটি পাত্রে ঢেলে নিন! সপ্তাহে তিনি দিন স্নানের এক ঘণ্টা আগে মাথায় মাখুন। তারপর শ্যাম্পু করে নিন! রাতেও মেখে রাখতে পারেন! নিয়মিত করলে মাত্র এক মাসে ঘন কালো চুল হবে! টাকেও গজাবে চুল! সব সমস্যা দূর হবে!photo source collected