সাপটিকে দেখে হাসপাতালে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে৷ (প্রতীকী ছবি)

Snake Bite: হাসপাতালের মধ্যে বিষধর সাপ, আতঙ্কে ছোটাছুটি, পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন

ঝাঁসি: বর্ষাকালে সাপের কামড়ের খবর আমরা প্রায়ই পেয়ে থাকি৷ এর ফলে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে ৷ কিন্তু চিকিৎসার জন্য আস্ত সাপ নিয়ে হাসপাতালে যাওয়া এমন ঘটনা সচরাচর হয় না৷ কিন্তু এমনই ঘটনা ঘটল, সাপের কামড়ের চিকিৎসার জন্য সাপকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হল৷

ঘটনা ঘটেছে ঝাঁসি জেলার সিপ্রি বাজার অঞ্চলে নন্দনপুর এলাকায়৷ ১৫ বছর এক কিশোরকে সাপে কামড়েছিল৷ যদিও সাপটি পালিয়ে গিয়েছিল৷ কিন্তু বাড়ির সদস্যরা সাপুড়েকে ডেকেছিল সাপটিকে ধরতে৷ ধরেও ফেলেছিল৷ আর এই সাপকে ধরে কাঠের বাক্সের মধ্যে পুরে হাসপাতালে নিয়ে গিয়েছিল বাড়ির সদস্যরা৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনের মুখোমুখি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু! অল্পের জন্য রক্ষা, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

বাড়ির সদস্যদের কাছে জানা গিয়েছে, সঙ্গীত নামের এক বছর পনেরোর যুবক তার নিজের ঘরে শুয়েছিল৷ তখনই তাকে কামড়ায় সাপটি৷ বাড়ির লোক সাপটিকে ধরে৷ সঙ্গে সঙ্গে ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে সাপটিকেও ধরে নিয়ে যাওয়া হয়৷

আরও পড়ুন: ‘তেলে চুল তাজা’ করতে চান? চুলে তেল দেওয়ার সঠিক সময় জানুন! রইল ম্যাজিক টিপস

সাপটিকে দেখে হাসপাতালে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে৷ অনেকে ভয় ছোটাছুটিও শুরু করে দেয়৷ ভয়ের প্রাথমিক অভিঘাতে হাসপাতাল চত্বরে কিছুক্ষণের জন্য বেশ বিশৃঙ্খলা শুরু হয়ে যায়৷

বাড়ির সদস্যদের যদিও দাবি চিকিৎসার সুবিধার জন্যই তাঁরা এই পদক্ষেপ গ্রহণ করেন৷ সাপটিকে দেখে কী ধরনের সাপ ও কী ধরনের বিষ-তা বুঝতে চিকিৎসকদের সুবিধা হবে৷

কিশোরটির চিকিৎসা শুরু হয়ে গিয়েছে৷ চিকিৎসায় সাড়াও মিলছে ভাল৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ছেলেটির দেহ থেকে সাপের বিষ বের করা সম্ভব হয়েছে৷