আরজি কর নৃশংসতার ১ মাস পার! বিচার কোথায়? ২ দিনের বড় কর্মসূচি নবীন চিকিৎসকদের

Junior Doctors Front Agenda: আরজি কর নৃশংসতার ১ মাস পার! বিচার কোথায়? আগামী ২ দিনের বড় কর্মসূচি নবীন চিকিৎসকদের

কলকাতা: ৯ সেপ্টেম্বর আসতে চলেছে। আরজি কর কাণ্ডের পর কেটে গেল এক মাস। বিচারের দাবিতে নয়া কর্মসূচি ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রবিবার আগামী ৮ সেপ্টেম্বর, রাজ্য জুড়ে ‘অভয়া ক্লিনিক’ খোলা হবে। রবিবার বিকেল ৫টায় রাজ্য জুড়ে রাস্তায় নেমে মানববন্ধনের ডাক দিয়েছেন নবীন চিকিৎসকরা। সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান।

আরও পড়ুন- মাত্র ১৬০০ টাকায় হয়ে যাবেন MBBS! এত কম খরচে দেশের কোথায় ডাক্তারি পড়া যায়? জেনে নিন!

৯ সেপ্টেম্বর, সোমবার অভয়া ক্লিনিকের পাশে চলবে জনতার মতামত,রাজপথে আদালত। এখানে মানুষের থেকে আন্দোলনকারীদের দাবি নিয়ে রায় জানতে চাওয়া হবে।

আরও  পড়ুন: পৃথিবীর একমাত্র পাখি, যেটির ডানা নেই! কোন পাখি? বলুন দেখি…উত্তর মিলিয়ে দেখুন

সোমবার ‘অভয়ার রাত’ কর্মসূচি। ৮ এবং ৯ সেপ্টেম্বর মধ্যরাতে রাস্তায় বেরিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করার আহ্বানও জানাচ্ছে ফ্রন্ট। আগামী ৯ সেপ্টেম্বর, আরজি কর নৃশংসতার ৩০ দিনের মাথায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সবাইকে কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর। তাঁদের কথায়, আওয়াজ তুলুন “আর কবে!”।