কুণালের নিশানায় আবারও দেব৷

Kunal Ghosh attacks Dev: ‘একেই বলে সুপারস্টার!’ ফের নিশানায় দেব, ঘাটালের সাংসদের উপরে কেন চটলেন কুণাল?

কলকাতা: আবারও তৃণমূলে দেব-কুণাল সংঘাত৷ এবার ঘাটাল মহকুমা হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়া ডায়ালিসিস ইউনিট দেব ফের নিজের নামে উদ্বোধন করেছেন বলে অভিযোগ আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ দেবকে সুপারস্টার বলে কটাক্ষও করেছেন তৃণমূল নেতা৷

নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ১২ মার্চ, ভার্চুয়ালি৷ স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪/৯ ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম-এর নাম পাল্টে এমপি৷ সুপারস্টার একেই বলে৷ এলাকার মানুষ তো অবাক৷ কনগ্র্যাটস দেব৷

আরও পড়ুন: আরজি করে কি সত্যিই গণধর্ষণ, নাকি কুকীর্তি একা সঞ্জয়ের? জবাব মিলল ডিএনএ রিপোর্টে

প্রসঙ্গত, দু দিন আগেই ঘাটালে কন্যাশ্রী প্রকল্পের তুলনা টেনে দেবের মন্তব্যে বিতর্ক ছড়িয়েছিল৷ আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে দেব বলেছিলেন, কন্যাদের রক্ষা করতে না পারলে কন্যাশ্রী, বেটি বচাও বেটি পড়াও-এর মতো প্রকল্প অর্থহীন৷ দেবের এই মন্তব্য খুব ভাল ভাবে নেননি শাসক দলের অনেক নেতাই৷ এ দিন দেবকে নিশানা করে কুণালের এই সোশ্যাল মিডিয়া পোস্ট-ও ঘাটালের সাংসদের করা মন্তব্যের জের কি না, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে৷

এর আগেও দেব এবং কুণাল ঘোষের সংঘাতে অস্বস্তিতে পড়তে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে৷ মিঠুন চক্রবর্তীকে করা কুণালে মন্তব্যে আপত্তি জানিয়েছিলেন দেব৷ তা নিয়েই পাল্টা দেবকে আক্রমণ শানিয়েছিলেন কুণাল৷ গত লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে রাজি হননি দেব৷ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে তাঁকে প্রার্থী হতে রাজি করান৷ সাংসদ হওয়ার পর ফের শাসক দলের অন্দরেই দেবকে নিয়ে বিতর্ক শুরু হল৷