Tag Archives: Dev

Purulia News: রোড শো-তে অভিনেতা দেব , একি বললেন ভক্তদের উদ্দেশ্যে!

পুরুলিয়া: লোকসভা নির্বাচন চলছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চতুর্থ দফার নির্বাচন। আগামী ২৫ মে পুরুলিয়া রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। এরই মাঝে পুরুলিয়ায় রোড শো করলেন অভিনেতা দেব। ‌

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে এই দিন রোড শো করেন ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সুপারস্টার দেব। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কাশিপুর বিধানসভার কাশিপুর শহরে এই দিন রোড শো করেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ও অভিনেতা দেব। তাকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় জমে। রীতিমতো জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা। শুধু তৃণমূল কর্মী সমর্থকরায়েই নয়, অভিনেতার ভক্তরাও অভিনেতাকে এক ঝলক দেখার আশায় ভিড় করেন।

আরও পড়ুন: সপ্তাহের শেষেই ফের টানা বৃষ্টি? উত্তর, দক্ষিণ দুই বঙ্গের জন্যই দারুণ সুখবর

এই দিনের এই রোড  শোয়ে ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী দেব বলেন , পুরুলিয়া এসে যা দেখতে পেলাম পুরুলিয়া শান্তিরাম মাহাতো প্রায় জিতে গিয়েছেন। তাই আমি আমার ভক্তদের কাছে অনুরোধ করছি তাঁরা যেন আমার জন্য প্রার্থনা করেন যাতে আমি ঘাটালে জিততে পারি।

সামনেই পুরুলিয়ার লোকসভা নির্বাচন। ‌ একেবারেই শেষ মুহূর্তে প্রচার ও মানুষের মনের সাড়া জাগাতে একে একে আসছেন হেভি ওয়েট নেতা মন্ত্রীরা। ‌ প্রায় দিনই থাকছে সভা , রোড শো। নির্বাচনের পূর্বে একেবারে শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলতে ও প্রার্থী শান্তিরাম মাহাতোকে সমর্থন করতে পুরুলিয়ায় হাজির হয়েছিলেন অভিনেতা দেব। তাঁকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তার অনুগামীরা। এক রকম উৎসবের চেহারা নেয় সবদিক।

শর্মিষ্ঠা ব্যানার্জি

ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো দেবের

ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে রোড শো করলেন অভিনেতা সাংসদ দেব। ঘাটালের প্রার্থীর ঝাড়গ্রামে রোড শো দেখতে মানুষের উপচে পড়া ভিড়।

Lok Sabha Election 2024: ‘হিরণ যত আক্রমণ করবে…’, ঘাটাল নিয়ে নিশ্চিন্ত, প্রতিপক্ষকে পরামর্শ দেবের

উত্তর ২৪ পরগনা: পঞ্চম দফা নির্বাচনে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। আর তার আগেই তৃণমূলের প্রচারে ঝড় তুলতে প্রার্থীদের হয়ে এ দিন ওই দুই কেন্দ্রে রোড শো করতে আসলেন টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। প্রচারের ফাঁকেই অবশ্য নিজের কেন্দ্র ঘাটাল নিয়েও মুখ খোলেন দেব৷ প্রধান প্রতিপক্ষ বিজেপি-র হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে দেবের জবাব, ‘ও যত আমাকে আক্রমণ করবে, তত আমার ভোট বাড়বে৷’

এ দিন পার্থ ভৌমিকের হয়ে ব্যারাকপুরের আমডাঙার দত্তপুকুরে রোড শো করেন বাংলার এই সুপারস্টার। এরপর, বনগাঁ লোকসভা কেন্দ্রের গোবরডাঙায় পৌঁছন অভিনেতা। সেখানেও সারেন রোড শো। সিনেমার পর্দায় দেখা অভিনেতাকে চাক্ষুষ একবার দেখতে যেন জনসমুদ্র তৈরি হয় জেলার নানা জায়গায়।

দত্তপুকুরের বল খেলার মাঠে নামে দেবের হেলিকপ্টার। তারপর সেখান থেকে গাড়িতে উঠে অগণিত ভক্তদের মাঝে রোড শো করেন দীর্ঘ কয়েক কিলোমিটার। সঙ্গে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকও। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের পাশাপাশি বয়স্ক মানুষজনও অভিনেতা দেবকে দেখতে নামেন রাস্তায়।

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ আমতার সভায় ঘোষণা শাহের, বিড়ম্বনায় বিজেপি

এরপর, গোবরডাঙা কালী মন্দির মাঠে বিশ্বজিৎ দাসের হয়ে প্রচার সারেন দেব। হেলিকপ্টার থেকে নেমেই মাঠের চারপাশে থাকা অগণিত ভক্তদের উন্মাদনা দেখে সারা মাঠ প্রদক্ষিণ করেন অভিনেতা এই সাংসদ। কেউ মেলালেন হাত, কেউ আবার গোলাপ দিয়ে বরণ করলেন দেবকে। অনেকেই আবার খাতা পেন নিয়ে সুযোগ পেতেই নিলেন অটোগ্রাফ। তারপরই গাড়িতে উঠে রোড শোয়ে বেরোন তৃণমূলের এই অভিনেতা সাংসদ।

এ দিন ভালবাসা দিয়ে ভোট জয়ের কথাই শোনা গেল অভিনেতা সংসদ দেবের গলায়। পাশাপাশি এই দিন ঘাটালের বিজেপি প্রার্থী হিরনকে কটাক্ষ করে দেব বলেন, ‘হিরণ যত প্রচার করছে তত আমার লাভ হচ্ছে। ও যত আমাকে আক্রমণ করবে, তত আমার ভোট বাড়বে৷ কারণ আমি বিশ্বাস করি কটূ কথা বলে ভোটে জেতা যায় না৷ অন্তত ঘাটালে তো নয়৷ তবে এটা ওর দোষ না, হিরণ ভাবছে হয়তো এ ভাবেই ভোটে জেতা যায়৷ ‘ পাশাপাশি এ দিন দেব জানান আগের থেকেও আরও অনেক বেশি মার্জিনে জিতবেন তিনি। দেবের এ দিনের জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তা তৈরি করা হয় প্রশাসনের তরফে। সব মিলিয়ে এ দিনের তারকা প্রচারে রীতিমতো হিট তৃণমূল কংগ্রেস।

Rudra Narayan Roy

Dev-TMC: ‘বৃষ্টিতে ভিজে আমাকে দেখার জন্য নিজেদের শরীর খারাপ করবেন না!’ ভোট প্রচারে নিজে ভিজেও মানুষকে বার্তা দেবের!

পাঁশকুড়া: তীব্র ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পাঁশকুড়ায় ভোট প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব। শনিবার বিকেলের পর থেকেই কালো মেঘে আকাশ ঢেকে যায়। কিছুক্ষণ পরেই হুড়মুড়িয়ে বৃষ্টি নামে সেই সঙ্গে ঝড়ো হাওয়া। ১১ মে শনিবার বিকেলের পর থেকে পাঁশকুড়াতে ভোটের কর্ম ভোট প্রচারের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু বিকেলের পর থেকেই ঝড় বষ্টি শুরু হওয়ায় দলীয় নেতাকর্মীরা ভেবেছিলেন হয়ত তাদের দলে তারকা প্রার্থী এদিনের প্রচারে আসবেন না। কিন্তু তাদের সেই ভাবনাকে ভুল প্রমাণ করেন দেব। পাঁশকুড়ায় পৌঁছে তিনি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার চালান।

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাশকুড়া বিধানসভা কেন্দ্রটি ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার শাসকবিরোধী দলের তারকা প্রার্থীদের লড়াই। একদিকে দেব অন্যদিকে বিজেপির হিরণ। এই দুই অভিনেতার লড়াই জমে উঠেছে। একদিকে বিজেপি প্রার্থী হিরণকে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে। সেখানে তৃণমূল প্রার্থী দেবকে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা গিয়েছে।

আরও পড়ুন: আপেলের সমান পুষ্টিগুণ! অবহেলায় পড়ে থাকা এই ফলই কোলেস্টেরল-সহ বহু জটিল রোগের যম!

১১ মে শনিবার বৃষ্টি মাথায় নিয়ে পাঁশকুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার সারেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। দেবের এই প্রচার ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি উপেক্ষা করে অভিনেতা দেবকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড়। আর সাধারণ মানুষের বিরুদ্ধে মঞ্চ থেকে দেব সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান, বৃষ্টিতে ভিজে আমাকে দেখার জন্য নিজেদের শরীর খারাপ করবেন না।’ সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে তিনি আরও বলেন। তিনি ভাল ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে চান। সাধারণ মানুষকে ভাবতে হবে আগামী প্রজন্ম কেমন রাজনীতিবিদ কে চায়!

সৈকত শী

Lok Sabha Elections 2024: মন রাখলেন ভক্তদের! কীর্তির প্রচারে শেষবেলায় ঝড় তুললেন আরও এক তারকা প্রার্থী

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : প্রচার শেষ হওয়ার আগে হাতে আর মাত্র একটা দিন। জমজমাট প্রচার চলছে জেলা জুড়ে। আর শেষ বেলার সেই প্রচারে দুর্গাপুরে চমক দিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। কীর্তি আজাদের সমর্থনে মেগা রোড শো করলেন তৃণমূলের আরও এক তারকা প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব। তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে কীর্তি আজাদের সমর্থনে ২ কিলোমিটার রোড শো করেছেন তিনি।

এদিন, দুর্গাপুরের স্টিল টাউনশিপের নিউটন জেসি বোস রোড থেকে শুরু হয় কীর্তি আজাদের সমর্থনে এই রোড শো। হুডখোলা গাড়িতে চেপে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছেন এই টলিউড তারকা। সঙ্গে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো নেতারা। স্টিল টাউনশিপ থেকে শুরু হওয়া এই রোড শো শেষ হয় রঘুনাথপুর সম্মিলনী ময়দানে।

আরও পড়ুন: আসছে পশ্চিমী ঝঞ্ঝা…! বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য! ২ রাজ্যে হিটওয়েভ অ্যালার্ট! কী হবে বাংলায়? আইএমডি-র বিরাট সতর্কতা

আর এই দুই কিলোমিটার রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় দেখা গিয়েছে। পাশাপাশি দেবকে দেখতে তার ভক্তদের ভিড়ও উপচে পড়েছিল। উল্লেখ্য, দেবের এই রোড শো কর্মসূচি ছিল গত বৃহস্পতিবার বিকেলে। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকেই জেলার আকাশ জুড়ে দেখা যায় কালো মেঘের ঘনঘটা। তুমুল বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। যার ফলে তৃণমূলের এই কর্মসূচি বাতিল হয়ে যায়।

কিন্তু দেবকে দেখতে সেখানে ঘণ্টা দুই-তিনেক আগে থেকেই তাঁর ভক্তরা অপেক্ষা করছিলেন। অপেক্ষা ছিলেন দলের কর্মী সমর্থকরা। তাই বৃহস্পতিবারের কর্মসূচি বাতিল হলেও শুক্রবার সেই কর্মসূচি পুনরায় রাখা হয়।। আর সেই কর্মসূচি অনুযায়ী এদিন দুর্গাপুরে কীর্তি আজাদের সমর্থনে মেগা রোড শো করেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব।

নয়ন ঘোষ

Dev Vs Hiran: ১০ দিনের মধ্যে খুন হবে কেশপুরে! হঠাৎ আশঙ্কাপ্রকাশ দেবের, কারা করছে ষড়যন্ত্র? নিশানায় কে?

দক্ষিণবঙ্গ: আগামী ১০ থেকে ২০ মে’র মধ্যে একটা খুন হবে কেশপুরে৷ সম্প্রতি কেশপুরে একটি কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের তারকা তৃণমূলপ্রার্থী দেব৷ সংবাদমাধ্যমের সামনে দেব দাবি করেছেন, বিজেপি প্রার্থী ও বিজেপি দল একটা ষড়যন্ত্র করে তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করতে চাইছে! এ বিষয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আগাম আর্জিও জানিয়েছেন তারকা প্রার্থী৷

কেশপুরের মাটিতে দাঁড়িয়ে দেব বলেন, ‘‘আমাদের কাছে যা খবর এসেছে, এখনও পর্যন্ত বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রয়েছে, আমাদের কাছে খবর রয়েছে কেশপুরে তারা কোনও একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে।’’

দেবের দাবি, ‘‘ওরা বুঝতে পেরেই গেছে যে জেতার আর কোন রাস্তা নেই। এরকম কথাবার্তা না বলে, এই যে মৃত্যুর রাজনীতি ওরা শুরু করতে চলেছে ১০ থেকে ২০ তারিখের মধ্যে। বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী ও দলের। আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে।’’

দেব জানান, তিনি গত ১০ বছর ধরে কেশপুর শান্ত রাখার চেষ্টা করছেন৷ কিন্তু, জেতার জন্য বিজেপি প্রার্থী ও বিজেপি দল যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করছে, সেইজন্যে তিনি আগাম জানিয়ে রাখতে চান চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টি তো এল…কিন্তু এর পর! থাকবে জলঝড় না ফিরবে গরম? জেনে নিন এ সপ্তাহের সম্পূর্ণ ওয়েদার আপডেট

এরপরেই দেবের বিস্ফোরক মন্তব্য, ‘‘হিরণ পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এইসব না বললে ওতো হেডলাইনে আসবে না। হিরণ তো নিজের একটা কাজের কথাও তো বলছেন না৷ ওঁর দল দশ বছরে কী করেছে, উনি নিজে কী করেছেন, উনি তিন বছরের বিধায়ক এবং কাউন্সিলর দুটো পদই তো নিয়ে আছেন। এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা ভাল, সেটা আমি বলব না যে ভুল স্বপ্ন দেখছে। মানুষের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। কিন্তু কিন্তু স্বপ্নকে সত্যি করার জন্য রাত্রে যা ভাববে সকালে যা পারবে বলবে তোমরা সেটাকে হেডলাইন করবে..’’

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে দেবের যোগ থাকার অভিযোগ করে একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে ঘআটালের বিজেপি প্রার্থী হিরণকে৷ এদিন সেই প্রসঙ্গে দেব বলেন, ‘‘এখনও তো একটাও কিছু প্রমাণ দিতে পারল না গত ২ বছর ধরে এত কিছু বলে যাচ্ছে। মিডিয়াকে বলব তোমরা ভুলভাল এই খবরগুলোকে তোমরা হেড লাইনে দিচ্ছ এইজন্য ও সাহসটা পাচ্ছে। আসলে মানুষ ওর সঙ্গে নেই ,মানুষ কেন ওর নিজের দলই ওর সঙ্গে নেই। যে কথাগুলি ও বলছে একটাও তার দলের কোনও নেতা ওই কথা বলছে না। একজন বিধায়ক আছে সেও কোনদিন আমার কথা বলেছে না। ওদের জেলা সভাপতি রয়েছে সেও কি আমাকে নিয়ে কিছু বলছে? কেউ কিছু বলছে না বিজেপির। ওই একটাই ছেলে জেতার জন্য মরিয়া হয়ে যা পারছে বলছে ওকে আমার শুভেচ্ছা রইল।’’

আরও পড়ুন: ‘মাত্র ২০০০ টাকায় বিক্রি করেছে…,’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, যা বললেন

আজ দেব কেশপুরে একাধিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন। পাশাপাশি, অডিও ভাইরাল প্রসঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘‘এইসব কাজ একটা লোকই করছে সে চায় না যে আমি জিতি। সেই জন্য সে সব রকম ভাবে চেষ্টা করছে দলের ক্ষতি করার জন্য।’’

রঞ্জন চন্দ

Dev Interview: রচনা-লকেট, দুই অভিনেত্রীর ‘টাফ ফাইট’! হুগলির ‘ভবিষ্যৎ’ নিয়ে কী জানালেন দেব?

লোকসভা নির্বাচনের দামামা বাজার কিছুদিন আগেই শোরগোল পড়েছিল রাজনীতি থেকে বিদায় নিতে চলেছেন দেব। ঘাটালের তৃণমূল সাংসদ দেব যদি রাজনীতিতেই না থাকেন আর তাহলে ঘাটাল মাস্টারপ্ল্যানের ভবিষ্যৎ কী? রাজনীতি থেকে বিদায় না নিয়ে ফের একবার ভোটের ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। নিউজ ১৮ বাংলার এক্সক্লুসিভ ইন্টারভিউতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা-রাজনীতি নিয়ে মুখ খুললেন অভিনেতা-রাজনীতিক দেব।

Exclusive Interview Dev: রাজনীতি ছাড়ার কথা বলেও ফের প্রার্থীপদে কেন…? ‘কামব্যাক’-এর আসল রহস্য ফাঁস করে দিলেন দেব

কলকাতা: “কুকথার রাজনীতিতে বিশ্বাসী নই।” সোচ্চার গলায় ‘বাংলার রাজনীতিকদের’ সৌজন্যের পাঠ পড়াতে চান তারকা অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বার্তা দিয়েও আজ কেন তিনি ফের লড়াইয়ের ময়দানে? নিউজ 18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্পষ্ট করলেন দেব। জানিয়ে দিলেন আসল কারণ।

রাজনীতির ময়দানের ভাল-মন্দ, ওঠা-পড়া অকপট শেয়ার করা লোকসভা প্রার্থী এদিন সাফ জানালেন, দলের মধ্যেও শত্রুতার সম্মুখীন হতে হয়। কী ভাবে? তাও স্পষ্ট বুঝিয়ে দিলেন ব্যাখ্যা করে।

লোকসভা ভোটের প্রচারে বারবারই জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে নজর কেড়েছেন তারকা-সাংসদ দেব। ভোট প্রচারের অবসরে ক্লান্ত শরীরে সুপারস্টার অভিনেতাকে কখনও দেখা গিয়েছে দলীয় কর্মীর বাড়িতে কাগজের কাপ হাতে চায়ে চুমুক দিতে। আবার কখনও উঠে এসেছেন নেটপাড়ার চর্চার শিরোনামে। কোনওরকম তারকাসুলভ হাবভাব নেই, বরং একেবারে সাদামাটাভাবেই ঘাটালে প্রচার চালাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বয়’ দেব অর্থাৎ দীপক অধিকারী।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটেছে। এবার জিতলে তিনি যে ঘাটালের সাংসদ হিসেবে হ্যাটট্রিক করবেন, সেই আশাতেই বুক বাঁধছেন দেব অনুরাগীরা। এহেন দেব এবার নিউজ 18 বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে দলীয় কেমিস্ট্রি একের পর এক চোখা চোখা প্রশ্নের সোজা সাপ্টা দিলেন উত্তর।

চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’ বারের তারকা সাংসদ আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে একান্ত সাক্ষাৎকারেও। কোনওরকম চাপ বা উত্তেজনা নেই, বরং ঘাটালের পিচে স্টেডি ব্যাটিং-এই ভরসা রাখছেন রাজনীতির তারকা প্রার্থী।

Dev Exclusive Interview: ‘নিজের দলেও শত্রু থাকতে পারে…’, কেন বললেন? একান্ত সাক্ষাৎকারে অকপট দেব!

কলকাতা: জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে প্রচারের ময়দানে বারবারই নজর কেড়েছেন তারকা সাংসদ দেব। ভোট প্রচারের অবসরে ক্লান্ত শরীরে সুপারস্টার অভিনেতাকে কখনও দেখা গিয়েছে দলীয় কর্মীর বাড়িতে কাগজের কাপ হাতে চায়ে চুমুক দিতে। আবার কখনও উঠে এসেছেন নেটপাড়ার চর্চার শিরোনামে। কোনওরকম তারকাসুলভ হাবভাব নেই, বরং একেবারে সাদামাটাভাবেই ঘাটালে প্রচার চালাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বয়’ দেব অর্থাৎ দীপক অধিকারী। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটেছে। এবার জিতলে তিনি যে ঘাটালের সাংসদ হিসেবে হ্যাটট্রিক করবেন, সেই আশাতেই বুক বাঁধছেন দেব অনুরাগীরা। এহেন দেব এবার নিউজ 18 বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে দলীয় কেমিস্ট্রি একের পর এক চোখা চোখা প্রশ্নের সোজা সাপ্টা উত্তর দিলেন তৃণমূলের তারকা প্রার্থী। চলুন শুনে নেওয়া যাক কী বললেন তিনি।

Dev (Deepak Adhikari) Money: কব্জির ঘড়ির দামই ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকা…! অভিনেতা-সাংসদ দেবের সম্পত্তির পরিমাণ কত জানেন? চমকে দেবে হলফনামার হিসেব

পশ্চিম মেদিনীপুর:দেব, ওরফে দীপক অধিকারী। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল থেকে নির্বাচিত দুবারের সাংসদ তিনি। সুপারস্টার অভিনেতা, যুব প্রজন্মের হার্টথ্রব, টলিউড খ্যাত নায়ক। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিরণের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেব।
পশ্চিম মেদিনীপুর:দেব, ওরফে দীপক অধিকারী। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল থেকে নির্বাচিত দুবারের সাংসদ তিনি। সুপারস্টার অভিনেতা, যুব প্রজন্মের হার্টথ্রব, টলিউড খ্যাত নায়ক। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিরণের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেব।
বৃহস্পতিবার মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন তিনি। তবে জানেন কি কেশপুরের এই ছেলের, কত সম্পত্তি রয়েছে? কত বাড়ি, কটা গাড়ি রয়েছে তাঁর? তবে একনজরে দেখে নিন দেবের সম্পত্তির পরিমাণ।
বৃহস্পতিবার মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন তিনি। তবে জানেন কি কেশপুরের এই ছেলের, কত সম্পত্তি রয়েছে? কত বাড়ি, কটা গাড়ি রয়েছে তাঁর? তবে একনজরে দেখে নিন দেবের সম্পত্তির পরিমাণ।
দীপক অধিকারী বা দেব টলিউড জগতের এক বিখ্যাত মানুষ। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ। তাঁর মুখে সব সময় অহিংসার বাণী। পাঁচ বছর আগে দেবের সঞ্চয় এবং পাঁচ বছর পর তাঁর সঞ্চয়ই বা কত?
দীপক অধিকারী বা দেব টলিউড জগতের এক বিখ্যাত মানুষ। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ। তাঁর মুখে সব সময় অহিংসার বাণী। পাঁচ বছর আগে দেবের সঞ্চয় এবং পাঁচ বছর পর তাঁর সঞ্চয়ই বা কত?
দীপক অধিকারী বা দেব টলিউড জগতের এক বিখ্যাত মানুষ। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ। তাঁর মুখে সব সময় অহিংসার বাণী। পাঁচ বছর আগে দেবের সঞ্চয় এবং পাঁচ বছর পর তাঁর সঞ্চয়ই বা কত?
দীপক অধিকারী বা দেব টলিউড জগতের এক বিখ্যাত মানুষ। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ। তাঁর মুখে সব সময় অহিংসার বাণী। পাঁচ বছর আগে দেবের সঞ্চয় এবং পাঁচ বছর পর তাঁর সঞ্চয়ই বা কত?
নির্বাচনী হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ নেই। জানা গিয়েছে, প্রার্থীর হাতে রয়েছে ২৬ হাজার ৭৫৮ টাকা। যদিও ব্যাঙ্কে তাঁর টাকার পরিমান বেশ ভালই।
নির্বাচনী হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ নেই। জানা গিয়েছে, প্রার্থীর হাতে রয়েছে ২৬ হাজার ৭৫৮ টাকা। যদিও ব্যাঙ্কে তাঁর টাকার পরিমান বেশ ভালই।
বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর অর্থের পরিমাণ ১০ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা। দেবের নামে ফিক্সড ডিপোজিট রয়েছে ৯ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে রয়েছে ২ কোটি ১৫ লক্ষ ১ হাজার ৭৬৫ টাকা। সাম অ্যাসিওর ইনভেস্টমেন্টে দেবের রয়েছে ১ কোটি ২২ লক্ষ টাকা। এছাড়াও লোন রয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা।
বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর অর্থের পরিমাণ ১০ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা। দেবের নামে ফিক্সড ডিপোজিট রয়েছে ৯ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে রয়েছে ২ কোটি ১৫ লক্ষ ১ হাজার ৭৬৫ টাকা। সাম অ্যাসিওর ইনভেস্টমেন্টে দেবের রয়েছে ১ কোটি ২২ লক্ষ টাকা। এছাড়াও লোন রয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা।
এছাড়াও অভিনেতা দেবের রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িও। যার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। শুধু তাই নয় রয়েছে ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকার গয়নাও। এছাড়াও পছন্দের দামি ঘড়ি ব্যবহার করেন অভিনেতা। যার মূল্য ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকা। এছাড়াও সব মিলিয়ে সম্পত্তির মূল্য ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকা।
এছাড়াও অভিনেতা দেবের রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িও। যার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। শুধু তাই নয় রয়েছে ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকার গয়নাও। এছাড়াও পছন্দের দামি ঘড়ি ব্যবহার করেন অভিনেতা। যার মূল্য ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকা। এছাড়াও সব মিলিয়ে সম্পত্তির মূল্য ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকা।
তবে অভিনেতা প্রার্থী দেবের নামে নেই কোনও চাষযোগ্য জমিজমা। তবে দেবের কলকাতায় রয়েছে একাধিক ফ্ল্যাট। কলকাতায় তাঁর বেশ কয়েকটি বাড়ির উল্লেখ রয়েছে হলফনামাতে। যার সর্বমোট বাজারমূল্য ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা।
তবে অভিনেতা প্রার্থী দেবের নামে নেই কোনও চাষযোগ্য জমিজমা। তবে দেবের কলকাতায় রয়েছে একাধিক ফ্ল্যাট। কলকাতায় তাঁর বেশ কয়েকটি বাড়ির উল্লেখ রয়েছে হলফনামাতে। যার সর্বমোট বাজারমূল্য ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা।
এছাড়াও গাড়ির ঋণ রয়েছে ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭ টাকা। গাড়ি ঋণ ছাড়াও তারকা সাংসদের সর্বমোট ঋণ রয়েছে ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা। দুবারের পর তৃতীয়বার দেবের উপর ভরসা রেখেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল দল।
এছাড়াও গাড়ির ঋণ রয়েছে ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭ টাকা। গাড়ি ঋণ ছাড়াও তারকা সাংসদের সর্বমোট ঋণ রয়েছে ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা। দুবারের পর তৃতীয়বার দেবের উপর ভরসা রেখেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল দল।
যদিও এবারে দেবের বিপক্ষ প্রার্থী টলিউডের আরেক অভিনেতা-নেতা হিরণ। রাজনীতির পূর্বাভাস বলছে জোর টক্কর হবে হবে এবারের লোকসভা নির্বাচনের ঘাটাল লোকসভা কেন্দ্রে। কে জিতবে তা সময়ের অপেক্ষা।রঞ্জন চন্দ
যদিও এবারে দেবের বিপক্ষ প্রার্থী টলিউডের আরেক অভিনেতা-নেতা হিরণ। রাজনীতির পূর্বাভাস বলছে জোর টক্কর হবে হবে এবারের লোকসভা নির্বাচনের ঘাটাল লোকসভা কেন্দ্রে। কে জিতবে তা সময়ের অপেক্ষা।
রঞ্জন চন্দ