শর্টস পরে স্কুলে আসায় ঢুকতে বাধা(Photo: Men Media)

Teacher Stopped For Wearing Short Cloth: ছোট জামা পরায় বিদ্যালয়ে ঢুকতে বাধা, কতৃপক্ষ থেকে জারি করা হল বিশেষ নোটিশ

ম্য়ানচেস্টার: স্কুলে ইউনিফর্ম পড়ে যাওয়াই দস্তুর৷ কিন্তু তেরো বছরের বাচ্চার তাতে ঘোর আপত্তি৷ তার দাবি গরমে এই পোশাক মোটেও পরা যায় না৷ সেই জন্যই খোদ স্কুল কতৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন, সে ছোট হাফ প্যান্ট পরে স্কুলে যাবে৷

স্বাভাবিক ভাবেই বিদ্যালয় কতৃপক্ষ এই আবেদনে কর্ণপাত করেননি৷ আর তাতেই বেজায় চটেছে এক রত্তি ছেলেটা৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনের মুখোমুখি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু! অল্পের জন্য রক্ষা, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

ঘটনাটি ঘটেছে, ম্যানচেস্টারে মার্পেল হল নামক স্কুলে৷ জুন মাসে প্রচন্ড গরম পড়ে৷ সেই কারণে স্কুল কতৃপক্ষ, ছাত্রীদের জন্য পোশাক পরিবর্তনের একটা সার্কুলেশন জারি করেছিল৷ কিন্তু ছাত্রদের পোশাক পরিবর্তনের কোনও ধরনের সার্কুলেশন দেওয়া হয়নি৷

আরও পড়ুন: সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে জানেন? মিশর নয় কিন্তু, ৯৯ শতাংশ লোকই জানে না, গ্যারেন্টি

গরমের কারণে ছেলেটি হাফপ্যান্ট পরে এসেছিল৷ কিন্তু স্কুল থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷ আরও একবার ব্লেজার ছাড়া এসেছিলেন৷ কিন্তু তখনও তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷

তখনই সে রেগেমেগে ছাত্রীদের স্কার্ট পরে স্কুলে যায়৷ তার মনে হয়েছে গরমে এই পোশাকই উপযুক্ত৷ যেহেতু ছেলেটি স্কুল-পোশাকে ছিল তাই কতৃপক্ষও ছেলেটিকে বিদ্যালয়ে প্রবেশ করতে দিতে বাধ্য হয়৷

তবে পরে স্কুল কতৃপক্ষ আরও এক নোটিশে জানায়, এই গরমে যাতে কারওর কষ্ট না হয়, সেই বিষয়টি তারা দেখবেন৷ তবে কেউ শর্টস পরে বা ইউনিফর্মের বাইরে কিছু পরে আসতে পারবেন না৷