২০২৫ আইপিএলে তা হলে সব থেকে বড় চমকে দেবে কেকেআর! কারণ, ইতিমধ্যে গৌতম গম্ভীরের বদলে বড় তারকাদের মেন্টর হিসেবে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কেকেআর কথা বলছে ‘এই’ তারকার সঙ্গে! গম্ভীরের বদলে আসছে কে? এবার বিরাট চমক

গম্ভীরের পর কেকেআরে কে হবে পরবর্তী মেন্টর! এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন। বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এরই মধ্যে বেশ কিছু নাম প্রকাশ্যে এসেছে, যাঁদের সঙ্গে কেকেআর কর্তারা কথাবার্তা এগিয়েছেন।
গম্ভীরের পর কেকেআরে কে হবে পরবর্তী মেন্টর! এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন। বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এরই মধ্যে বেশ কিছু নাম প্রকাশ্যে এসেছে, যাঁদের সঙ্গে কেকেআর কর্তারা কথাবার্তা এগিয়েছেন।
কেকেআর চারজনের সঙ্গে কথা বলছে। তার মধ্য়ে তিন জন বিদেশি। আর তিনজনই ক্রিকেটের কিংবদন্তি। তবে এই তালিকার চার নম্বরে রয়েছেন একজন ভারতীয় তারকা। তিনি গম্ভীরের জায়গায় কেকেআরে এলে থাকবে বিরাট চমক।
কেকেআর চারজনের সঙ্গে কথা বলছে। তার মধ্য়ে তিন জন বিদেশি। আর তিনজনই ক্রিকেটের কিংবদন্তি। তবে এই তালিকার চার নম্বরে রয়েছেন একজন ভারতীয় তারকা। তিনি গম্ভীরের জায়গায় কেকেআরে এলে থাকবে বিরাট চমক।
কেকেআরের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং। অতীতে রিকি পন্টিং কেকেআরের খেলেছিলেন। মেন্টার হিসেবে পন্টিং বড় নাম হতে চলেছে। সেই কারণে তাঁকেই চাইছেন শাহরুখ খানের দল। তবে দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন জ্যাক কালিসও।
কেকেআরের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং। অতীতে রিকি পন্টিং কেকেআরের খেলেছিলেন। মেন্টার হিসেবে পন্টিং বড় নাম হতে চলেছে। সেই কারণে তাঁকেই চাইছেন শাহরুখ খানের দল। তবে দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন জ্যাক কালিসও।
কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান পন্ডিত। মেন্টার ছাড়াও ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচের সন্ধানে কেকেআর। সেই নিয়েও কথাবার্তা চলছে। মেন্টরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর বাকি নাম গুলো ঘোষণা হওয়ার সম্ভাবনা।
কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান পন্ডিত। মেন্টার ছাড়াও ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচের সন্ধানে কেকেআর। সেই নিয়েও কথাবার্তা চলছে। মেন্টরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর বাকি নাম গুলো ঘোষণা হওয়ার সম্ভাবনা।
কেকেআরের পছন্দের তালিকায় রয়েছে আরও ২টি বড় নাম। জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকরা। অতীতে কালিস ক্রিকেটার থাকার পরে মেন্টর বা কোচ হিসেবে কাজ করেছেন নাইট রাইডার্সে। ফলে এবার তাঁর পাল্লা কিছুটা হলেও ভারী।
কেকেআরের পছন্দের তালিকায় রয়েছে আরও ২টি বড় নাম। জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকরা। অতীতে কালিস ক্রিকেটার থাকার পরে মেন্টর বা কোচ হিসেবে কাজ করেছেন নাইট রাইডার্সে। ফলে এবার তাঁর পাল্লা কিছুটা হলেও ভারী।
এদিকে আশীষ নেহেরার সঙ্গেও কথা বলেছে কেকেআর। খবর এমনই। জানা যায়, একটা সময় ভারতীয় দলের কোচ হিসেবে তাঁকে ভাবতে শুরু করেছিল বিসিসিআই। তবে নেহেরা নাকি আগ্রহই দেখাননি।
এদিকে আশীষ নেহেরার সঙ্গেও কথা বলেছে কেকেআর। খবর এমনই। জানা যায়, একটা সময় ভারতীয় দলের কোচ হিসেবে তাঁকে ভাবতে শুরু করেছিল বিসিসিআই। তবে নেহেরা নাকি আগ্রহই দেখাননি।
কেকেআর মেন্টর হিসেবে গম্ভীরের বদলে নেহেরা এলে বড় চমক হতে পারে। কারণ গুজরাতে কিন্তু নেহেরা বেশ সফল।
কেকেআর মেন্টর হিসেবে গম্ভীরের বদলে নেহেরা এলে বড় চমক হতে পারে। কারণ গুজরাতে কিন্তু নেহেরা বেশ সফল।