পলিগ্রাফ টেস্টে কী প্রশ্ন করা হয় সঞ্জয়কে?

Sanjay Roy’s Polygraph test: পলিগ্রাফ টেস্টে কী প্রশ্ন করা হয় সঞ্জয়কে? RG Kar মামলার সুপ্রিম শুনানির আগেই ফাঁস

আগামিকাল অর্থাৎ ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে আরজি কর নিয়ে স্বতোঃপ্রণোদিত মামলার শুনানি। তার আগে রবিবার রাতে অনুষ্ঠিত হবে রাতদখল কর্মসূচি।
আগামিকাল অর্থাৎ ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে আরজি কর নিয়ে স্বতোঃপ্রণোদিত মামলার শুনানি। তার আগে রবিবার রাতে অনুষ্ঠিত হবে রাতদখল কর্মসূচি।
আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলা নিয়ে সঞ্জয় রায়কে শুধু গ্রেফতার করেছিল পুলিশ। পরে সিবিআইয়ের হাতে তদন্তভার চলে গেলেও আর কেউ গ্রেফতার হয়নি, এর মধ্যে ২৫ অগাস্ট পলিগ্রাফ টেস্ট করা হয় সঞ্জয়ের। পলিগ্রাফ টেস্টের উত্তরের উপর তদন্তের গতিপ্রকৃতি বেশ কিছুটা নির্ভর করত বলে মনে করা হচ্ছিল।
আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলা নিয়ে সঞ্জয় রায়কে শুধু গ্রেফতার করেছিল পুলিশ। পরে সিবিআইয়ের হাতে তদন্তভার চলে গেলেও আর কেউ গ্রেফতার হয়নি, এর মধ্যে ২৫ অগাস্ট পলিগ্রাফ টেস্ট করা হয় সঞ্জয়ের। পলিগ্রাফ টেস্টের উত্তরের উপর তদন্তের গতিপ্রকৃতি বেশ কিছুটা নির্ভর করত বলে মনে করা হচ্ছিল।
সংবাদমাধ্যম টাইমস নাওতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোট ২২টি প্রশ্ন করা হয়েছিল সঞ্জয়কে। ‍১. জন্মের তারিখ বলো ২. নিজের নাম এবং কোথায় জন্ম বলো ৩. সিভিক ভলান্টিয়ার হিসাবে কবে কাজে যোগ দিয়েছিলে? ৪. সিভিক ভলান্টিয়ারের হিসাবে কাজ শুরু করার আগে কী করতে?
সংবাদমাধ্যম টাইমস নাওতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোট ২২টি প্রশ্ন করা হয়েছিল সঞ্জয়কে।
‍১. জন্মের তারিখ বলো
২. নিজের নাম এবং কোথায় জন্ম বলো
৩. সিভিক ভলান্টিয়ার হিসাবে কবে কাজে যোগ দিয়েছিলে?
৪. সিভিক ভলান্টিয়ারের হিসাবে কাজ শুরু করার আগে কী করতে?
৫. এটা কি সত্যি তুমি বিপর্যয় মোকাবিলা দলে যোগ না দিয়ে কলকাতা পুলিশে যোগ দিয়েছিলেন?৬. পরিবারের সবাই কেমন আছেন? ৭. পড়াশোনা কত দূর? ৮. তদন্তে জানা গিয়েছে আরজি করে ভর্তি রোগীদের পরিবারের থেকে তুমি টাকা আদায় করতে, এটা সত্যি?
৫. এটা কি সত্যি তুমি বিপর্যয় মোকাবিলা দলে যোগ না দিয়ে কলকাতা পুলিশে যোগ দিয়েছিলেন?
৬. পরিবারের সবাই কেমন আছেন?
৭. পড়াশোনা কত দূর?
৮. তদন্তে জানা গিয়েছে আরজি করে ভর্তি রোগীদের পরিবারের থেকে তুমি টাকা আদায় করতে, এটা সত্যি?
৯. তুমি কি সত্যিই অপরাধ করেছ?১০. কবে কলকাতা পুলিশ তোমায় গ্রেফতার করেছে? ১১. ১০ অগাস্টের সকালে তুমি কোথায় ছিলে? ১২. ৮ অগাস্ট তুমি সারাদিন কী করছিলে? ১৩. সিসিটিভি ফুটেজ বলছে তুমি ৮ অগাস্ট রাত ১১টায় হাসপাতালে ঢুকেছিলে, এটা কি সত্যি?
৯. তুমি কি সত্যিই অপরাধ করেছ?
১০. কবে কলকাতা পুলিশ তোমায় গ্রেফতার করেছে?
১১. ১০ অগাস্টের সকালে তুমি কোথায় ছিলে?
১২. ৮ অগাস্ট তুমি সারাদিন কী করছিলে?
১৩. সিসিটিভি ফুটেজ বলছে তুমি ৮ অগাস্ট রাত ১১টায় হাসপাতালে ঢুকেছিলে, এটা কি সত্যি?
১৪. কেন ৩০ মিনিটের মধ্যে তুমি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলে বলতে পারবে?১৫. তুমি ৪ ঘণ্টা পরেই আবার ফিরে এসেছিলে, কোথায় গিয়েছিলে? ১৬. একজন সাক্ষী আমাদের বলেছেন তুমি স্থানীয় একটা দোকানে গিয়ে মদ খেয়েছিলে, এটা সত্যি? ১৭. বিকাল ৪টের আগে হাসপাতালে গিয়েছিলে কেন? ১৮. কেন তুমি সেমিনার হলে গিয়েছিলে এবং পুলিশ ব্যারাকে ফিরে এসে শুয়ে পড়েছিলে?
১৪. কেন ৩০ মিনিটের মধ্যে তুমি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলে বলতে পারবে?
১৫. তুমি ৪ ঘণ্টা পরেই আবার ফিরে এসেছিলে, কোথায় গিয়েছিলে?
১৬. একজন সাক্ষী আমাদের বলেছেন তুমি স্থানীয় একটা দোকানে গিয়ে মদ খেয়েছিলে, এটা সত্যি?
১৭. বিকাল ৪টের আগে হাসপাতালে গিয়েছিলে কেন?
১৮. কেন তুমি সেমিনার হলে গিয়েছিলে এবং পুলিশ ব্যারাকে ফিরে এসে শুয়ে পড়েছিলে?
১৯. তোমার কি মনে হয় এই ঘটনায় অন্য কেউ জড়িত?২০. তোমায় কি অপরাধ স্বীকার করতে কেউ চাপ দিচ্ছে? হ্যাঁ বা না? ২১. আমরা শুনেছি পুলিশ এবং হাসপাতালের কর্তারা তোমায় হাসপাতালের যেখানে সেখানে ঢুকতে দিতেন, এটা কি সত্যি? ২২. কেউ কি অপরাধ স্বীকার করতে তোমায় হুমকি দিচ্ছে?
১৯. তোমার কি মনে হয় এই ঘটনায় অন্য কেউ জড়িত?
২০. তোমায় কি অপরাধ স্বীকার করতে কেউ চাপ দিচ্ছে? হ্যাঁ বা না?
২১. আমরা শুনেছি পুলিশ এবং হাসপাতালের কর্তারা তোমায় হাসপাতালের যেখানে সেখানে ঢুকতে দিতেন, এটা কি সত্যি?
২২. কেউ কি অপরাধ স্বীকার করতে তোমায় হুমকি দিচ্ছে?