মদ্যপান- সুস্থ থাকতে মদ্যপান ত্যাগ করতেই হবে। কারণ মদ্যপান হাড়ের ক্যালসিয়াম শোষণের ক্ষমতা ধ্বংস করে দেয়। কারণ মদ্যপান শরীরের হাড় দুর্বল করে দেয়, তাই হাড় সুস্থ রাখতে মদ্যপান ছাড়তে হবেই।

মদ খেলে মানুষ কি সব সত্যি কথা বলে? এতদিনে জানা গেল আসল সত্যি, জেনে রাখুন

রোমান বিজ্ঞানী, ইতিহাসবিদ প্লিনি দ্য এল্ডার বলেছিলেন, মদের মধ্যেই সত্যি লুকিয়ে থাকে। তার মানে কি, সত্যিই মানুষ মদ্যপান করলেই সব সত্যি কথা বলে? মদ্যপানের পর বন্ধু কি তাঁর আরেক বন্ধুকে সব সত্যি বলে! মদ্যপানের পর স্বামী কি স্ত্রীকে যা বলেন সব সত্যি!
রোমান বিজ্ঞানী, ইতিহাসবিদ প্লিনি দ্য এল্ডার বলেছিলেন, মদের মধ্যেই সত্যি লুকিয়ে থাকে। তার মানে কি, সত্যিই মানুষ মদ্যপান করলেই সব সত্যি কথা বলে? মদ্যপানের পর বন্ধু কি তাঁর আরেক বন্ধুকে সব সত্যি বলে! মদ্যপানের পর স্বামী কি স্ত্রীকে যা বলেন সব সত্যি!
মানুষ মদ্যপান করলে তো অনেক সময় হিংস্র হয়ে ওঠে। ঝামেলা পাকায়। কিন্তু মদ্যপানের পর কি মানুষের অন্তর থেকে ছলনা চলে যায়! মদ্যপ মানুষ যা যা বলে, সবই কি সত্যি!
মানুষ মদ্যপান করলে তো অনেক সময় হিংস্র হয়ে ওঠে। ঝামেলা পাকায়। কিন্তু মদ্যপানের পর কি মানুষের অন্তর থেকে ছলনা চলে যায়! মদ্যপ মানুষ যা যা বলে, সবই কি সত্যি!
ন্যাশনাল ইনস্টিটিউটের এপিডেমিওলজি এবং বায়োমেট্রি শাখার প্রধান অ্যারন হোয়াইট এবার যা জানালেন তাতে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। তিনি একের পর এক উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন।
ন্যাশনাল ইনস্টিটিউটের এপিডেমিওলজি এবং বায়োমেট্রি শাখার প্রধান অ্যারন হোয়াইট এবার যা জানালেন তাতে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। তিনি একের পর এক উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন।
হোয়াইট বলেছেন, ধরুন আপনার এক বন্ধু মদ্যপ অবস্থায় বলল, আগামীকালই চাকরিটা ছেড়ে দেব। অথবা ২-৪ পেগ নেওয়ার পর সে আচমকা বলে ফেলল, আর এই শহরে থাকব না। সামনের সপ্তাহে শহর ছাড়ব। এসব ক্ষেত্রে সেই বন্ধু যে সব সত্যি বলছে তা নয়।
হোয়াইট বলেছেন, ধরুন আপনার এক বন্ধু মদ্যপ অবস্থায় বলল, আগামীকালই চাকরিটা ছেড়ে দেব। অথবা ২-৪ পেগ নেওয়ার পর সে আচমকা বলে ফেলল, আর এই শহরে থাকব না। সামনের সপ্তাহে শহর ছাড়ব। এসব ক্ষেত্রে সেই বন্ধু যে সব সত্যি বলছে তা নয়।
হোয়াইট বলেছেন, মদ্যপ অবস্থায় মানুষ সেটাই বলে যা ওই সময় তাঁর মনের ভিতর চলছে। অর্থাৎ, আপনার বন্ধু চাকরিটা ছাড়তে চাইছেন। ওই সময় তাঁর মনের ভিতর সেটাই চলছে, তাই তিনি চাকরি ছাড়ার কথাই বলবেন।
হোয়াইট বলেছেন, মদ্যপ অবস্থায় মানুষ সেটাই বলে যা ওই সময় তাঁর মনের ভিতর চলছে। অর্থাৎ, আপনার বন্ধু চাকরিটা ছাড়তে চাইছেন। ওই সময় তাঁর মনের ভিতর সেটাই চলছে, তাই তিনি চাকরি ছাড়ার কথাই বলবেন।
হোয়াইট আরও বলেন, মদ্যপ অবস্থায় মানুষ অনেক বেশি সোচ্চার হতে পারে। ফলে মদ্যপ মানুষ ঝামেলায় জড়ায় বেশি। অনেক সময় কারও উপর ক্ষোভ থাকলে মদ্যপ অবস্থায় আপনি তা উগড়ে দিতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তির সামনে। তাতে ঝামেলার সম্ভাবনা বাড়ে।
হোয়াইট আরও বলেন, মদ্যপ অবস্থায় মানুষ অনেক বেশি সোচ্চার হতে পারে। ফলে মদ্যপ মানুষ ঝামেলায় জড়ায় বেশি। অনেক সময় কারও উপর ক্ষোভ থাকলে মদ্যপ অবস্থায় আপনি তা উগড়ে দিতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তির সামনে। তাতে ঝামেলার সম্ভাবনা বাড়ে।
পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক মাইকেল সায়েটের দাবি, মদ্যপানের ফলে আবেগ তীব্র হতে পারে। তখন মানুষ বেশি কথা বলতে চায়। এমনকী অনেক সময় খুব দ্রুত কথা বলতে থাকে। একজন শান্ত ব্যক্তিও মদ্যপ অবস্থায় প্রচুর কথা বলতে পারে।
পিটাসবার্গ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক মাইকেল সায়েটের দাবি, মদ্যপানের ফলে আবেগ তীব্র হতে পারে। তখন মানুষ বেশি কথা বলতে চায়। এমনকী অনেক সময় খুব দ্রুত কথা বলতে থাকে। একজন শান্ত ব্যক্তিও মদ্যপ অবস্থায় প্রচুর কথা বলতে পারে।