Tag Archives: Alcohol

পাতিয়ালা পেগ! ৬০ নয়, ১২০ এমএল মদ একেবারে! কেন এমন নাম হল জানেন?

যাঁরা মদ্যপান করেন, তাঁরা নিশ্চয়ই শুনেছেন পাতিয়ালা পেগের কথা। কিন্তু কেন একটি শহরের নামে হয়েছিল এমন পেগের নাম! তা হয়তো অনেকেরই অজানা! আজ সেই উত্তরই দেব আমরা।
যাঁরা মদ্যপান করেন, তাঁরা নিশ্চয়ই শুনেছেন পাতিয়ালা পেগের কথা। কিন্তু কেন একটি শহরের নামে হয়েছিল
এমন পেগের নাম! তা হয়তো অনেকেরই অজানা! আজ সেই উত্তরই দেব আমরা।
পাতিয়ালা পেগের কথা অনেকেই নিশ্চয়ই শুনেছেন! এই পেগ নিয়ে অনেক হিন্দি ও পঞ্জাবি গানও তৈরি হয়েছে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন একে পাতিয়ালা পেগ বলা হয়! কেন চণ্ডীগড়, ভাথিন্ডা, জয়পুর, দিল্লি, কলকাতা পেগ বলা হয় না!
পাতিয়ালা পেগের কথা অনেকেই নিশ্চয়ই শুনেছেন! এই পেগ নিয়ে অনেক হিন্দি ও পঞ্জাবি গানও তৈরি হয়েছে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন একে পাতিয়ালা পেগ বলা হয়! কেন চণ্ডীগড়, ভাথিন্ডা, জয়পুর, দিল্লি, কলকাতা পেগ বলা হয় না!
অনেকে বলেন, পাতিয়ালা পেগ লার্জ পেগ-এর থেকেও বড় হয়। ফলে অনেকে এত বেশি পরিমাণ অ্যালকোহল একেবারে পান করতে পারেন না। তাই এই পেগ কিন্তু সবার জন্য নয়।
অনেকে বলেন, পাতিয়ালা পেগ লার্জ পেগ-এর থেকেও বড় হয়। ফলে অনেকে এত বেশি পরিমাণ অ্যালকোহল একেবারে পান করতে পারেন না। তাই এই পেগ কিন্তু সবার জন্য নয়।
পাতিয়ালা পেগে ১২০ এমএল মতো মদ ঢালা হয়। অর্থাৎ একটি পাতিয়ালা পেগ হিসেব মতো ২টি লার্জ পেগের সমান।
পাতিয়ালা পেগে ১২০ এমএল মতো মদ ঢালা হয়। অর্থাৎ একটি পাতিয়ালা পেগ হিসেব মতো ২টি লার্জ পেগের সমান।
পাতিয়ালার রাজা ভূপিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে এই পেগের। ১৯০০ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত পাতিয়ালার রাজা ছিলেন তিনি। অনেকে বলেন, রাজা ভূপিন্দর সিং নিজের রোলস রয়েসে শহরের আবর্জনা বোঝাই করেছিলেন একবার।
পাতিয়ালার রাজা ভূপিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে এই পেগের। ১৯০০ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত পাতিয়ালার রাজা ছিলেন তিনি। অনেকে বলেন, রাজা ভূপিন্দর সিং নিজের রোলস রয়েসে শহরের আবর্জনা বোঝাই করেছিলেন একবার।
ভূপিন্দর সিংয়ের একটি বিশেষ পোলো দল ছিল। সেই দলে 8 জন শিখ ছিলেন। একবার তিনি আইরিশ দলকে খেলার জন্য আমন্ত্রণ জানান। খেলার আগে অ্যালকোহল দেওয়া হয়েছিল আইরিশ খেলোয়াড়দের। তাঁরাও বিদেশী দল হিসেবে ক্ষমতা প্রদর্শন করতে বেশি করে মদ্যপান শুরু করেন। বেশি মদ্যপানের কারণে বিদেশি দলের কেউই ভাল খেলতে পারেনি। বিদেশিরা অভিযোগ করে, পেগ বড় দেওয়া হয়েছিল। রাজা ভূপিন্দর সিং জবাবে বলেছিলেন, পাতিয়ালায় পেগ বড়ই হয়।
ভূপিন্দর সিংয়ের একটি বিশেষ পোলো দল ছিল। সেই দলে 8 জন শিখ ছিলেন। একবার তিনি আইরিশ দলকে খেলার জন্য আমন্ত্রণ জানান। খেলার আগে অ্যালকোহল দেওয়া হয়েছিল আইরিশ খেলোয়াড়দের। তাঁরাও বিদেশী দল হিসেবে ক্ষমতা প্রদর্শন করতে বেশি করে মদ্যপান শুরু করেন। বেশি মদ্যপানের কারণে বিদেশি দলের কেউই ভাল খেলতে পারেনি। বিদেশিরা অভিযোগ করে, পেগ বড় দেওয়া হয়েছিল। রাজা ভূপিন্দর সিং জবাবে বলেছিলেন, পাতিয়ালায় পেগ বড়ই হয়।

Antibiotics and Alcohol: মদ্যপান করে কি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া যায়? আপনার কি কখনও হয়েছে এমন? অবশ্যই জানুন

কয়েকদিন আগে হয়তো জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। চিকিৎসক অ্যান্টিবায়োটিকের কোর্স করতে দিয়েছেন। এরই মধ্যে বন্ধুর বাড়িতে পার্টিতে মদ্যপানের ডাক। কী করবেন? (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
কয়েকদিন আগে হয়তো জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। চিকিৎসক অ্যান্টিবায়োটিকের কোর্স করতে দিয়েছেন। এরই মধ্যে বন্ধুর বাড়িতে পার্টিতে মদ্যপানের ডাক। কী করবেন? (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
কখনও ভেবে দেখেছেন অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালীন মদ খাওয়া যায় কি না।
কখনও ভেবে দেখেছেন অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালীন মদ খাওয়া যায় কি না।
অনেকেরই ধারণা, মদ্যপান করলে শরীরের নানা রকম ক্ষতি হয়। কিন্তু হালের গবেষণা বলছে, অল্প পরিমাণে অ্যালকোহল খাওয়ার কিছু উপকারও রয়েছে।
অনেকেরই ধারণা, মদ্যপান করলে শরীরের নানা রকম ক্ষতি হয়। কিন্তু হালের গবেষণা বলছে, অল্প পরিমাণে অ্যালকোহল খাওয়ার কিছু উপকারও রয়েছে।
তবে নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক আছে, যা চলাকালীন মদ্যপান একেবারেই নিষিদ্ধ।
তবে নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক আছে, যা চলাকালীন মদ্যপান একেবারেই নিষিদ্ধ।
চিকিৎসকদের মতে, ওষুধের কোর্স সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মদ্যপান না করলেই ভাল।
চিকিৎসকদের মতে, ওষুধের কোর্স সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মদ্যপান না করলেই ভাল।
ন্যাশনাল হেলথ সার্ভিস-এর মত অনুযায়ী, অ্যান্টিবায়োটিক ওষুধের কোর্স শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নয়, অন্ততপক্ষে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর মদ্যপান করা যেতে পারে।
ন্যাশনাল হেলথ সার্ভিস-এর মত অনুযায়ী, অ্যান্টিবায়োটিক ওষুধের কোর্স শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নয়, অন্ততপক্ষে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর মদ্যপান করা যেতে পারে।
চিকিৎসকদের মতে, অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালীন মদ্যপান করলে শরীরে বেশ কয়েকটি অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। যেমন-- শ্বাসকষ্ট, মাথাধরা, বুকে চাপ ধরা, অস্বাভাবিক হৃদস্পন্দন ও বমি বমি ভাব।
চিকিৎসকদের মতে, অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালীন মদ্যপান করলে শরীরে বেশ কয়েকটি অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। যেমন– শ্বাসকষ্ট, মাথাধরা, বুকে চাপ ধরা, অস্বাভাবিক হৃদস্পন্দন ও বমি বমি ভাব।
কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক খেলে মদ্যপান করা থেকে বিরত থাকবেন? চিকিৎসকদের মতে, কো-ট্রিমোক্সাজোল, লিনজোডিল, ডক্সিসাইক্লিন ও এরিথ্রোমাইসিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক খেলে মদ্যপান করা থেকে বিরত থাকবেন? চিকিৎসকদের মতে, কো-ট্রিমোক্সাজোল, লিনজোডিল, ডক্সিসাইক্লিন ও এরিথ্রোমাইসিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বিয়ার কেন ঠান্ডা পান করতে হয়? গরম বিয়ার মুখে তুলতে নেই! রয়েছে বড় একটা কারণ

নয়াদিল্লি: বিশ্বের বেশিরভাগ অঞ্চলে এখন প্রচণ্ড গরমে মানুষ হাসফাঁস করছে। অ্যালকোহল প্রেমীরা এই গরমে ঠান্ডা বিয়ার পান করতে পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন কেন ঠান্ডা বিয়ারের স্বাদ বেশি? বিজ্ঞানীরা তাদের গবেষণায় এর পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।

বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখিয়েছেন, ঠান্ডা বিয়ারের স্বাদ আরও ভাল। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের গবেষকদের দ্বারা পরিচালিত একটি গবেষণায় বিজ্ঞানীরা বিভিন্ন অ্যালকোহলযুক্ত পানীয়তে ইথানল এবং জলের অণুগুলি কীভাবে আচরণ করে তা পরীক্ষা করে দেখছিলেন।

আরও পড়ুন- একটি ভূতুড়ে নম্বর! যার কাছে যেত তারই চলে যেত প্রাণ! কী ছিল সেটি?

গবেষকরা আবিষ্কার করেছেন, ইথানল, অ্যালকোহলের প্রাথমিক রূপ, বিভিন্ন তাপমাত্রায় আলাদা আচরণ করে। গবেষণা রিপোর্ট বলছে, কম অ্যালকোহল ঘনত্বে, ইথানল জলের অণুর চারপাশে একটি পিরামিড-আকৃতির কাঠামো তৈরি করেছে। অ্যালকোহলের পরিমাণ বাড়ার সাথে সাথে ইথানল অণুগুলি একটি শৃঙ্খলের মতো প্রান্ত থেকে প্রান্তে সারিবদ্ধ হয়ে ওঠে। কিন্তু এই সময়ে তাপমাত্রা এই কাঠামো গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

বিয়ার প্রেমীরা প্রায়শই রেফ্রিজারেটেড পানীয় গ্রহণ করেন। বিজ্ঞানী লেই জিয়াং বলেছেন, তাপমাত্রা অণুর গঠনের উপর প্রভাব ফেলে। সেই কারণেই ঠান্ডা বিয়ারের স্বাদ ভাল। ৫% থেকে ১১% অ্যালকোহল ঘনত্ব-সহ পানীয়গুলি 41°F (5°C) কম তাপমাত্রায় স্বাদ বদলায়।

আরও পড়ুন- ভারতের সবচেয়ে দামি আম! ১২০০ টাকায় বিক্রি হয় একেক পিস..নাম জানেন কি না দেখুন তো

হালকা বিয়ারে সাধারণত চার শতাংশ থেকে পাঁচ শতাংশ অ্যালকোহল থাকে। রেগুলার এবং ক্রাফ্ট বিয়ারে অ্যালকোহলের পরিমাণ পাঁচ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে থাকে। গবেষণা অনুযায়ী, যখন তাপমাত্রা কমে যায়, তখন অনুর গঠন আরও ঘন হয়ে যায়, যে কারণে ঠান্ডা বিয়ারের স্বাদ আরও উত্তেজক হয়।

মদ্যপান আপনার নেশা? নাকি শখ? বলে দেবে ‘এই’ তিন অভ্যেস, নিজেকে চিনুন এভাবে

নিয়মিত মদ্যপান করেন না। তবে মনটা কোনও পার্টিতে গেলেই ছটফট করে। একটু পানীয় হলে ভালই হত, এমনটা মনে হয়! আপনি একা নন, এমন মানুষ অনেকেই আছেন।
নিয়মিত মদ্যপান করেন না। তবে মনটা কোনও পার্টিতে গেলেই ছটফট করে। একটু পানীয় হলে ভালই হত, এমনটা মনে হয়! আপনি একা নন, এমন মানুষ অনেকেই আছেন।
অনেকেই দাবি করেন, তিনি শখে মদ্যপান করেন। আদতে দেখা যায়, নিয়মিত এক বা ২ পেগ না হলে চলে না। তার মানে বুঝতে হবে, তিনি আসলে আসক্ত।
অনেকেই দাবি করেন, তিনি শখে মদ্যপান করেন। আদতে দেখা যায়, নিয়মিত এক বা ২ পেগ না হলে চলে না। তার মানে বুঝতে হবে, তিনি আসলে আসক্ত।
লন্ডনের চিকিৎসক ডেভ নিকোল্‌স তিনটি সহজ উপায় বলেছেন। সেই তিনটি অভ্যেস কারও মধ্যে থাকলই বুঝতে হবে তিনি মদ্যপানে আসক্ত। মদ্যপান আর তাঁর কাছে শখের নয়।
লন্ডনের চিকিৎসক ডেভ নিকোল্‌স তিনটি সহজ উপায় বলেছেন। সেই তিনটি অভ্যেস কারও মধ্যে থাকলই বুঝতে হবে তিনি মদ্যপানে আসক্ত। মদ্যপান আর তাঁর কাছে শখের নয়।
কোথাও কোনও নিমন্ত্রণ পেলে প্রথমেই জানতে চান পানীয়ের ব্যবস্থা আছে কি না! এই অভ্যেস থাকলে বুঝবেন, আপনি মদ্যপানে আসক্ত হয়ে পড়ছেন।
কোথাও কোনও নিমন্ত্রণ পেলে প্রথমেই জানতে চান পানীয়ের ব্যবস্থা আছে কি না! এই অভ্যেস থাকলে বুঝবেন, আপনি মদ্যপানে আসক্ত হয়ে পড়ছেন।
কোনও রেস্তরাঁয় খাবার খেতে গিয়ে যদি মনে হয়, একটু অ্যালকোহল থাকলে ভাল হত, তা হলে বুঝতে হবে আপনি সুরাপানে আসক্ত হয়ে পড়েছেন।
কোনও রেস্তরাঁয় খাবার খেতে গিয়ে যদি মনে হয়, একটু অ্যালকোহল থাকলে ভাল হত, তা হলে বুঝতে হবে আপনি সুরাপানে আসক্ত হয়ে পড়েছেন।
অনেকেই দিনের বেলা ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে। তবে সুরাপানে আসক্ত একজন ব্যক্তি দিনের বেলায় হাজার ব্যস্ততার মাঝেও একটু ফাঁক খুজে মদ্যপান করবেন। দিনের বেলা মদ্যপানের এই অভ্যেস থেকে বোঝা যায়, সেই ব্যক্তি অ্যালকোহলে আসক্ত কি না!
অনেকেই দিনের বেলা ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে। তবে সুরাপানে আসক্ত একজন ব্যক্তি দিনের বেলায় হাজার ব্যস্ততার মাঝেও একটু ফাঁক খুজে মদ্যপান করবেন। দিনের বেলা মদ্যপানের এই অভ্যেস থেকে বোঝা যায়, সেই ব্যক্তি অ্যালকোহলে আসক্ত কি না!
রোজ মদ্যপানের অভ্যেস থাকলে আজই সাবধান হোন। নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনছেন। নিয়মিত মদ্য়পান স্রেফ স্বাস্থ্যহানি করে না, অর্থহানিরও কারণ হতে পারে।
রোজ মদ্যপানের অভ্যেস থাকলে আজই সাবধান হোন। নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনছেন। নিয়মিত মদ্য়পান স্রেফ স্বাস্থ্যহানি করে না, অর্থহানিরও কারণ হতে পারে।
‘দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অন অ্যালকোহল অ্যাবিউজ় অ্যান্ড অ্যালকোহলিজম’ জানাচ্ছে, একজন মানুষের মদ্যপানের ধরণই বলে দিতে পারে. তিনি আসলে অ্যালকোহলে আসক্ত কি না!
‘দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অন অ্যালকোহল অ্যাবিউজ় অ্যান্ড অ্যালকোহলিজম’ জানাচ্ছে, একজন মানুষের মদ্যপানের ধরণই বলে দিতে পারে. তিনি আসলে অ্যালকোহলে আসক্ত কি না!

Airport: কলকাতা এয়ারপোর্টে মারাত্মক ঘটনা! এক ব্যক্তিকে ঘিরে তোলপাড়, যা করলেন, সকলে থ!

কলকাতা: মদ খেয়ে কলকাতা বিমানবন্দরে শোরগোল ফেলে দিলেন এক যাত্রী। বিমান আকাশে ওড়ার আগেই ওই যাত্রীকে নিয়ে তোলপাড় পড়ে যায় এয়ারপোর্টে। পরিস্থিতি দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেন, ওই যাত্রী ‘নট ফিট ফর ফ্লাই’। বিমানবন্দর সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই যাত্রী জোরহাট থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় এসে পৌঁছেছিলেন। ইন্ডিগোর বিমান ৬ই ৩২৬তে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে দিল্লি যাওয়ার কথা ওই ব্যক্তির। কিন্তু তারই মধ্যে এয়ারপোর্টে রীতিমতো আলোড়ন ফেলে দেন তিনি।

বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে বিকাল ৪টা ৪৫ মিনিটের ভিস্তারার বিমান ইউ কে৭৩৮-তে যাওয়ার কথা ছিল ওই যাত্রীর। তার আগেই তিনি অতিরিক্ত মদ্যপান করেন বলে অভিযোগ। এতটাই মদ খেয়ে ফেলেন তিনি, নিজেকে সামলাতেও পারছিলেন না। এরপরই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ওই যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এমআই রুমে নিয়ে যাওয়া হবে। সেই মতো সেখানে নিয়েও যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে ‘নট ফিট টু ফ্লাই’ ঘোষণা করেন ওই ব্যক্তিকে। এরপরই আর ঝুঁকি না নিয়ে ওই যাত্রীকে বিমানবন্দর টার্মিনাল থেকে বের করে আনা হয়।

আরও পড়ুন: ৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন

উল্লেখ্য, দিন কয়েক আগে কলকাতা বিমানবন্দরে এক মহিলা যাত্রীকে এই একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বিমানবন্দরের পানশালায় মদ পান করে মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন ওই মহিলা যাত্রী। বিমানের মধ্যে সহ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন তিনি। অভিযুক্ত মহিলা যাত্রীকে আটক করেছিল বিমানবন্দর থানার পুলিশ।

মদ্যপান একদম ছেড়ে দিতে হয় কত বয়সে? ডাক্তার জানিয়ে দিলেন, না জানলেই বিপদ!

অনেকেই স্রেফ স্ট্রেস রিলিফৃ-এর জন্য মাঝেমধ্যে মদ্যপান করেন। অর্থাৎ শখের মদ্যপান। আবার অনেক মানুষের কাছে মদ্যপান একরকম অভ্যেসের মতো।
অনেকেই স্রেফ স্ট্রেস রিলিফৃ-এর জন্য মাঝেমধ্যে মদ্যপান করেন। অর্থাৎ শখের মদ্যপান। আবার অনেক মানুষের কাছে মদ্যপান একরকম অভ্যেসের মতো।
মদ্যপান যে কোনও ক্ষেত্রেই একটি বিপজ্জনক অভ্যেস। শরীরের বারোটা বাজিয়ে দিতে পারে এই অভ্যেস। তবুও অনেকে এই অভ্যেস থেকে বেরিয়ে আসতে পারেন না। ফল হয় মারাত্নক।
মদ্যপান যে কোনও ক্ষেত্রেই একটি বিপজ্জনক অভ্যেস। শরীরের বারোটা বাজিয়ে দিতে পারে এই অভ্যেস। তবুও অনেকে এই অভ্যেস থেকে বেরিয়ে আসতে পারেন না। ফল হয় মারাত্নক।
মদ্যপান মানে একদিকে যেমন স্বাস্থ্যহানি, অপরদিকে আবার অর্থের অপচয়। অনেকেই বছরের পর বছর ধরে মদ্যপান করেন। স্বাস্থ্যের কথা ভাবেন না।
মদ্যপান মানে একদিকে যেমন স্বাস্থ্যহানি, অপরদিকে আবার অর্থের অপচয়। অনেকেই বছরের পর বছর ধরে মদ্যপান করেন। স্বাস্থ্যের কথা ভাবেন না।
অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মদ্যপানের অভ্যেস বাড়ে। অর্থাৎ পেগ-এর হিসেব বাড়তে থাকে। যা কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মদ্যপানের অভ্যেস বাড়ে। অর্থাৎ পেগ-এর হিসেব বাড়তে থাকে। যা কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
How to Prevent Dementia বইয়ের লেখক ডাক্তার রিচার্ড রেসটাক বলছেন, একটা নির্ধারিত বয়সের পর মদ্যপানের অভ্যেস একেবারে ত্যাগ করতে হয়। না হলে ডিমেনসিয়ার সমস্যা দেখা দিতে পারে।
How to Prevent Dementia বইয়ের লেখক ডাক্তার রিচার্ড রেসটাক বলছেন, একটা নির্ধারিত বয়সের পর মদ্যপানের অভ্যেস একেবারে ত্যাগ করতে হয়। না হলে ডিমেনসিয়ার সমস্যা দেখা দিতে পারে।
তিনি তাঁর বইতে লিখেছেন, মদ্যপানের অভ্যেস মস্তিষ্কের স্নায়ুতে প্রভাব ফেলে। অ্যালকোহলের টস্কিক উপাদান স্নায়ুতে আবর্জনার মতো জমে। ফলে ডিমেনসিয়ার সমস্যা স্বাভাবিক।
তিনি তাঁর বইতে লিখেছেন, মদ্যপানের অভ্যেস মস্তিষ্কের স্নায়ুতে প্রভাব ফেলে। অ্যালকোহলের টস্কিক উপাদান স্নায়ুতে আবর্জনার মতো জমে। ফলে ডিমেনসিয়ার সমস্যা স্বাভাবিক।
তিনি আরও বলেছেন, বয়সের ৬০-এর কোটায় পৌঁছলেই যে কোনও ধরণের অ্যালকোহল ড্রিঙ্কে না করতে হবে। না হলেই বিপদ।
তিনি আরও বলেছেন, বয়সের ৬০-এর কোটায় পৌঁছলেই যে কোনও ধরণের অ্যালকোহল ড্রিঙ্কে না করতে হবে। না হলেই বিপদ।

গরমে ঠান্ডা বিয়ার পছন্দ অনেকের! সঙ্গে এই খাবার খেলেই কিন্তু বিপদ, সাবধান

প্রচণ্ড গরমেও অনেকেই গলা ভেজানোর অভ্যেসে রাশ টানছেন না। তবে এই গরমে অনেকেই ঠান্ডা বিয়ারে স্বস্তি খুঁজছেন।
প্রচণ্ড গরমেও অনেকেই গলা ভেজানোর অভ্যেসে রাশ টানছেন না। তবে এই গরমে অনেকেই ঠান্ডা বিয়ারে স্বস্তি খুঁজছেন।
তীব্র দাবদাহের দিন শুরু। সারাদিন ঘামে নাজেহাল অবস্থা। মাথার উপর জ্বলন্ত সূর্য। এমন সময়ে অনেকেই রাত নামলে বিয়ারে আশ্রয় নেন। ঠান্ডা বিয়ার পান করলেই তীব্র গরমে সুখ, এমন ধারণা অনেকের। কিন্তু আপনারা কি জানেন মদের সঙ্গে কিছু খাবার একেবারেই খেতে নেই।
তীব্র দাবদাহের দিন শুরু। সারাদিন ঘামে নাজেহাল অবস্থা। মাথার উপর জ্বলন্ত সূর্য। এমন সময়ে অনেকেই রাত নামলে বিয়ারে আশ্রয় নেন। ঠান্ডা বিয়ার পান করলেই তীব্র গরমে সুখ, এমন ধারণা অনেকের। কিন্তু আপনারা কি জানেন মদের সঙ্গে কিছু খাবার একেবারেই খেতে নেই।
বিয়ারে অ্যালকোহলের পরিমাণ কম। কম পরিমাণে পান করলে শরীরে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। তাই অনেকেই গরমে বিয়ার পান পছন্দ করেন।
বিয়ারে অ্যালকোহলের পরিমাণ কম। কম পরিমাণে পান করলে শরীরে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। তাই অনেকেই গরমে বিয়ার পান পছন্দ করেন।
সাইট্রাস জাতীয় ফল বিয়ারের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয়। যেমন লেবু, আমলকি। এগুলি খেলে কিন্তু অম্বলের সমস্যা হতে পারে।
সাইট্রাস জাতীয় ফল বিয়ারের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয়। যেমন লেবু, আমলকি। এগুলি খেলে কিন্তু অম্বলের সমস্যা হতে পারে।
গরমে বিয়ারের সঙ্গে একেবারেই মশলাদার খাবার খাবেন না। এই সময় হজমের গোলমাল হলে কিন্তু বিপদ।
গরমে বিয়ারের সঙ্গে একেবারেই মশলাদার খাবার খাবেন না। এই সময় হজমের গোলমাল হলে কিন্তু বিপদ।
এমনিতে অনেকই বাদামের সঙ্গে বিয়ার পান করেন। তবে যে সব বাদামে নুনের পরিমাণ বেশি সেগুলি এড়িয়ে চলাই ভাল।
এমনিতে অনেকই বাদামের সঙ্গে বিয়ার পান করেন। তবে যে সব বাদামে নুনের পরিমাণ বেশি সেগুলি এড়িয়ে চলাই ভাল।
কোনওরকম তেল চিটচিটে খাবার এই গরমে বিয়ারের সঙ্গে না খাওয়াই ভাল।
কোনওরকম তেল চিটচিটে খাবার এই গরমে বিয়ারের সঙ্গে না খাওয়াই ভাল।

Alcohol: হঠাৎ পূর্ব মেদিনীপুরে গ্রেফতার ১১৬! রাতের নাকা চেকিংয়ের যা ঘটল, তাজ্জব হয়ে যাবেন

হলদিয়া: মদ পাচারের অভিযোগ। ভোটের মুখে পূর্ব মেদিনীপুর জেলায় আবগারি দফতরের ধর পাকড়ে গ্রেফতার ১১৬ জন। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মদ বিরোধী অভিযান চালাচ্ছে আবগারি দফতর।

সেখানে মদ পাচার এবং লাইসেন্স না থাকা সত্ত্বেও মদ বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছে ১১৬ জন। বিভিন্ন ভাবে নাকা চেকিংয়ের পয়েন্ট থেকে ১৯টি মোটরসাইকেল এবং দুটি টোটোও বাজেয়াপ্ত করেছে আবদারি দফতর।

আরও পড়ুন: প্রথম দফা ভোটের আগে আজ প্রকাশ পেতে চলেছে তৃণমূলের ইস্তেহার

শুধু গ্রেফতার নয়, লক্ষ লক্ষ টাকা মূল্যের দেশি ও বিদেশী মদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। লাইসেন্সবিহীন বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি হওয়া মদ ব্যবসার বিরুদ্ধে জায়গায় জায়গায় হানা দিয়ে ধরপাকড় চলছে।

ইতিমধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে যৌথ উদ্যোগে মদ পাচার বন্ধে দিঘা সীমানা এলাকায় নাকা চেকিংও চলছে। জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সীমানা এলাকাতেও ব্যাপক ধরপাকড় চলছে। ভোট পর্যন্ত এই ধড়-পাকড় চলবে বলেও জানানো হয়েছে।

বলুন তো বিশ্বের কোন দেশে সব থেকে বেশি মদ বিক্রি হয়? ভারত ধারে-কাছে নেই!

মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তবে বহু মানুষ নিয়মিত মদ্যপান করেন। অনেকে অবশ্য শখেও পান পেয়ালায় চুমুক দেন।
মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তবে বহু মানুষ নিয়মিত মদ্যপান করেন। অনেকে অবশ্য শখেও পান পেয়ালায় চুমুক দেন।
ভারতের মধ্যে সব থেকে বেশি মদ বিক্রি হয় ছত্তিশগঢ়ে। তার পর ত্রিপুরা। তবে জানেন কি, সারা বিশ্বের মধ্যে কোন দেশে সব থেকে বেশি মদ বিক্রি হয়!
ভারতের মধ্যে সব থেকে বেশি মদ বিক্রি হয় ছত্তিশগঢ়ে। তার পর ত্রিপুরা। তবে জানেন কি, সারা বিশ্বের মধ্যে কোন দেশে সব থেকে বেশি মদ বিক্রি হয়!
এই তালিকায় সবার উপরে আছে জার্মানি। সেখানে একজন বাসিন্দা সারা বছরে গড়ে ১২.৭৯ লিটার মদ পান করেন।
এই তালিকায় সবার উপরে আছে জার্মানি। সেখানে একজন বাসিন্দা সারা বছরে গড়ে ১২.৭৯ লিটার মদ পান করেন।
দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড। সেখানে জন প্রতি ১২.৭৫ লিটার মদ বিক্রি হয় প্রতি বছরে।
দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড। সেখানে জন প্রতি ১২.৭৫ লিটার মদ বিক্রি হয় প্রতি বছরে।
তিন ও চার নম্বরে যথাক্রমে রয়েছে স্পেন ও লুক্সেমবার্গ।
তিন ও চার নম্বরে যথাক্রমে রয়েছে স্পেন ও লুক্সেমবার্গ।
পাঁচ ও ৬ নম্বরে রয়েছে ফ্রান্স ও স্লোভেনিয়া।
পাঁচ ও ৬ নম্বরে রয়েছে ফ্রান্স ও স্লোভেনিয়া।
পর্তুগাল, অস্ট্রিয়া, পোল্যান্ড, ইউনাইটেড কিংডম রয়েছে সাত, আট, ৯ ও দশ নম্বরে।
পর্তুগাল, অস্ট্রিয়া, পোল্যান্ড, ইউনাইটেড কিংডম রয়েছে সাত, আট, ৯ ও দশ নম্বরে।

Alcohol in Flight: ‘পি-গেট’ কেলেঙ্কারির পর কড়াকড়ি! মাঝ আকাশে যাত্রীকে কতটা মদ পরিবেশন করা হয়, জানেন?

নয়াদিল্লি: ২০২২ সালের ঘটনা। নভেম্বর-ডিসেম্বর মাস। মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন এক ব্যক্তি। ইইচই পড়ে যায়। এরকম ঘটনা কিন্তু যে কোনও মানুষের সঙ্গেই হতে পারে। দুর্ভাগ্যবশত এসব আটকাতে এয়ারলাইন্স নিয়ন্ত্রক সংস্থার কোনও সাধারণ নিয়ম নেই। সবটাই নির্ভর করে যাত্রী যে এয়ারলাইন্স সংস্থায় টিকিট বুক করেছেন তার উপর।

ওই ঘটনার পর মদ্যপ যাত্রীদের নিয়ন্ত্রণ করতে এসওপি প্রণয়নের দাবি উঠেছিল। সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন ৭২ বছর বয়সী বৃদ্ধা। তার জবাবে দেশের শীর্ষ আদালতে এ কথা জানিয়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ডিজিসিএ জানিয়েছে “অবাধ্য যাত্রীদের নিয়ন্ত্রণে” সিএআর রয়েছে।

আরও পড়ুন: এয়ারপোর্টের কাছে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি, গোপনে খবর গেল পুলিশে! যা মিলল, আঁতকে উঠল সবাই

প্রশ্ন হল, বিমানে অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশনের কোনও সীমা আছে কী? ডিজিসিএ বলছে, এটা নির্ভর করে বিমান সংস্থার বিচক্ষণতার উপর। সিএআর-এর ক্লজ ৪.৩ অনুযায়ী, মদ্যপ যাত্রী যেন বাড়াবাড়ি না করেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ভুক্তভোগী তাঁর পিটিশনে সর্বোচ্চ আদালতের আছে অনুরোধ করেছিলেন, বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে জিরো টলারেন্স এসওপি এবং নিয়মাবলী তৈরি করার নির্দেশ দিতে হবে যাতে বিমানে কোনও যাত্রীর মাত্রাছাড়া আচরণ কড়া হাতে মোকাবিল করা যায়। এবং সমস্ত এয়ারলাইন্স সংস্থা যেন সেই নীতি অক্ষরে অক্ষরে মেনে চলে।

বৃদ্ধার অভিযোগ, এয়ার ইন্ডিয়ার সদস্যরা সংবেদনশীল ইস্যুটিকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হন। যার ফলে তাঁর মর্যাদাহানি হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বৃদ্ধা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার ক্রুরা অভিযুক্ত সহযাত্রীকে মাত্রাতিরক্ত হার্ড ড্রিঙ্কস পরিবেশন করেছিলেন। সঙ্গে তিনি আশা করেন, ডিজিসিএ যেন ‘মাতাল’ যাত্রীদের ‘অবাধ্য’ হিসেবে বিবেচনা করে।

এয়ার ইন্ডিয়ার ড্রিঙ্কিং নীতি: যাত্রীরা সিটে বসার পর অ্যালকোহল পরিবেশন করা হয়। যাত্রীরা সঙ্গে অ্যালকোহল আনলে তা পান করা থেকে বিরত রাখতে হবে।

একটা পানীয় বলতে ১২ আউন্স বিয়ার, এক গ্লাস ভর্তি ওয়াইন বা শ্যাম্পেন এবং মিনিয়েচার বোতল ধরা হয়।

১৮ বছরের কম বয়সীদের কোনও অ্যালকোহল পরিবেশন করা উচিত নয়।

চার ঘণ্টার কম সময়ের ফ্লাইটে, যাত্রীকে দুটির বেশি পানীয় পরিবেশন করা হয় না।