ভাদ্রপদা মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন রাধারানি। বৈষ্ণব ভক্তদের কাছে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ।

Radhashtami 2024 Prasad: আসছে রাধাষ্টমী! পুজোয় নিবেদন করুন রাধারানির প্রিয় এই সবুজ ফল! সংসারে হবে অর্থ ও সৌভাগ্যের বৃষ্টি! পাবেন সুখী দাম্পত্য

ভাদ্রপদা মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন রাধারানি। বৈষ্ণব ভক্তদের কাছে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ।
ভাদ্রপদা মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন রাধারানি। বৈষ্ণব ভক্তদের কাছে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ।

 

বলা হয় যাঁরা জন্মাষ্টমী পালন করছেন, তাঁদের রাধাষ্টমীও পালন করতে হবে। এই ব্রত উদযাপন করলে সংসারে উপচে পড়বে সুখশান্তি সমৃদ্ধি। দাম্পত্যে থাকবে সুখ। বলছেন জ্যোতিষী কৃষ্ণকুমার ভার্গব।
বলা হয় যাঁরা জন্মাষ্টমী পালন করছেন, তাঁদের রাধাষ্টমীও পালন করতে হবে। এই ব্রত উদযাপন করলে সংসারে উপচে পড়বে সুখশান্তি সমৃদ্ধি। দাম্পত্যে থাকবে সুখ। বলছেন জ্যোতিষী কৃষ্ণকুমার ভার্গব।
এ বছর রাধাষ্টমী পালিত হবে ১১ সেপ্টেম্বর। এই তিথিতে রাধাকৃষ্ণকে নতুন পোশাকে রাজবেশে সজ্জিত করা হয়।
এ বছর রাধাষ্টমী পালিত হবে ১১ সেপ্টেম্বর। এই তিথিতে রাধাকৃষ্ণকে নতুন পোশাকে রাজবেশে সজ্জিত করা হয়।
জন্মাষ্টমীতে ৫৬ রকম ভোগ নিবেদন করার রীতি প্রচলিত। রাধাষ্টমীতেও এই রীতি পালন করতে পারেন।
জন্মাষ্টমীতে ৫৬ রকম ভোগ নিবেদন করার রীতি প্রচলিত। রাধাষ্টমীতেও এই রীতি পালন করতে পারেন।

 

তবে ৫৬ রকম ভোগ নিবেদন করতে না পারলেও কিছু খাবার অবশ্যই নিবেদন করুন। প্রচলিত বিশ্বাস এগুলি রাধারানির প্রিয় খাবার। তার মধ্যে অন্যতম হল দই আরবি বা টক দইয়ে কচুর মুখী দিয়ে রান্না করা।
তবে ৫৬ রকম ভোগ নিবেদন করতে না পারলেও কিছু খাবার অবশ্যই নিবেদন করুন। প্রচলিত বিশ্বাস এগুলি রাধারানির প্রিয় খাবার। তার মধ্যে অন্যতম হল দই আরবি বা টক দইয়ে কচুর মুখী দিয়ে রান্না করা।

 

মাখন মিছরির সঙ্গে রাধাষ্টমীতে দিন রাবড়ি। ভোগপ্রসাদে লুচি, মালপোয়া, পরমান্ন, তালের বড়া দিতেও ভুলবেন না।
মাখন মিছরির সঙ্গে রাধাষ্টমীতে দিন রাবড়ি। ভোগপ্রসাদে লুচি, মালপোয়া, পরমান্ন, তালের বড়া দিতেও ভুলবেন না।

 

জন্মাষ্টমী যেমন তাল ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনই রাধাষ্টমীতে নিবেদন করুন আতা। এটা রাধারানির প্রিয় ফল। রাধাষ্টমীর পুজোয় আতা রাখতেই হবে। নয়তো বাকি সব ভোগপ্রসাদ অসম্পূর্ণ।
জন্মাষ্টমী যেমন তাল ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনই রাধাষ্টমীতে নিবেদন করুন আতা। এটা রাধারানির প্রিয় ফল। রাধাষ্টমীর পুজোয় আতা রাখতেই হবে। নয়তো বাকি সব ভোগপ্রসাদ অসম্পূর্ণ।