বজ্রপাতে সাতজন নিহত হয় (Representational image via AP)

Lightning Strikes: আকাশ চিরে বাজ পড়ে সব শেষ, মৃত্যু ৭ জনের, হাহাকার পরিবারের

বালোদাপাড়া: রবিবার, বজ্রপাতে সাতজন নিহত হয়, আহত হয়েছেন আরও তিনজন৷ ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের বালোদাপাড়ার-ভাটপাড়া জেলা৷ সন্ধে বেলা কাজ করছিলেন কয়েকজন৷ সেখানেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল৷

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, আক্রান্তরা প্রত্যেকেই মাঠের মধ্যে কাজ করছিলেন৷ সন্ধেবেলায় হঠাৎ করেই তুমুল বৃষ্টিপাত শুরু হয়৷ তখন সকলে পুকুরের ধারে জমা হয়৷ তখনই বজ্রপাত ঘটে৷

আরও পড়ুন: লখনউয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বিল্ডিং, এখনও পর্যন্ত মৃত আট, আটকে পড়া বাসিন্দার খোঁজে শুরু উদ্ধারকার্য

এর ফলেই মুকেশ, ট্যাঙ্কর সাহু, সন্তোষ সাহু, থানেশ্বর সাহু, পোখরাজ বিশ্বকর্মা, দেব দাস, বিজয় সাহুর মত্যু হয়৷

আরও পড়ুন: ৩৪ বছর আগে ২০ টাকা ঘুষ! বিপাকে কনস্টেবল, আদালতের নির্দেশে গ্রেফতার

আরও তিনজন ব্যক্তি আহত হয়৷ চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

এই ঘটনায় শোক প্রকাশ করেছে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই৷ প্রশাসনিক আধিকারিকদের আহত ব্যক্তিদের সমস্তরকম সাহায্য করার নির্দেশ দেন৷