লা নিনা, এল নিনো, চরম হুঁশিয়ারি, আবহাওয়ার বিরাট সতর্কতা, কনকনে ঠান্ডা, বাম্পার শীত, শীতের কাঁপুনি, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় সতর্কতা, ঘূর্ণিঝড় আসনা, আরব সাগর, গুজরাত, বঙ্গোপসাগর, নিম্নচাপ, অতি ভারী বৃষ্টি, ভারী বৃষ্টির সতর্কতা, আবহাওয়ার সতর্কতা, নিম্নচাপের বৃষ্টি, দুর্যোগ, আবহাওয়ার আপডেট, বাংলার আবহাওয়া, বাংলা নিউজ, ঝড় বৃষ্টি সতর্কতা, দমকা হাওয়া, আবহাওয়ার তোলপাড়, কালবৈশাখী,ঝড় বৃষ্টির সতর্কতা, নিম্নচাপের হুঁশিয়ারি, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় সতর্কতা, ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টি, কমলা সতর্কতা, বঙ্গোপসাগর, ঝড় বৃষ্টির সতর্কতা, ঘূর্ণাবর্ত, বিপরীত ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি, নিম্নচাপ, ঝড়-ঝঞ্ঝা, ঝড় বৃষ্টির সতর্কতা, বাংলার আবহাওয়া, তাপপ্রবাহ, বৃষ্টিপাত, গরম, তাপমাত্রা, পারদ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সতর্কতা, বৃষ্টির সতর্কতা, দমকা বাতাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, বাংলা নিউজ

Weather Alert IMD: আসছে লা নিনা…! অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি কাঁপাবে, তারপরই চরম কোপ? আগামী দু’মাসের মধ্যেই আবহাওয়ার বিরাট হুঁশিয়ারি! IMD-র সতর্কবাণী

ধেয়ে আসছে লা নিনা। এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। এমনটাই জানিয়ে সতর্ক করল ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) অর্থাৎ মৌসম ভবন।
ধেয়ে আসছে লা নিনা। এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। এমনটাই জানিয়ে সতর্ক করল ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) অর্থাৎ মৌসম ভবন।
আগামী দু'মাসেই আবহাওয়ার চরম রদবদলের ইঙ্গিত। এই বছর কনকনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। লা নিনার প্রভাব শুরু হতে চলেছে সেপ্টেম্বরেই।
আগামী দু’মাসেই আবহাওয়ার চরম রদবদলের ইঙ্গিত। এই বছর কনকনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। লা নিনার প্রভাব শুরু হতে চলেছে সেপ্টেম্বরেই।
আবহাওয়া দফতরের সতর্কবাণী জানাচ্ছে, ফের একবার ভয়ঙ্কর প্রকৃতির খেলার সম্মুখীন হতে পারে গোটা দেশ। লা নিনা, যা সাধারণত বর্ষার শেষে প্রভাব বিস্তার করে, তার জেরেই এবার দ্রুত তাপমাত্রা পতনের আশঙ্কা। বাড়বে বৃষ্টিপাত, তারপরে আসবে হাড়কাঁপানো ঠান্ডা।
আবহাওয়া দফতরের সতর্কবাণী জানাচ্ছে, ফের একবার ভয়ঙ্কর প্রকৃতির খেলার সম্মুখীন হতে পারে গোটা দেশ। লা নিনা, যা সাধারণত বর্ষার শেষে প্রভাব বিস্তার করে, তার জেরেই এবার দ্রুত তাপমাত্রা পতনের আশঙ্কা। বাড়বে বৃষ্টিপাত, তারপরে আসবে হাড়কাঁপানো ঠান্ডা।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) সেপ্টেম্বরেই ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রিপোর্ট বলছে উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) সেপ্টেম্বরেই ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রিপোর্ট বলছে উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই বছর লা নিনা ভারতে ভয়ঙ্কর শীতের কারণ হতে পারে। যার জেরে তাপমাত্রা তীব্র হ্রাস পেতে চলেছে এবং একইসঙ্গে বাড়বে বৃষ্টিপাত। যা এই বর্ষার শেষে একটি বড়সড় জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এই বছর লা নিনা ভারতে ভয়ঙ্কর শীতের কারণ হতে পারে। যার জেরে তাপমাত্রা তীব্র হ্রাস পেতে চলেছে এবং একইসঙ্গে বাড়বে বৃষ্টিপাত। যা এই বর্ষার শেষে একটি বড়সড় জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ভারতে বর্ষা সাধারণত ১৫ অক্টোবরের মধ্যে শেষ হয়, কিন্তু এবার লা নিনার কারণে প্রলম্বিত হতে পারে বর্ষা। শুধু তাই নয়, লা নিনা প্রভাবই অক্টোবরের শেষ দিকে দক্ষিণ ভারতে আসা উত্তর-পূর্ব বর্ষাকেও প্রভাবিত করতে পারে।
ভারতে বর্ষা সাধারণত ১৫ অক্টোবরের মধ্যে শেষ হয়, কিন্তু এবার লা নিনার কারণে প্রলম্বিত হতে পারে বর্ষা। শুধু তাই নয়, লা নিনা প্রভাবই অক্টোবরের শেষ দিকে দক্ষিণ ভারতে আসা উত্তর-পূর্ব বর্ষাকেও প্রভাবিত করতে পারে।
আইএমডি-র অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, যদিও বর্ষা সেপ্টেম্বরে পালা গোটাবে বলেই আশা করা হচ্ছে, তবে লা নিনার প্রভাবে বঙ্গোপসাগরে জোরালো 'ঘূর্ণিঝড়ের কার্যকলাপ' চলতে পারে এবং মাসের বেশিরভাগ সময়ই বৃষ্টিপাতের দুর্যোগেরও ইঙ্গিত।
আইএমডি-র অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, যদিও বর্ষা সেপ্টেম্বরে পালা গোটাবে বলেই আশা করা হচ্ছে, তবে লা নিনার প্রভাবে বঙ্গোপসাগরে জোরালো ‘ঘূর্ণিঝড়ের কার্যকলাপ’ চলতে পারে এবং মাসের বেশিরভাগ সময়ই বৃষ্টিপাতের দুর্যোগেরও ইঙ্গিত।
তিনি আরও বলেন, সেপ্টেম্বরে মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৯% বেশি হবে (১৬.৮ সেমি)। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান, উত্তরাখণ্ড এবং দিল্লির একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, সেপ্টেম্বরে মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৯% বেশি হবে (১৬.৮ সেমি)। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান, উত্তরাখণ্ড এবং দিল্লির একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
লা নিনা, যার অর্থ স্প্যানিশ ভাষায় 'মেয়ে', এল নিনোর জলবায়ু প্রতিরূপ লা নিনা। এই দুটি প্রাকৃতিক সিস্টেম মূলত একে অপরের ঠিক বিপরীত আচরণ করে।
লা নিনা, যার অর্থ স্প্যানিশ ভাষায় ‘মেয়ে’, এল নিনোর জলবায়ু প্রতিরূপ লা নিনা। এই দুটি প্রাকৃতিক সিস্টেম মূলত একে অপরের ঠিক বিপরীত আচরণ করে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এল নিনো এবং লা নিনা (Li Nina) একে অপরের বিপরীত। তবে এল নিনো এবং লা নিনা এই দুয়ের প্রভাবেই সৃষ্টি হয় চরমভাবাপন্ন আবহাওয়ার।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এল নিনো এবং লা নিনা (Li Nina) একে অপরের বিপরীত। তবে এল নিনো এবং লা নিনা এই দুয়ের প্রভাবেই সৃষ্টি হয় চরমভাবাপন্ন আবহাওয়ার।
এর জেরে কখনও আমরা সম্মুখীন হই খরার, কখনও অতিবৃষ্টির। আবার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের মতো প্রলয়ের।
এর জেরে কখনও আমরা সম্মুখীন হই খরার, কখনও অতিবৃষ্টির। আবার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের মতো প্রলয়ের।
লা নিনা এবং এল নিনো উভয়ই উল্লেখযোগ্য মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় ঘটনা যা সাধারণত এপ্রিল এবং জুনের মধ্যে শুরু হয় এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে শক্তিশালী হয়ে ওঠে।
লা নিনা এবং এল নিনো উভয়ই উল্লেখযোগ্য মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় ঘটনা যা সাধারণত এপ্রিল এবং জুনের মধ্যে শুরু হয় এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে শক্তিশালী হয়ে ওঠে।
এই ঘটনাগুলি সাধারণত ৯ থেকে ১২ মাস স্থায়ী হয় তবে কখনও কখনও দু' বছর পর্যন্ত চলতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বছর লা নিনা (La Nina) সক্রিয় হওয়ায় অনেকটাই বাড়তে পারে শীত।
এই ঘটনাগুলি সাধারণত ৯ থেকে ১২ মাস স্থায়ী হয় তবে কখনও কখনও দু’ বছর পর্যন্ত চলতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বছর লা নিনা (La Nina) সক্রিয় হওয়ায় অনেকটাই বাড়তে পারে শীত।