Medicinal Pebble Leaf Plant: কিডনি স্টোন গলাবে, পেটের জমে থাকা মল টেনে বার করবে, মহৌষধি এই ছোট পাতা!

এই সবুজ পাতা ওষুধেরও জনক, খালি পেটে খেলে কিডনির পাথর গলে যাবে, শরীর থেকে সব টক্সিন বেরিয়ে যাবে৷
এই সবুজ পাতা ওষুধেরও জনক, খালি পেটে খেলে কিডনির পাথর গলে যাবে, শরীর থেকে সব টক্সিন বেরিয়ে যাবে৷
পাথর থাকলে অনেক সমস্যা হয়৷ পেটে খুব ব্যথা শুরু হয়৷ এবং বেশি দিন এই সমস্যা ফেলে রাখলে তাতে আরও বিপদ বাড়তে পারে৷ যখন-তখন যন্ত্রণা শুরু হলে মুশকিলে পড়বেন৷ ফলে আগে থেকে ব্যবস্থা নিলে নিজেরই সুস্থ থাকবেন৷
পাথর থাকলে অনেক সমস্যা হয়৷ পেটে খুব ব্যথা শুরু হয়৷ এবং বেশি দিন এই সমস্যা ফেলে রাখলে তাতে আরও বিপদ বাড়তে পারে৷ যখন-তখন যন্ত্রণা শুরু হলে মুশকিলে পড়বেন৷ ফলে আগে থেকে ব্যবস্থা নিলে নিজেরই সুস্থ থাকবেন৷
এর জন্য এই মহৌষধি পাতায় মিলবে উপকার৷ মোটা মোটা এই সবুজ পাতায় বিরাট গুণ৷ ফলে এই পাতায় শিকড় থেকে উপড়ে ফেলবে একাধিক রোগ৷
এর জন্য এই মহৌষধি পাতায় মিলবে উপকার৷ মোটা মোটা এই সবুজ পাতায় বিরাট গুণ৷ ফলে এই পাতায় শিকড় থেকে উপড়ে ফেলবে একাধিক রোগ৷
কী করতে হবে? সুদ্ধি হিমস আয়ুর্বেদ পঞ্চকর্মা ক্লিনিক (কানপুর) ডঃ সুশান্ত চৌরাসিয়া জানান যে এটি ১ মাস ধরে প্রতিদিন খাওয়া উচিত৷ তাতে পাথরের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে৷
কী করতে হবে? সুদ্ধি হিমস আয়ুর্বেদ পঞ্চকর্মা ক্লিনিক (কানপুর) ডঃ সুশান্ত চৌরাসিয়া জানান যে এটি ১ মাস ধরে প্রতিদিন খাওয়া উচিত৷ তাতে পাথরের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে৷
এই পাতা হল পাথরকুচি৷ আরও অনেক উপকারিতা রয়েছে এর৷ কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে৷ সকাল সকাল পেট সাফ করে এই পাতা৷
এই পাতা হল পাথরকুচি৷ আরও অনেক উপকারিতা রয়েছে এর৷ কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে৷ সকাল সকাল পেট সাফ করে এই পাতা৷
ডঃ সুশান্ত চৌরাসিয়া জানান এই পাতার ক্বাথ তৈরি করুন এবং এটি দিনে ২-৩ বার পান করুন৷ এর থেকে অনেক উপকার পাওয়া যায়৷ এমনকি যদি আপনার ঘনঘন মলের সমস্যা থাকে তবে আপনার এটি খাওয়া উচিত৷
ডঃ সুশান্ত চৌরাসিয়া জানান এই পাতার ক্বাথ তৈরি করুন এবং এটি দিনে ২-৩ বার পান করুন৷ এর থেকে অনেক উপকার পাওয়া যায়৷ এমনকি যদি আপনার ঘনঘন মলের সমস্যা থাকে তবে আপনার এটি খাওয়া উচিত৷