Bankura Tourism: ঘুরতে গিয়েও টাকা বাঁচবে, বাঁকুড়ার অফ বিট লোকেশন, পুজোর ছুটির ক’টা দিন কাটিয়ে যান প্রকৃতির মাঝে

সিমেন্টের কৃত্রিম সভ্যতা থেকে অনেক দূরে, প্রকৃতির অনন্য সৃষ্টি
সিমেন্টের কৃত্রিম সভ্যতা থেকে অনেক দূরে, প্রকৃতির অনন্য সৃষ্টির “সুতান”, অপেক্ষা করছে নিভৃতে।
বাঁকুড়ার রানিবাঁধ থেকে ঝিলিমিলি যাওয়ার পুরো রাস্তাটাই ঘন জঙ্গলে ঢাকা ।
বাঁকুড়ার রানিবাঁধ থেকে ঝিলিমিলি যাওয়ার পুরো রাস্তাটাই ঘন জঙ্গলে ঢাকা। ১২ মাইল জঙ্গলের সবুজ গালিচা পার করে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে বেশ কিছুটা এগুলোই পড়ে সুতান।
সুতান আসলে একটি ভ্যালি। যা জঙ্গলে এবং ছোট টিলায় আবদ্ধ ছোট্ট জলাধার।
সুুতান আসলে একটি ভ্যালি। যা জঙ্গলে এবং ছোট্ট টিলা আবদ্ধ ছোট্ট জলাধার।
তুলনামূলকভাবে একটি অজানা জায়গা। নেই মানুষের কোলাহল, নেই দূষণ। রয়েছে শুধুমাত্র প্রকৃতির অশেষ সৌন্দর্য।
তুলনামূলক ভাবে একটি অজানা জায়গা। নেই মানুষের কোলাহল,নেই দূষণ। রয়েছে শুধুমাত্র প্রকৃতির অশেষ সৌন্দর্য।
কাছাকাছি রয়েছে তালবেড়িয়া ড্যাম। রয়েছে থাকার ব্যবস্থা। রয়েছে বন দফতরের বাংলো।
কাছাকাছি রয়েছে তালবেরিয়া ড্যাম। রয়েছে থাকার ব্যবস্থা। রয়েছে বন দফতরের বাংলা।
যদি আসল জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান। তাহলে পুজোর ছুটিতে চলে আসুন বাঁকুড়ার সুতান।
যদি আসল জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে পুজোর ছুটিতে চলে আসুন বাঁকুড়ার সুতান।