Bollywood Gossip: ‘এসব পারিবারিক বিষয়…’, KBC-তে জয়াকে নিয়ে প্রতিযোগির প্রশ্নে অমিতাভের উত্তরে কীসের ইঙ্গিত? জানুন

স্ত্রী জয়া বচ্চনকে কতটা সময় দেন অমিতাভ বচ্চন? ‘কৌন বনেগা ক্রোরপতি’-এর সেটে এক প্রতিযোগি এমনই প্রশ্ন করে বসলেন বিগ বি-কে। ১৯৭৩ সালের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয়া-অমিতাভ। তারপর কেটে গিয়েছে ৪০ বছর।
স্ত্রী জয়া বচ্চনকে কতটা সময় দেন অমিতাভ বচ্চন? ‘কৌন বনেগা ক্রোরপতি’-এর সেটে এক প্রতিযোগি এমনই প্রশ্ন করে বসলেন বিগ বি-কে। ১৯৭৩ সালের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয়া-অমিতাভ। তারপর কেটে গিয়েছে ৪০ বছর।
“জয়া কী কখনও অভিযোগ করেছেন, অমিতাভ তাঁকে সময় দেন না, শুধু কেবিসি-এর শ্যুটিং করেন,“ বিগ বি-কে জিজ্ঞাসা করেন প্রতিযোগী সুমিত্রা দীনেশ। উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন অমিতাভ। তারপর বলেন, “আর কী বলব! এখানে লোকজন এমন সব পারিবারিক প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তর দিতে গিয়ে আমিফাঁপরে পড়ি।’’
“জয়া কী কখনও অভিযোগ করেছেন, অমিতাভ তাঁকে সময় দেন না, শুধু কেবিসি-এর শ্যুটিং করেন,“ বিগ বি-কে জিজ্ঞাসা করেন প্রতিযোগী সুমিত্রা দীনেশ। উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন অমিতাভ। তারপর বলেন, “আর কী বলব! এখানে লোকজন এমন সব পারিবারিক প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তর দিতে গিয়ে আমিফাঁপরে পড়ি।’’
এরপর পুরনো দিনের ঝাঁপি খুলে বসেন অমিতাভ। একসময় একসঙ্গে তিনটি ছবির শ্যুটিং করতেন। পরিবারের সঙ্গে সময় কাটানো তখন স্বপ্ন। অমিতাভ বলেন, “দিনে তিনটে শিফটে কাজ হত। সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলত প্রথম শিফট। আবার দুপুর ২ টো থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় শিফট। তখন অন্য একটা সিনেমার শ্যুটিং করতাম।’’
এরপর পুরনো দিনের ঝাঁপি খুলে বসেন অমিতাভ। একসময় একসঙ্গে তিনটি ছবির শ্যুটিং করতেন। পরিবারের সঙ্গে সময় কাটানো তখন স্বপ্ন। অমিতাভ বলেন, “দিনে তিনটে শিফটে কাজ হত। সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলত প্রথম শিফট। আবার দুপুর ২ টো থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় শিফট। তখন অন্য একটা সিনেমার শ্যুটিং করতাম।’’
আর রাতভর চলত তৃতীয় শিফট। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে রাত ১০টা থেকে ভোর ৬ টা পর্যন্ত শ্যুটিং করেছেন অমিতাভ। আগেও এমন শিফটে অনেক কাজ করেছেন তিনি। এসব দেখে অমিতাভের বাবা প্রয়াত হরিবংশ রায় বচ্চন একবার তাঁকে বলেছিলেন, “বেটা, একসঙ্গে অনেক কাজ করছ। আমি বলেছিলাম, বাবা, অনেক কষ্ট করলে তবে দুটো পয়সা আসে।’’ বিগ বি জানান, বাড়িতে বেশিক্ষণ থাকাই হত না। পরিবারকে সময় দেওয়া তো দূরের কথা। তবে স্ত্রী হিসাবে জয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন। এই নিয়ে কখনও কোনও অভিযোগ করেননি।
আর রাতভর চলত তৃতীয় শিফট। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে রাত ১০টা থেকে ভোর ৬ টা পর্যন্ত শ্যুটিং করেছেন অমিতাভ। আগেও এমন শিফটে অনেক কাজ করেছেন তিনি। এসব দেখে অমিতাভের বাবা প্রয়াত হরিবংশ রায় বচ্চন একবার তাঁকে বলেছিলেন, “বেটা, একসঙ্গে অনেক কাজ করছ। আমি বলেছিলাম, বাবা, অনেক কষ্ট করলে তবে দুটো পয়সা আসে।’’ বিগ বি জানান, বাড়িতে বেশিক্ষণ থাকাই হত না। পরিবারকে সময় দেওয়া তো দূরের কথা। তবে স্ত্রী হিসাবে জয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন। এই নিয়ে কখনও কোনও অভিযোগ করেননি।
২০০০ সালে শুরু হয় কেবিসি। শুরু থেকে সঞ্চালনা করে আসছেন অমিতাভ। শুধু তৃতীয় সিজন ছাড়া। সে বার কেবিসি-এর হোস্ট ছিলেন শাহরুখ খান। এবার শুরু হয়েছে ১৬ তম সিজন। প্রথম পর্বে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অমিতাভ। বলেছিলেন, “নতুন মরশুম শুরু হল। কিন্তু আজ আমার শব্দ কম পড়ছে। আপনাদের সমর্থন এবং ভালবাসাকে আমি কোনওভাবেই ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারাই ‘কৌন বনেগা ক্রোরপতিকে নতুন জীবন দিয়েছেন। আমাকে মঞ্চে আসার সুযোগ করে দিয়েছেন। এ জন্য দেশবাসীকে অভিবাদন জানাই।’’
২০০০ সালে শুরু হয় কেবিসি। শুরু থেকে সঞ্চালনা করে আসছেন অমিতাভ। শুধু তৃতীয় সিজন ছাড়া। সে বার কেবিসি-এর হোস্ট ছিলেন শাহরুখ খান। এবার শুরু হয়েছে ১৬ তম সিজন। প্রথম পর্বে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অমিতাভ। বলেছিলেন, “নতুন মরশুম শুরু হল। কিন্তু আজ আমার শব্দ কম পড়ছে। আপনাদের সমর্থন এবং ভালবাসাকে আমি কোনওভাবেই ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারাই ‘কৌন বনেগা ক্রোরপতিকে নতুন জীবন দিয়েছেন। আমাকে মঞ্চে আসার সুযোগ করে দিয়েছেন। এ জন্য দেশবাসীকে অভিবাদন জানাই।’’