রাধাষ্টমীর দিন মেনে চলুন জ্যোতিষ শাস্ত্রের এই টিপস 

Radha Ashtami 2024 Rituals: রাত পোহালেই রাধাষ্টমী! এই ছোট্ট কাজেই হাসবে সৌভাগ্য! শীঘ্র সাফল্য পাবেন বিবাহে

রাত পোহালেই বুধবার রাধাষ্টমী। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীরাধার আবির্ভাব তিথি। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে আবির্ভূত হন রাধিকা। এই পুণ্যতিথিতে পালনীয় কিছু রীতিনীতি আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে। দূর হবে নেগেটিভ শক্তি। বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গভ।
রাত পোহালেই বুধবার রাধাষ্টমী। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীরাধার আবির্ভাব তিথি। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে আবির্ভূত হন রাধিকা। এই পুণ্যতিথিতে পালনীয় কিছু রীতিনীতি আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে। দূর হবে নেগেটিভ শক্তি। বলছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গভ।

 

রাধা অষ্টমীর দিন গোপনে তিল দান করা শুভ। এর সঙ্গে লোহার তৈরি জিনিস দান করা যেতে পারে। এতে ব্যক্তির দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা দূর হতে পারে। এছাড়াও ব্যক্তি পছন্দসই জীবনসঙ্গী পেতে পারেন। সুস্মিতা গোস্বামী
রাধা অষ্টমীর দিন গোপনে তিল দান করা শুভ। এর সঙ্গে লোহার তৈরি জিনিস দান করা যেতে পারে। এতে ব্যক্তির দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা দূর হতে পারে। এছাড়াও ব্যক্তি পছন্দসই জীবনসঙ্গী পেতে পারেন।
সুস্মিতা গোস্বামী
রাধা অষ্টমীর দিন অঙ্কুরিত শস্য যেমন বার্লি, গম ইত্যাদি খাওয়া উচিৎ নয়। এই পবিত্র দিনে টাটকা ও সাত্ত্বিক খাবার খেতে হবে। বাসি ও নষ্ট খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা, কফি এই দিনে খাওয়া উচিৎ নয়। সুস্মিতা গোস্বামী
রাধা অষ্টমীর দিন অঙ্কুরিত শস্য যেমন বার্লি, গম ইত্যাদি খাওয়া উচিৎ নয়। এই পবিত্র দিনে টাটকা ও সাত্ত্বিক খাবার খেতে হবে। বাসি ও নষ্ট খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা, কফি এই দিনে খাওয়া উচিৎ নয়।
সুস্মিতা গোস্বামী
শাস্ত্রমতে, এইদিন নিজের বাড়িতে সাতজন কুমারী মেয়েকে পায়েস বা সাদা রঙের কোনও মিষ্টি খাওয়ানো ভাল। এতে বাড়ির চারপাশে নেগেটিভ এনার্জি কেটে যাবে ও জীবনে সুখ আসবে। সুস্মিতা গোস্বামী
শাস্ত্রমতে, এইদিন নিজের বাড়িতে সাতজন কুমারী মেয়েকে পায়েস বা সাদা রঙের কোনও মিষ্টি খাওয়ানো ভাল। এতে বাড়ির চারপাশে নেগেটিভ এনার্জি কেটে যাবে ও জীবনে সুখ আসবে।
সুস্মিতা গোস্বামী
শীঘ্র বিবাহে সাফল্য পেতে চাইলে রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যৌথ পুজো করা শ্রেয়। এদিন পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধা রানিকে গোলাপি বস্ত্র অর্পণ করা শুভ। সুস্মিতা গোস্বামী
শীঘ্র বিবাহে সাফল্য পেতে চাইলে রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যৌথ পুজো করা শ্রেয়। এদিন পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধা রানিকে গোলাপি বস্ত্র অর্পণ করা শুভ।
সুস্মিতা গোস্বামী
করলা, চিরতা, নিম, উচ্ছে এই সমস্ত কখনওই ভুল করেও মুখে তোলা উচিৎ নয়। নয়তো ছোটখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগে থাকে। যার প্রভাব পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গায়। সুস্মিতা গোস্বামী
করলা, চিরতা, নিম, উচ্ছে এই সমস্ত কখনওই ভুল করেও মুখে তোলা উচিৎ নয়। নয়তো ছোটখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগে থাকে। যার প্রভাব পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গায়।
সুস্মিতা গোস্বামী