voice raised from abroad florida for the justice of rg kar bengalis abroad join in protest with slogans and placards

RG Kar Protest: ‘জাস্টিস ফর আরজি কর’! প্রতিবাদে সরব প্রবাসী বাঙালিরাও! স্লোগানে মুখরিত ফ্লোরিডার মিছিল

উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই, রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই, রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশও।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশও।
গত রবিবার সুপ্রিম কোর্টের শুনানির আগের রাতে বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে কিছু না কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
গত রবিবার সুপ্রিম কোর্টের শুনানির আগের রাতে বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে কিছু না কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
সুদূর ফোর্টে লডারডেল, ফ্লোরিডাতেও প্রবাসীরা নিজেদের মতো করে প্রতিবাদ কর্মসূচীর আয়েজন করেন। ৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১৫০-রও বেশি শহরের মানুষ নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
সুদূর ফোর্টে লডারডেল, ফ্লোরিডাতেও প্রবাসীরা নিজেদের মতো করে প্রতিবাদ কর্মসূচীর আয়েজন করেন। 
৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১৫০-রও বেশি শহরের মানুষ নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১৫০-রও বেশি শহরের মানুষ নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
প্ল্যাকার্ড হাতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল এবং জমায়েতে অংশগ্রহণ করেছিলেন সকলে। প্রত্যেকের দাবি একটাই। আরজি কর হাসপাতালে চিকিৎসক-পডুয়ার নৃশংস ধর্ষণ-খুনের সঠিক তদন্ত এবং বিচার চাই।
প্ল্যাকার্ড হাতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল এবং জমায়েতে অংশগ্রহণ করেছিলেন সকলে। প্রত্যেকের দাবি একটাই। আরজি কর হাসপাতালে চিকিৎসক-পডুয়ার নৃশংস ধর্ষণ-খুনের সঠিক তদন্ত এবং বিচার চাই।