ইতিমধ্যেই ফেডারেশন সুরক্ষা বন্ধু নামে একটি কমিটি তৈরি করেছে। শোনা যাচ্ছে, হেমা কমিশনের আদলে এ রাজ্যে নারী সুরক্ষার জন্য একটি বিশেষ কমিটি তৈরিতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, ঋতাভরী বাংলা চলচ্চিত্র জগতের দুই প্রথম সারির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানাতেই নাকি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন।

Bengali Film Industry: ঋতাভরীর দাবিতে সাড়া মুখ্যমন্ত্রীর, টলিউডে যৌন হেনস্থা রুখতে তৈরি হচ্ছে ৫ সদস্যের কমিটি

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিশনের মতো টলিউডেও তৈরি হবে ৫ সদস্যের কমিটি৷ কোনও রাজনৈতিক ব্যক্তি থাকছেন না এই কমিটিতে৷ ৫ সদস্যের কমিটির শীর্ষে থাকছেন এক অবসরপ্রাপ্ত বিচারপতি৷ অন্যান্য পদে থাকতে পারেন চিকিৎসক বা আইনজীবী৷ টলিউডে নিত্যদিন যেভাবে যৌন হেনস্থার মুখোমুখি হতে হয় অভিনেত্রীদের, তারই তদন্ত করবেন এরা৷ এভাবেই একের পর এক মুখোশ খুলবে হেনস্থাকারীদের, দাবী ঋতাভরীর৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এর পর সোশ্যাল মিডিয়ায় এই আপডেট দিয়ে পোস্ট করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী৷
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিশনের মতো টলিউডেও তৈরি হবে ৫ সদস্যের কমিটি৷ কোনও রাজনৈতিক ব্যক্তি থাকছেন না এই কমিটিতে৷ ৫ সদস্যের কমিটির শীর্ষে থাকছেন এক অবসরপ্রাপ্ত বিচারপতি৷ অন্যান্য পদে থাকতে পারেন চিকিৎসক বা আইনজীবী৷ টলিউডে নিত্যদিন যেভাবে যৌন হেনস্থার মুখোমুখি হতে হয় অভিনেত্রীদের, তারই তদন্ত করবেন এরা৷ এভাবেই একের পর এক মুখোশ খুলবে হেনস্থাকারীদের, দাবী ঋতাভরীর৷ গতকাল, মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এর পর সোশ্যাল মিডিয়ায় এই আপডেট দিয়ে পোস্ট করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী৷
আরজি করের ঘটনার রেশ ধরে টলিপাড়ায় আরও সামনে আসতে শুরু করে যৌন হেনস্থার অভিযোগ৷ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যখন হেমা কমিশনের সুবাদে নানা নামী ব্যক্তিত্বের মুখোশ খুলে গিয়েছে, ঠিক তখনই টলিউড ইন্ডাস্ট্রিও তোলপাড়৷ টলিউডের স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সামনে এসেছে৷ ইতিমধ্যেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। অনির্দিষ্টকালের জন্য অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। এফআইআর দায়ের করা হয়েছে পরিচালকের নামে৷

আরজি করের ঘটনার রেশ ধরে টলিপাড়ায় সামনে আসতে শুরু করে যৌন হেনস্থার অভিযোগ৷ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যখন হেমা কমিশনের সুবাদে নানা নামী ব্যক্তিত্বের মুখোশ খুলে গিয়েছে, ঠিক তখনই টলিউড ইন্ডাস্ট্রিও তোলপাড়৷ টলিউডের স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সামনে এসেছে৷ ইতিমধ্যেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। অনির্দিষ্টকালের জন্য অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। এফআইআর দায়ের করা হয়েছে পরিচালকের নামে৷
গতকাল, মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী৷ টলিপাড়ায় যৌনতার হেনস্থার শিকার হওয়া অভিনেত্রীদের হয়ে মুখ খোলেন তিনি৷ এব্যাপারে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী তাঁর কথায় সারা দিয়ে দেখাও করেন৷ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়-ঋতাভরীর সাক্ষাৎ হয়৷
গতকাল, মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী৷ টলিপাড়ায় যৌনতার হেনস্থার শিকার হওয়া অভিনেত্রীদের হয়ে মুখ খোলেন তিনি৷ এব্যাপারে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী তাঁর কথায় সারা দিয়ে দেখাও করেন৷ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়-ঋতাভরীর সাক্ষাৎ হয়৷
অতীতে টলিপাড়ায় তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন৷ এবং নিজের সেই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ট্যাগ করে বাংলা চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা রুখতে পদক্ষেপ করার অনুরোধ জানান অভিনেত্রী।
অতীতে টলিপাড়ায় তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন৷ এবং নিজের সেই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ট্যাগ করে বাংলা চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা রুখতে পদক্ষেপ করার অনুরোধ জানান অভিনেত্রী।
ঋতাভরী নিজের পোস্টে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, দিদি, আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন আছে, এবং সেটা এখনই করতে হবে৷ সবচেয়ে বড় কথা হল, ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা আবারও ঘটে যাক, সেটা চাই না৷ এমনটা দিনের পর দিন হতে পারে না৷ পোস্টে বিস্ফোরক মন্তব্যের পর থেকেই শিরোনামে রয়েছেন অভিনেত্রী ঋতাভরী৷
ঋতাভরী নিজের পোস্টে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, দিদি, আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন আছে, এবং সেটা এখনই করতে হবে৷ সবচেয়ে বড় কথা হল, ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা আবারও ঘটে যাক, সেটা চাই না৷ এমনটা দিনের পর দিন হতে পারে না৷ পোস্টে বিস্ফোরক মন্তব্যের পর থেকেই শিরোনামে রয়েছেন অভিনেত্রী ঋতাভরী৷
ইতিমধ্যেই ফেডারেশন সুরক্ষা বন্ধু নামে একটি কমিটি তৈরি করেছে। শোনা যাচ্ছে, হেমা কমিশনের আদলে এ রাজ্যে নারী সুরক্ষার জন্য একটি বিশেষ কমিটি তৈরিতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, ঋতাভরী বাংলা চলচ্চিত্র জগতের দুই প্রথম সারির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানাতেই নাকি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন।
ইতিমধ্যেই ফেডারেশন সুরক্ষা বন্ধু নামে একটি কমিটি তৈরি করেছে।  সূত্রের দাবি, ঋতাভরী বাংলা চলচ্চিত্র জগতের দুই প্রথম সারির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানাতেই নাকি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন।