Durga Puja Ashtami Anjali: এবছর অষ্টমীর অঞ্জলি কত ভোরে? সন্ধিপুজোর ১০৮-টি প্রদীপ জ্বালার সঠিক সময় কখন? জেনে নিন নির্ঘণ্ট

দুর্গা পুজো নিয়ে ইতিমধ্যেই বাঙালির মধ্যে আবেগ ক্রমশ বেড়েই চলেছে। প্রতি বছর দুর্গা পুজোয় পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলী দিতে ভিড় পড়ে প্রচুর ভক্তদের।
দুর্গা পুজো নিয়ে ইতিমধ্যেই বাঙালির মধ্যে আবেগ ক্রমশ বেড়েই চলেছে। প্রতি বছর দুর্গা পুজোয় পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলী দিতে ভিড় পড়ে প্রচুর ভক্তদের।
তবে এবার সময়সূচি কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অষ্টমীর অঞ্জলী দেওয়ার বিষয় নিয়েও উঠছে কিছু প্রশ্ন। কখন দিতে পারবেন অষ্টমীর অঞ্জলী জেনে নিন।
তবে এবার সময়সূচি কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অষ্টমীর অঞ্জলী দেওয়ার বিষয় নিয়েও উঠছে কিছু প্রশ্ন। কখন দিতে পারবেন অষ্টমীর অঞ্জলী জেনে নিন।
কোচবিহারের রাজ পুরোহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, পঞ্জিকা মতে এবার অষ্টমী ও নবমী একদিন পড়েছে। তাই দুটো পুজোর মাঝেই হবে অঞ্জলী।
কোচবিহারের রাজ পুরোহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, পঞ্জিকা মতে এবার অষ্টমী ও নবমী একদিন পড়েছে। তাই দুটো পুজোর মাঝেই হবে অঞ্জলী।
এবার সন্ধিপুজো সাতসকালে। অঞ্জলি দিতে হবে তার আগে। ১১ অক্টোবর সকালে নির্ধারিত অষ্টমীর সন্ধিপুজো। ওই দিন কয়েক ঘণ্টার মধ্যে সেই তিথি ফুরোবে।
এবার সন্ধিপুজো সাতসকালে। অঞ্জলি দিতে হবে তার আগে। ১১ অক্টোবর সকালে নির্ধারিত অষ্টমীর সন্ধিপুজো। ওই দিন কয়েক ঘণ্টার মধ্যে সেই তিথি ফুরোবে।
সন্ধিপুজো শেষ হলে শুরু হবে নবমী পুজো। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে অষ্টমীর পুজো শেষ হবে। তাই সন্ধি পুজোর আগেই এই অঞ্জলী হবে।
সন্ধিপুজো শেষ হলে শুরু হবে নবমী পুজো। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে অষ্টমীর পুজো শেষ হবে। তাই সন্ধি পুজোর আগেই এই অঞ্জলী হবে।
তবে আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অবশ্য সন্ধিপুজো পড়েছে বেলা ১১টা ৪৩ মিনিটে। এই পঞ্জিকা মতে পুজো এবারও চারদিন ধরেই চলবে।
তবে আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অবশ্য সন্ধিপুজো পড়েছে বেলা ১১টা ৪৩ মিনিটে। এই পঞ্জিকা মতে পুজো এবারও চারদিন ধরেই চলবে।