অকালে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী

Popular Singer Death: সব শেষ…! মাত্র ৪৯ বছরে থামল সুরেলা কন্ঠ, অকালে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী

ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী৷ আমরাস রেকর্ড ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী, বারমের বয়েজ, বিখ্যাত রাজস্থানী লোকশিল্পী মাঙ্গে খান প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৯ বছর।

মাঙ্গে খান তার রাজস্থানী লোকগানের জন্য শুধু দেশেই নয়, বিদেশেও বিখ্যাত ছিলেন। তিনি ২০ টি দেশে ২০০ টিরও বেশি কনসার্ট করেছেন। আচমকা তাঁর চলে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভক্তরা। মাঙ্গে খান মাঙ্গানিয়ার সম্প্রদায়ের সবচেয়ে বিখ্যাত এবং প্রতিভাবান কণ্ঠশিল্পী ছিলেন। লোকে তাকে আদর করে মঙ্গা বলে ডাকত। সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। বহু প্রবীণ ব্যক্তি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন-          বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

সূত্রের খবর, মাঙ্গে খান ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মারা গেছেন। তিনি ‘বোলে তো মিঠো লাগে’, ‘আমরানো’, ‘রানাজি’ এবং ‘পিয়ার জালানি’-এর মতো জনপ্রিয় গান গেয়েছেন মাঙ্গানিয়ার ত্রয়ী ব্যান্ডের সদস্য, সওয়াই খান এবং মাগদা খানের সঙ্গে। এছাড়া কোক স্টুডিও সিজন ৩-এ তাঁর দল দেখা গেছে। দেশের বিভিন্ন স্থান ছাড়াও ডেনমার্ক, ব্রিটেন, জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালির মতো অনেক দেশেও মাঙ্গে খান পারফর্ম করেছেন।

আরও পড়ুন-         বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

আমরাস রেকর্ডসের প্রতিষ্ঠাতা আশুতোষ শর্মা গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেছেন, মাঙ্গের চলে যাওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছে যা কোনওদিনই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন প্রিয় বন্ধু এবং অসাধারণ কন্ঠের সঙ্গে খুব ভাল মনের মানুষ। এত অল্প বয়সে তাঁর মর্মান্তিক মৃত্যু শুধু তাঁর পরিবার এবং আমাদের জন্য নয়, সঙ্গীত জগতের জন্যও একটি বিশাল ক্ষতি। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় চোখের জলে গায়ককে শ্রদ্ধা জানাচ্ছেন।