Take Care Of AC: সাবধান! যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আপনার এসি, বিপদ এড়াতে মেনে চলুন এই কয়েকটা উপায়

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি বাড়িতে এনেও যে শান্তি নেই! ঘেমে নেয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যন্ত্রটিকে চালিয়ে একটু শান্তিসুখ খুঁজে নেওয়ার কথা ভাবছেন, অমনি পাড়া জুড়ে অন্ধকার নেমে এল, 'পাওয়ার কাট'। ব্যস! শান্তির একেবারে দফারফা। তার সঙ্গে মাঝে মাঝে যন্ত্রটি সমস্যা করতেও শুরু করছে। অতএব যে যন্ত্র এই তীব্র দাবদাহে আপনাকে দু'দণ্ডের শান্তি খুঁজে দিচ্ছে তাকে একটু যত্নআত্তি করতে হবে বইকি!
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি বাড়িতে এনেও যে শান্তি নেই! ঘেমে নেয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যন্ত্রটিকে চালিয়ে একটু শান্তিসুখ খুঁজে নেওয়ার কথা ভাবছেন, অমনি পাড়া জুড়ে অন্ধকার নেমে এল, ‘পাওয়ার কাট’। ব্যস! শান্তির একেবারে দফারফা। তার সঙ্গে মাঝে মাঝে যন্ত্রটি সমস্যা করতেও শুরু করছে। অতএব যে যন্ত্র এই তীব্র দাবদাহে আপনাকে দু’দণ্ডের শান্তি খুঁজে দিচ্ছে তাকে একটু যত্নআত্তি করতে হবে বইকি!
অনেক সময় দেখা যায়, যে ঘরে এসি লাগানো হয়েছে সেখানকার দরজা- জানালা এয়ারটাইট নয়। ফলে, ঘর ঠান্ডা করতে অনেকক্ষণ এসি চালাতে হচ্ছে। ফলে এসির কম্প্রেসরের উপর চাপ তৈরি হয়। অনেক সময় তা অতিরিক্ত তেতে গিয়ে, আগুন ধরে যেতে পারে। বৈদ্যুতিক তারের সমস্যাজনিত কারণেও শর্ট সার্কিটে আশঙ্কা থেকে যায়। দেখে নিন বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না। অনেক সময় ঘরের পোকামাকড়ও বৈদ্যুতিক তার কেটে দেয়। তাই ভাল করে এসির পয়েন্ট, বৈদ্যুতিক তার পরীক্ষা করে নিন।
অনেক সময় দেখা যায়, যে ঘরে এসি লাগানো হয়েছে সেখানকার দরজা- জানালা এয়ারটাইট নয়। ফলে, ঘর ঠান্ডা করতে অনেকক্ষণ এসি চালাতে হচ্ছে। ফলে এসির কম্প্রেসরের উপর চাপ তৈরি হয়। অনেক সময় তা অতিরিক্ত তেতে গিয়ে, আগুন ধরে যেতে পারে। বৈদ্যুতিক তারের সমস্যাজনিত কারণেও শর্ট সার্কিটে আশঙ্কা থেকে যায়। দেখে নিন বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না। অনেক সময় ঘরের পোকামাকড়ও বৈদ্যুতিক তার কেটে দেয়। তাই ভাল করে এসির পয়েন্ট, বৈদ্যুতিক তার পরীক্ষা করে নিন।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটিকে নিয়মিত পরিষ্কার রাখুন। একটা শুকনো সুতির কাপড় দিয়ে যন্ত্রের বাইরের অংশ, সুইং ও ফ্যানের ব্লেড রোজ মুছে নিন। প্রতি দুই সপ্তাহ অন্তর এয়ার ফিল্টার খুলে পরিষ্কার করুন। উইন্ডো এসিতেও এয়ার ফিল্টার বাইরের দিকেই থাকে। বাড়িতে যিনি এসি লাগাতে আসবেন বা সার্ভিসিং করতে আসবেন, তার কাছে এয়ার ফিল্টার খোলার উপায় জেনে নিন।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটিকে নিয়মিত পরিষ্কার রাখুন। একটা শুকনো সুতির কাপড় দিয়ে যন্ত্রের বাইরের অংশ, সুইং ও ফ্যানের ব্লেড রোজ মুছে নিন। প্রতি দুই সপ্তাহ অন্তর এয়ার ফিল্টার খুলে পরিষ্কার করুন। উইন্ডো এসিতেও এয়ার ফিল্টার বাইরের দিকেই থাকে। বাড়িতে যিনি এসি লাগাতে আসবেন বা সার্ভিসিং করতে আসবেন, তার কাছে এয়ার ফিল্টার খোলার উপায় জেনে নিন।
বাইরে প্রখর রোদ্দুর। আর ঘরের ভিতরে আরামের পরশ দিতে এসি নামক যন্ত্রটি কাজ করছে তো করেই চলেছে। কিন্তু এতে অভ্যন্তরীণ যন্ত্রাংশের উপর মারাত্মক চাপ পড়ে। তাই সাত থেকে আট ঘণ্টা টানা এসি চালানোর পর, অন্তত দু' থেকে তিন ঘণ্টা তাকে বিশ্রাম দিন।
বাইরে প্রখর রোদ্দুর। আর ঘরের ভিতরে আরামের পরশ দিতে এসি নামক যন্ত্রটি কাজ করছে তো করেই চলেছে। কিন্তু এতে অভ্যন্তরীণ যন্ত্রাংশের উপর মারাত্মক চাপ পড়ে। তাই সাত থেকে আট ঘণ্টা টানা এসি চালানোর পর, অন্তত দু’ থেকে তিন ঘণ্টা তাকে বিশ্রাম দিন।
বাড়িতে প্রতিদিনের ডাস্টিংয়ের সময় এসি বন্ধ রাখুন। যে ঘরে এসি আছে, সেখানে কোনও ভাবেই ধূমপান করবেন না। তা ছাড়া এসির কয়েলও পরিষ্কার করা জরুরি। কিন্তু এসির টেকনিক্যাল পার্ট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল না হলে, নিজে নিজে কয়েল পরিষ্কার করার দরকার নেই।
বাড়িতে প্রতিদিনের ডাস্টিংয়ের সময় এসি বন্ধ রাখুন। যে ঘরে এসি আছে, সেখানে কোনও ভাবেই ধূমপান করবেন না। তা ছাড়া এসির কয়েলও পরিষ্কার করা জরুরি। কিন্তু এসির টেকনিক্যাল পার্ট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল না হলে, নিজে নিজে কয়েল পরিষ্কার করার দরকার নেই।
অনেক সময় দেখা যায়, হঠাৎ করে এসির কার্যক্ষমতা হ্রাস পেতে শুরু করেছে। অনেক সময় দেখা যায়, এসির গ্যাস কমে আসার ফলেই সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলত কোনও কারণে এসির পাইপলাইনে লিক হলে বা ফিটিংস ঠিক না থাকলেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। সে ক্ষেত্রেও আপনার এসি যে কোম্পানির, তার নিকটবর্তী সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
অনেক সময় দেখা যায়, হঠাৎ করে এসির কার্যক্ষমতা হ্রাস পেতে শুরু করেছে। অনেক সময় দেখা যায়, এসির গ্যাস কমে আসার ফলেই সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলত কোনও কারণে এসির পাইপলাইনে লিক হলে বা ফিটিংস ঠিক না থাকলেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। সে ক্ষেত্রেও আপনার এসি যে কোম্পানির, তার নিকটবর্তী সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
চেষ্টা করুন এমন কোনও জায়গায় আউটার ইউনিট রাখতে, যেখানে এর মাথার উপর কোনও একটা ছাউনি থাকে। নয়তো প্রখর রোদে যন্ত্রটির বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়াও ফাঁকা জায়গায় রাখলে কালবৈশাখীর ঝড়ে এসি ক্ষতিগ্রস্ত হতে পারে।
চেষ্টা করুন এমন কোনও জায়গায় আউটার ইউনিট রাখতে, যেখানে এর মাথার উপর কোনও একটা ছাউনি থাকে। নয়তো প্রখর রোদে যন্ত্রটির বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়াও ফাঁকা জায়গায় রাখলে কালবৈশাখীর ঝড়ে এসি ক্ষতিগ্রস্ত হতে পারে।