ছবি প্রতীকী 

Home Colour for Good Couple Relation: শোওয়ার ঘরে এই রঙ ভুলেও না, তাহলেই শান্তি হবে বিঘ্নিত হবে, রঙের প্রভাবেই শান্তি থাকবে

পুজোর আগে ঘরকে অনেকেই সাজিয়ে তুলতে পছন্দ করেন। কিন্তু জানেন কি, দেওয়ালের রঙের উপর নির্ভর করে বাড়ির সুখ-শান্তি পাশাপাশি স্বাস্থ্যও!
পুজোর আগে ঘরকে অনেকেই সাজিয়ে তুলতে পছন্দ করেন। কিন্তু জানেন কি, দেওয়ালের রঙের উপর নির্ভর করে বাড়ির সুখ-শান্তি পাশাপাশি স্বাস্থ্যও!
দিন শেষে আরাম ও পছন্দের বেডরুমের রঙে তাঁর ব্যক্তিত্ব প্রকাশ পাক। কিন্তু তাই বলে তো যে কোন রং আপনার সুখ শান্তি ও স্বাস্থ্যের পক্ষে ভালো না।
দিন শেষে আরাম ও পছন্দের বেডরুমের রঙে তাঁর ব্যক্তিত্ব প্রকাশ পাক। কিন্তু তাই বলে তো যে কোন রং আপনার সুখ শান্তি ও স্বাস্থ্যের পক্ষে ভালো না।
বেডরুমের দেয়াল রং করার ক্ষেত্রে কখনোই কালো রং ব্যবহার করবেন না। কালো রং ঘরকে করে তোলে অন্ধকার। ঘরকে বাস্তবের চেয়ে ছোট দেখায়। ও এটি মনের নেতিবাচক প্রভাব ফেলে।
বেডরুমের দেয়াল রং করার ক্ষেত্রে কখনোই কালো রং ব্যবহার করবেন না। কালো রং ঘরকে করে তোলে অন্ধকার। ঘরকে বাস্তবের চেয়ে ছোট দেখায়। ও এটি মনের নেতিবাচক প্রভাব ফেলে।
বেড রুমে হলুদ রং এড়িয়ে চলুন। হলুদ ঘরের দেয়ালে একেবারেই বেমানান। কারণ, এই রং মনকে অস্থির করে তোলে।তবে হলুদ রংটি বাণিজ্যিক কার্যালয় বা অফিসের দেয়ালে ব্যবহার করা যেতে পারে।
বেড রুমে হলুদ রং এড়িয়ে চলুন। হলুদ ঘরের দেয়ালে একেবারেই বেমানান। কারণ, এই রং মনকে অস্থির করে তোলে।তবে হলুদ রংটি বাণিজ্যিক কার্যালয় বা অফিসের দেয়ালে ব্যবহার করা যেতে পারে।
অনেকে ঘরে কমলা রং ব্যবহার করতে পছন্দ করেন। কিন্তু এই কমলা রং বেডরুমকে করে তোলে ক্যাটক্যাটে উজ্জ্বল। যা মনকে অস্থির করে তোলে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
অনেকে ঘরে কমলা রং ব্যবহার করতে পছন্দ করেন। কিন্তু এই কমলা রং বেডরুমকে করে তোলে ক্যাটক্যাটে উজ্জ্বল। যা মনকে অস্থির করে তোলে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
কমলা রং এর মত লালও চোখ ধাঁধানো রং। গাঢ় লাল রং ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে ও ঘুম আসতে চায় না। সেজন্য জিমের মতো জায়গায় লাল রঙের ব্যবহার করা যেতে পারে।
কমলা রং এর মত লালও চোখ ধাঁধানো রং। গাঢ় লাল রং ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে ও ঘুম আসতে চায় না। সেজন্য জিমের মতো জায়গায় লাল রঙের ব্যবহার করা যেতে পারে।