গাছ বসছেন সাংসদ 

South 24 Parganas News: সুন্দরবনকে বাঁচাতে প্রায় পঞ্চাশ হাজার গাছের বীজ রোপন সাংসদের

সুন্দরবন: সুন্দরবনকে বাঁচাতে এবার তাল ও কেওড়া ফলের বীজ রোপন করা হল সুন্দরবনে। সুন্দরবনের গোসাবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েতের মৌখালী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সংলগ্ন নদীর ধারে এই বীজ রোপন করা হয়। এই উপলক্ষে একটি অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল, বোলপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী নির্মল মহারাজ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল, গোসাবার বিডিও বিশ্বরুপ বিশ্বাস, সুন্দরবন উপকূল থানার ওসি মিজানুর রহমান সহ আরও অনেকে।

আরও পড়ুন: কুলতলিতে বাঘের আতঙ্ক, জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা গ্রাম

এদিন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল বলেন, সুন্দরবনকে বাঁচাতে গেলে তাল কেওড়া সহ একাধিক সুন্দরী গাছ বসানোর প্রয়োজন আছে।আর সুন্দরবনকে বাঁচালে এই গাছ গুলোকে বাঁচাবে আমাদের। ম্যানগ্রোভ নষ্ট হতে দেওয়া যাবে না। ম্যানগ্রোভ ধ্বংসকারীদের আটকাতে পারে একমাত্র সুন্দরবনের মানুষই,তাই চোরা শিকারিদের হাতে ম্যানগ্রোভ ধ্বংস হতে দেবেন না,দরকারে রুখে দাঁড়ান,প্রশাসন আপনাদের পাশে আছে। সুন্দরবন বাঁচলে আমরা বাঁচবো, আর সুন্দরবনকে বাঁচানোর খুব প্রয়োজন। তাছাড়া সুন্দরবনের নদী ভাঙন আটকাতে গেলে ম্যানগ্রোভ গাছের বিকল্প কিছু নেই, তাই এই জাতীয় গাছের প্রয়োজন আরও বাড়ছে।বাড়ছে বিশ্ব উষ্ণায়ন আটকাতে ও বৃক্ষ রোপনেরও প্রয়োজন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা