গঙ্গার নীচে মেট্রো চলাচলের সময়সীমা বদল, দু’টি মেট্রোর মাঝে বাড়ল সময়ের ব্যবধান, জানুন সূচি

Kolkata Metro News: গঙ্গার নীচে মেট্রো চলাচলের সময়সীমা বদল, দু’টি মেট্রোর মাঝে বাড়ল সময়ের ব্যবধান, জানুন সূচি

কলকাতা: মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে। গত কয়েক দিন হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ব্যস্ত সময়ে (সকাল ৯টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা) ১২ মিনিটের ব্যবধানে পরিষেবা দেওয়া হচ্ছিল আগের মতোই।

আরও পড়ুন: কান্দি মহকুমা হাসপাতালে প্রসূতির মৃত্যু! উত্তেজনা হাসপাতালে, নার্সদের বিরুদ্ধে বিক্ষোভ

এখন থেকে সেই সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। সন্ধ্যায় আবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। বাকি গোটা দিন দু’টি মেট্রোর মাঝে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিট।

গত সপ্তাহে জানানো হয়, সকাল ৭টা থেকে ৯টা, সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং রাত ৮টা থেকে ৯টা ৫৫ মিনিট— এই সময়ে দুই মেট্রো পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান আগের তুলনায় বাড়বে। তবে ভিড় সামাল দিতে উল্টো পথে হাঁটল কলকাতা মেট্রো। মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চলবে পরিষেবা।