কী বলল তৃণমূল?

Junior Doctors’ protest TMC: জুনিয়র ডাক্তারদের প্রতি মন্তব্য নিয়ে দলের মুখপাত্রদের কড়া নির্দেশ তৃণমূলের

কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে টানা প্রতিবাদ চলছে জুনিয়র ডাক্তারদের। মঙ্গলবার থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। সেই নিয়ে মুখপাত্রদের এবার নির্দেশিকা দিল তৃণমূল।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও বক্তব্য নয়। সতর্ক থাকুন’। একই সঙ্গে দলের মুখপাত্রদের নির্দেশ দেওয়া হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর বক্তব্য ও নবান্নে গতকাল চন্দ্রিমা ভট্টাচার্যর বক্তব্যের লাইনে থাকুন’। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ নিয়ে বেশ সতর্ক তৃণমূল।

জ্যের মুখ্যসচিব ই মেল করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আজ সন্ধে ছটায় নবান্নে গিয়ে আলোচনায় বসতে অনুরোধ করছিলেন৷ নিজেদের মধ্যে আলোচনা করে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দিলেন, আলোচনায় তাঁরা যেতে রাজি হলেও তাঁদের চারটি শর্ত মানতে হবে৷ এই শর্তগুলির মধ্যে অন্যতম যে পাঁচ দফা মূল দাবির ভিত্তিতে তাঁরা আন্দোলন চালাচ্ছে, আজকের আলোচনা সেগুলির উপর ভিত্তি করেই হতে হবে৷ পাশাপাশি, তাঁদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বৈঠকে উপস্থিত থাকতে হবে৷

যে চার শর্তের কথা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বৈঠকে অন্তত ৩০ জন প্রতিনিধিকে অংশ নিতে দেওয়ার দাবি৷ দ্বিতীয়ত, বৈঠকের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে৷ তৃতীয় শর্তে বলা হয়েছে, আরজি কর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের  তোলা পাঁচ দফা দাবির উপরেই আজকের আলোচনা চালাতে হবে৷ এবং সর্বশেষ শর্ত হিসেবে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷