প্রতীকী ছবি

UttarPradesh: স্বাধীনতা দিবসে লাড্ডু চুরি! উত্তরপ্রদেশে দুই পড়ুয়াকে স্কুল থেকে বেরই করে দিলেন প্রধানশিক্ষক

লখনউ: এ যেন লঘু পাপে গুরু দণ্ড। স্বাধীনতা দিবসের দিন লাড্ডু ‘চুরির’ অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রীকে স্কুল থেকেই বের করে দেওয়া হল। উত্তরপ্রদেশের সাহারানপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পূর্ণঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। বেসিক শিক্ষা অধিকারী ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: রাজধানীতে ফের তৎপর বিষ্ণোই গ্যাং? রাতের শহরে গুলি করে খুন জিম মালিককে
সূত্রের খবর, দুই পড়ুয়াই একই পরিবারের, সম্পর্কে তাঁরা পরস্পরের বোন। আর্থিকভাবে তাঁরা স্বচ্ছল নয়। পরিবারের দাবি প্রিন্সিপাল তাঁদের দুই শিশুর জীবন নষ্ট করে দিয়েছেন। সাহারানপুরের নাকুর এলাকার ঘটনা। দুই পড়ুয়া যথাক্রমে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে পড়ে। অভিযোগ প্রিন্সিপাল তাঁদের টিসি নিয়ে স্কুল থেকে চলে যেতে বলেন।

আরও পড়ুন:এয়ারস্ট্রিপ থেকে চুরি গোটা হেলিকপ্টার! উত্তরপ্রদেশের ঘটনায় হতবাক সকলে!

ঘটনার সূত্রপাত গত ১৫ই অগাস্ট, স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে লাড্ডু বিতরণ হচ্ছিল। সেই সময় কিছু লাড্ডু প্রিন্সিপালের অফিসে রাখা ছিল। ঠিক তারপরের দিন অর্থাৎ ১৬ই অগাস্ট যখন প্রিন্সিপাল ক্লাস নিচ্ছিলেন তখন অভিযুক্ত দুই পড়ুয়া জল খেতে যাওয়ার নাম করে প্রিন্সিপালের অফিস থেকে লাড্ডু চুরি করে খায়। কিন্তু, লাড্ডু চুরি করলে কি স্কুল থেকে বহিষ্কার করা ঠিক? সেই বিচারেই তদন্তে নেমেছে প্রশাসন।