জনবহুল জায়গা থেকে একটু নিরিবিলি জায়গা ঘুরে আসতে কার না ভাল লাগে! তবে যেমন নিরিবিলিও, তেমনই আয়তনেও তারা খুবই ছোট৷ কয়েকটা দেশের আকার তো ভারতের মেট্রো শহরগুলোর থেকেও কম৷

Knowledge Story: পৃথিবীর চার সবচেয়ে ছোট দেশের নাম জানেন? একটা দেশের মোট জন সংখ্যা মাত্র ৪৯৭৷ নামটা বলুন তো?

জনবহুল জায়গা থেকে একটু নিরিবিলি জায়গা ঘুরে আসতে কার না ভাল লাগে! তবে যেমন নিরিবিলিও, তেমনই আয়তনেও তারা খুবই ছোট৷ কয়েকটা দেশের আকার তো ভারতের মেট্রো শহরগুলোর থেকেও কম৷
জনবহুল জায়গা থেকে একটু নিরিবিলি জায়গা ঘুরে আসতে কার না ভাল লাগে! তবে যেমন নিরিবিলিও, তেমনই আয়তনেও তারা খুবই ছোট৷ কয়েকটা দেশের আকার তো ভারতের মেট্রো শহরগুলোর থেকেও কম৷
ভ্যাটিকান সিটি: কবির দেশ৷ রোমের এই শহরের আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার৷ এখানে স্থায়ী জনসংখ্যার পরিমাণ ৪৯৭ জন৷ যার থেকে ব্যস্ত সময়ে একটা মেট্রো ট্রেনেও সম্ভবত বেশি লোক থাকে৷
ভ্যাটিকান সিটি: কবির দেশ৷ রোমের এই শহরের আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার৷ এখানে স্থায়ী জনসংখ্যার পরিমাণ ৪৯৭ জন৷ যার থেকে ব্যস্ত সময়ে একটা মেট্রো ট্রেনেও সম্ভবত বেশি লোক থাকে৷
মোনাকো: এটি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ৷ ফ্রেঞ্চ রিভেরার বরাবর মাত্র ১.৯৫ বর্গ কিলোমিটার জুড়ে এই দেশ৷ তবে আয়তন কম হলেও এর অর্থনীতি, মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বহুদেশের জন্য রীতিমতো হিংসার কারণ হয়ে উঠতে পারে৷
মোনাকো: এটি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ৷ ফ্রেঞ্চ রিভেরার বরাবর মাত্র ১.৯৫ বর্গ কিলোমিটার জুড়ে এই দেশ৷ তবে আয়তন কম হলেও এর অর্থনীতি, মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বহুদেশের জন্য রীতিমতো হিংসার কারণ হয়ে উঠতে পারে৷
নাইরু: মধ্য প্রশান্ত মাহাসাগরে ছোট্ট এই দ্বীপ৷ আয়তনের নিরিখে পৃথিবীতে তৃতীয় ক্ষুদ্রতম দেশ এটি৷ একসময়ে ফসফেট খনির জন্যএই অঞ্চল আলোড়নের কেন্দ্রবিন্দুতে ছিল৷
নাইরু: মধ্য প্রশান্ত মাহাসাগরে ছোট্ট এই দ্বীপ৷ আয়তনের নিরিখে পৃথিবীতে তৃতীয় ক্ষুদ্রতম দেশ এটি৷ একসময়ে ফসফেট খনির জন্যএই অঞ্চল আলোড়নের কেন্দ্রবিন্দুতে ছিল৷
টুভালু: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আরও এক দ্বীপ৷ আয়তন মাত্র ২৬ বর্গ কিলোমিটার৷ এর প্রাণবন্ত প্রবাল প্রাচীর পর্যটকদের জ

টুভালু: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আরও এক দ্বীপ৷ আয়তন মাত্র ২৬ বর্গ কিলোমিটার৷ এর প্রাণবন্ত প্রবাল প্রাচীর পর্যটকদের জন্য টেনে আনে এই ছোট দেশে৷